Shahin Alam

Shahin Alam lyrics short video for love

একসাথে ২জনে মিলে, কত স্বপ্ন দেখলাম, মৃত্যুর আগ পর্যন্ত একজন আরেকজন কে ছাড়া কোথাও যাব না। সুখে দুঃখে সবসময় পাশে থাকব। আমা...
02/06/2024

একসাথে ২জনে মিলে, কত স্বপ্ন দেখলাম, মৃত্যুর আগ পর্যন্ত একজন আরেকজন কে ছাড়া কোথাও যাব না। সুখে দুঃখে সবসময় পাশে থাকব। আমাদের মাঝে, প্রচুর-ভালবাসা, শেয়ার, কেয়ার, যত্ন ছিল তার এই ভালোবাসা দেখে,, তাকে পাগলের মতো ভালোবাসছিলাম মাঝখানে যোগাযোগ বন্ধ হয়ে যায়

কতদিন কথা হয় নাই আমি তার সব আইডি বার বার চেক করি,

অনলাইনে আসে, সবসময় অনলাইনে থাকে

কিন্তু মেসেজ দেয় না আমি নিজে থেকে মেসেজ দেওয়ার পর রিপ্লাই দিয়ে একটু পর, বলল বিজি আছি, পরে কথা বলব। পরে টা আর হলো না এর পর আমি নিজেই আবার মেসেজ দি, মেসেজ সিন করে, রিপ্লাই না দিয়ে আর কিছুক্ষণ অনলাইনে থেকে অফলাইনে চলে যায়। মানুষের পোস্ট এ কমেন্ট করার সময় পায় কিন্তু আমার মেসেজের রিপ্লাই দেওয়ার মত সময় তার হয় না। ঘন্টার ঘন্টা অনলাইনে আছে আর আমি একটু সময় চাইলেই বলে সে নাকি এখন ব্যস্ত, শুধু কথা বলে বলে থাকলে হবে আমার কোন কথার গুরুত্ব তার কাছে ছিল না আমি কি চাই, কি বুঝাতে চাই, সেই কোনদিন বুঝতে ও চাইত না এত সুন্দর ভাবেও অবহেলা করা যায় আগে জানতামই না। পরে আমি ও বুঝে নিলাম,, তার এই অবহেলার কারণ,, তার কাছে আমি কতটা অমুল্যহীন হয়ে গেছি যেকিনা একসময় বলতো, তার কাছেই আমি পৃথিবীর সবচেয়ে দামী সম্পদ। আমি কষ্ট পেলে একসময় সেইও কাঁদত আর আজ আমার কষ্টগুলো তার চোখেই পড়ে না















আমার আমিটাকে না চিনে, শুধু উপরের খোলশটুকু দেখে আমায় তোমার শক্ত মনের মানুষ মনে হতেই পারে। মনে হতেই পারে হাজারবার ধাক্কা ...
02/06/2024

আমার আমিটাকে না চিনে, শুধু উপরের খোলশটুকু দেখে আমায় তোমার শক্ত মনের মানুষ মনে হতেই পারে। মনে হতেই পারে হাজারবার ধাক্কা খাওয়ার পরেও মাটি আকড়ে ধরে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা আমার বা হাতের খেলা। কিংবা কোনো মধ্য রাতের জমাট বাঁধা দুঃস্বপ্নের গোলকধাঁধায় আঁটকে গিয়ে, ভয় না পেয়ে সামলে নেওয়ার শক্তিটুকু হয়তো আছে।

উহু, একদমই না। তুমি আমায় দেখে যেমন ভাবছো আমি ওমন নই মোটেই। তোমার ধারণার বিন্দু মাত্র টুকুতেও আমি নেই। তুমি সেটাই দেখছো, যেটা আমি তোমায় দেখাচ্ছি। তাই ভাবছো, যা আমি তোমায় ভাবতে বাঁধ্য করছি। তোমার সামনে যে আমিটাকে তুমি দেখছো সে পুরোপুরি নিজেকে রহস্যের আবরণে মুড়িয়ে তোমার সামনে এসে উপস্থিত হয়েছে। যার সাথে বাস্তবতার খুব একটা মিল নেই বললেই চলে।

বাস্তবে হয়তো আমি আরো বেশি ধূসর, অনেকটা ঘনকুনো, কিছুটা মলিন, বড্ড চুপচাপে আর হয়তো হোপলেসও বটে। সে যাই হোক, পুরোটা তুমি নাই বা জানলে। যা ভাবার তা নিয়েই না হয় বসে থাকলে। তাতে আমার কি আসে যায়!

তুমি রহস্য উন্মোচন করতে ভালোবাসো। আর আমি নিজেকে রহস্যের মায়াজালে আরো খানিকটা ঢেকে নিতে। ইফতারী শেষে নামাজ পড়ে এসে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছি....!!

শেক্সপিয়র বলেছিলেন,একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্খা আছে। "একই কথা বলেছেন ...
24/05/2024

শেক্সপিয়র বলেছিলেন,

একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্খা আছে। "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"

হুমায়ূন আহমেদ বলেছিলেন, "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে। হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই "।

সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে। অথবা তার কোনো শারীরিক সমস্যা আছে।

আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রূপ নিবেই।

আর এটাই স্বাভাবিক।......



#ফরইউতে_দেখতে_চাই

#ক্যাপশন #ফরইউ #বাংলাদেশি_ভাইরাল_টিকটক_

আমি তোমাকে এতটাই ভালোবাসি যে যদি আমাকে তোমার আর চকলেটের মধ্যে একটা বেছে নিতে হয়, আমি তোমাকে বেছে নিবেতুমি আমার স্বপ্নের ...
22/05/2024

আমি তোমাকে এতটাই ভালোবাসি যে যদি আমাকে তোমার আর চকলেটের মধ্যে একটা বেছে নিতে হয়, আমি তোমাকে বেছে নিবে

তুমি আমার স্বপ্নের চেয়েও বেশি, তুমি প্রাপ্য থেকেও বেশি এবং আমার প্রয়োজনের চেয়েও বেশি। আমি তোমাকে প্রতিদিন আর













#ফরইউতে_দেখতে_চাই

#ক্যাপশন

#ফরইউ

#বাংলাদেশি_ভাইরাল_টিকটক_

আমি পুরুষ 18 বছর বয়সে ভালোবেসে! যে নারীকে পাওয়ার জন্য পাগলের মতো ছটপট করি! আমি যদি 21 বছর বয়সে ঐ নারীকে পেয়ে যাই স্ত্রী ...
22/05/2024

আমি পুরুষ 18 বছর বয়সে ভালোবেসে! যে নারীকে পাওয়ার জন্য পাগলের মতো ছটপট করি! আমি যদি 21 বছর বয়সে ঐ নারীকে পেয়ে যাই স্ত্রী হিসাবে! তাহলে ইনশাআল্লাহ ৮০ বছর বয়সে কাপা কাপা কন্ঠে নিয়ে, জড়িয়ে ধরে ঐ নারীকে ভালোবাসি বলবো আবার নতুন করে ゚

কতটা নির্লজ্জ হলে' এতটা অপমানের পরও একটা মানুষ বেহায়ার মতো আপনাকে আঁকড়ে ধরে বাচতে চেয়েছিল' কতটা ভালোবাসলে' একটা মানুষ নি...
22/05/2024

কতটা নির্লজ্জ হলে' এতটা অপমানের পরও একটা মানুষ বেহায়ার মতো আপনাকে আঁকড়ে ধরে বাচতে চেয়েছিল' কতটা ভালোবাসলে' একটা মানুষ নিজের আত্ম-সম্মান আপনার পায়ের কাছে বিসর্জন দিয়েছিল শুধু আপনার সাথে থাকার জন্য' একটা মানুষ কতটা অসহায় হলে' এই কথাটা বলতে পারে তোমার পায়ে পড়ি আমায় ছেড়ে যেও না' তুমি যা বলবে আমি তাই করবো' আমি বাচতে পারবো না তোমায় ছাড়া !! সব মিথ্যা হলেও চোখের জল কখনো মিথ্যা হয় না'

হয়তো ভালোবাসলে মানুষ অসহায় হয়ে পড়ে' হয়তো ভালোবাসার মানুষটাকে হারানোর যন্ত্রনা অনেক

বেশি.

21/05/2024

কিছু সম্পর্ক তৈরি হয় শুধু স্মৃতি হয়ে থাকর জন্য,,,,🥀
ভবিষ্যৎ এর জন্য নয়....!!🙂

জীবনে এমন একজন মানুষ আসুক, যে কিনা সারাজীবন আমাকে আগলে রাখবে! আমার খুব ছোট ছোট ইচ্ছেগুলোকেও অনেক বড় করে দেখবে! আমার চাওয়...
19/05/2024

জীবনে এমন একজন মানুষ আসুক, যে কিনা সারাজীবন আমাকে আগলে রাখবে! আমার খুব ছোট ছোট ইচ্ছেগুলোকেও অনেক বড় করে দেখবে! আমার চাওয়া-পাওয়া গুলোকে এড়িয়ে না গিয়ে তা পূরন করে দেয়ার চেষ্টা করবে! যে আমার ভুলগুলো শুধরে দিয়ে থেকে যাবে.!!

এমন একজন মানুষ আসুক জীবনে.!!

মৃত্যু 🥀
02/03/2024

মৃত্যু 🥀

মহান ২১শে ফেব্রুয়ারি_আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা 🇧🇩
21/02/2024

মহান ২১শে ফেব্রুয়ারি_আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা 🇧🇩

কিছু তো মানুষ আসে জীবনে। শুধু নিজের কাজের জন্য।তারা তো ব্যবহার করে নিজের কিছু কাজ করার জন্য।স্বার্থ শেষে, আর খুঁজে পাওয়...
04/01/2024

কিছু তো মানুষ আসে জীবনে।
শুধু নিজের কাজের জন্য।
তারা তো ব্যবহার করে নিজের
কিছু কাজ করার জন্য।
স্বার্থ শেষে,
আর খুঁজে পাওয়া যায় না 😕

হে এটাই তো আমার জীবনের সাথে জড়িয়ে থাকা কিছু বন্ধ বান্ধব।

ভালো থাক তরা এটাই চাই আমি।
আরো বেশি বেশি....... ক*

03/01/2024
02/01/2024

বাজি ফাটিয়ে,মদ খেয়ে নতুন বছর শুরু করবি
আবার চাইবি
ভালো একটা বছর কাটুক
জুতা চিনস জুতা🤭

02/01/2024

•জীবনে এমন একজন খুব প্রয়োজন-🥰

• ভালোবাসা আসলেই সুন্দর.!🤍

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shahin Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahin Alam:

Share