
02/06/2024
একসাথে ২জনে মিলে, কত স্বপ্ন দেখলাম, মৃত্যুর আগ পর্যন্ত একজন আরেকজন কে ছাড়া কোথাও যাব না। সুখে দুঃখে সবসময় পাশে থাকব। আমাদের মাঝে, প্রচুর-ভালবাসা, শেয়ার, কেয়ার, যত্ন ছিল তার এই ভালোবাসা দেখে,, তাকে পাগলের মতো ভালোবাসছিলাম মাঝখানে যোগাযোগ বন্ধ হয়ে যায়
কতদিন কথা হয় নাই আমি তার সব আইডি বার বার চেক করি,
অনলাইনে আসে, সবসময় অনলাইনে থাকে
কিন্তু মেসেজ দেয় না আমি নিজে থেকে মেসেজ দেওয়ার পর রিপ্লাই দিয়ে একটু পর, বলল বিজি আছি, পরে কথা বলব। পরে টা আর হলো না এর পর আমি নিজেই আবার মেসেজ দি, মেসেজ সিন করে, রিপ্লাই না দিয়ে আর কিছুক্ষণ অনলাইনে থেকে অফলাইনে চলে যায়। মানুষের পোস্ট এ কমেন্ট করার সময় পায় কিন্তু আমার মেসেজের রিপ্লাই দেওয়ার মত সময় তার হয় না। ঘন্টার ঘন্টা অনলাইনে আছে আর আমি একটু সময় চাইলেই বলে সে নাকি এখন ব্যস্ত, শুধু কথা বলে বলে থাকলে হবে আমার কোন কথার গুরুত্ব তার কাছে ছিল না আমি কি চাই, কি বুঝাতে চাই, সেই কোনদিন বুঝতে ও চাইত না এত সুন্দর ভাবেও অবহেলা করা যায় আগে জানতামই না। পরে আমি ও বুঝে নিলাম,, তার এই অবহেলার কারণ,, তার কাছে আমি কতটা অমুল্যহীন হয়ে গেছি যেকিনা একসময় বলতো, তার কাছেই আমি পৃথিবীর সবচেয়ে দামী সম্পদ। আমি কষ্ট পেলে একসময় সেইও কাঁদত আর আজ আমার কষ্টগুলো তার চোখেই পড়ে না