দৈনিক নাসিরাবাদ

দৈনিক নাসিরাবাদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দৈনিক নাসিরাবাদ, News & Media Website, শম্ভুগঞ্জ মোড়, ময়মনসিংহ, Dhaka.

দৈনিক নাসিরাবাদ, ময়মনসিংহের আশেপাশে ঘটে যাওয়া নানা ঘটনার প্রতিচ্ছবি। অতি দক্ষতা ও সততার সাথে সত্য ,ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এ সর্বদা সচেষ্ট , দৈনিক নাসিরাবাদ।" নিজে জানি,অন্যকে জানাই"

🎙️ “বিক্রির পর সব কিছুই বদলে গেল…” — একটি ভুক্তভোগীর অভিজ্ঞতাকিছুদিন আগে ফুলবাড়িয়ায় এক সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে গি...
29/06/2025

🎙️ “বিক্রির পর সব কিছুই বদলে গেল…”
— একটি ভুক্তভোগীর অভিজ্ঞতা

কিছুদিন আগে ফুলবাড়িয়ায় এক সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে গিয়ে এমনই এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক গ্রাহক। আমাদের সঙ্গে শেয়ার করা তাঁর কথাগুলিই তুলে ধরছি—

🗣️ “বাইক দেখতে গিয়েছিলাম, কিন্তু সবচেয়ে বেশি চকচক করছিল বিক্রেতার মুখের কথা।
বিক্রির আগ পর্যন্ত যেন তারা ছিল অতিথির মতো—মিষ্টি হাসি, ভালো ব্যবহার, যত্ন-আত্তি।
কিন্তু বাইক কেনার পর, কাগজপত্র নিয়ে জানতে চাওয়ামাত্র বদলে গেল পুরো চিত্র।
আচরণ হল উদ্ধত, গলা চড়ালো, এমনকি বেয়াদবি করতেও দ্বিধা করল না!
ম্যানেজার থেকে শুরু করে আশপাশের কর্মচারীরাও একইরকম রূঢ় ব্যবহার করল।”

😔 এটি দুঃখজনকভাবে আজকের বাস্তবতা—
• অনেকেই এখন শুধু নিজের লাভটা দেখছে
• হালাল-হারামের তোয়াক্কা নেই
• “গ্রাহক সন্তুষ্ট না প্রতারিত”—তা যেন বড় কোনো বিষয় না

📉 চরিত্র, নৈতিকতা আর দায়িত্ব যেন এখন গ্যারান্টির বাইরে
📌 সততা এখন যেন বিলাসিতা
আর ঠকানোকে অনেকেই চালাকির নমুনা ভাবছে

🧠 এই সমাজে একজন ভালো মানুষ হয়ে টিকে থাকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

💬 আপনিও কি কখনো এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন?
যেখানে সুন্দর কথা দিয়ে শুরু হলেও, শেষটা হয়েছে কষ্ট আর প্রতারণায়?

👇 কমেন্টে জানান আপনার গল্প!

ময়মনসিংহের তারাকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা তারাকান্দা প্রতিনিধিছবিঃ সংগৃহীত।
22/06/2025

ময়মনসিংহের তারাকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

তারাকান্দা প্রতিনিধি

ছবিঃ সংগৃহীত।

টানা ১০ দিনের ঈদের ছুটির পরও, আজ ট্রেনে উপচে পড়া ভিড় ময়মনসিংহ প্রতিনিধি ঈদুল আযহার টানা ১০ দিনের দীর্ঘ ছুটির শেষে আজ ...
15/06/2025

টানা ১০ দিনের ঈদের ছুটির পরও, আজ ট্রেনে উপচে পড়া ভিড়

ময়মনসিংহ প্রতিনিধি

ঈদুল আযহার টানা ১০ দিনের দীর্ঘ ছুটির শেষে আজ প্রথম সরকারি বেসরকারি সকল পর্যায়ে অফিস আদালত খোলা হয়। লম্বা এ ছুটি শেষে আজও ট্রেন- বাসে যাত্রীদের ব্যাপক চাপ পরিলক্ষিত হয়। ঈদের ছুটি আত্মীয়-স্বজনদের সাথে উপভোগ করে কর্মজীবনে প্রবেশের জন্য মানুষের এই ঢল নামে সর্বস্তরের যানবাহনে। এ ব্যাপারে কিছু যাত্রির সাথে কথা বলে জানা যায়- তারা বিভিন্ন গার্মেন্টস শ্রমজীবী পেশার সাথে জড়িত, তাই সকল প্রতিষ্ঠান আজ খোলা থাকলেও তারা আজ কালকের ভেতরে নিজ কর্মস্থলে গিয়ে পুনরায় আবার কর্মচঞ্চল্য জীবনে ফিরে যেতে চান‌। এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে জানা যায়- অতিরিক্ত যাত্রী চাপ ও যাত্রীদের কর্মস্থলে ফেরার প্রবণতার কারণে ট্রেনে অতিরিক্ত ভিড় পরিলক্ষিত হয়, সে ক্ষেত্রে ট্রেনের সিট সংখ্যা যাত্রির তুলনায় অপ্রতুল থাকায়, যাত্রীদের ট্রেনের ছাদে উঠে নিজ নিজ কর্মস্থলের দিকে যেতে দেখা যায়। যদিও এটি দণ্ডনীয় অপরাধ, তবু ও ঈদের এই সময়ে তারা বিষয়টিকে শিথিলতা দৃষ্টিতে দেখছে।
দীর্ঘ ছুটি শেষে সবাই ফিরে যাক তার নিজ নিজ কর্মস্থলে এবং কর্ম চাঞ্চল্যে মুখরিত হোক সারা দেশ।

ফুলবাড়িয়ায় জলবায়ু উদ্বাস্তুদের মাঝে খাদ্য, সেলাই মেশিন ও গবাদি পশু বিতরণফুলবাড়িয়া প্রতিনিধি আজ ২৯ মে ২০২৫ ইং, বৃহস...
29/05/2025

ফুলবাড়িয়ায় জলবায়ু উদ্বাস্তুদের মাঝে খাদ্য, সেলাই মেশিন ও গবাদি পশু বিতরণ

ফুলবাড়িয়া প্রতিনিধি

আজ ২৯ মে ২০২৫ ইং, বৃহস্পতিবার CAF AMERICA এর অর্থায়নে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক জলবায়ুর বিরূপ প্রভাব জনিত কারণে উদ্বাস্তুদের মাঝে খাদ্যদ্রব্য, সেলাই মেশিন ও গবাদি পশু বিতরণ করা হয়। ফুলবাড়িয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাঁচটি পরিবারকে গরু, পাঁচটি পরিবারকে সেলাই মেশিন ও চারজনকে শুকনো খাবার প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ভারী বর্ষণের মাঝেও জলবায়ু উদ্বাস্তরা এই ত্রাণসামগ্রী গ্রহণ করার জন্য সকাল থেকেই উপস্থিত ছিলেন উপজেলা প্রাঙ্গনে।এই সকল সাহায্য সহযোগিতা পেয়ে অত্যন্ত আনন্দিত দুস্থ মানুষজন। তারা জানায় ভবিষ্যতেও জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে এরূপ সাহায্য সহযোগিতা থাকবে বিদ্যমান থাকবে এটাই তাদের প্রত্যাশা।

ত্রিশালের মৌমিতা আক্তার, নার্সিং ভর্তি পরীক্ষায় প্রথমত্রিশাল প্রতিনিধিময়মনসিংহে  ত্রিশাল উপজেলার পৌরসভা এলাকার বাসিন্দ...
24/05/2025

ত্রিশালের মৌমিতা আক্তার, নার্সিং ভর্তি পরীক্ষায় প্রথম

ত্রিশাল প্রতিনিধি

ময়মনসিংহে ত্রিশাল উপজেলার পৌরসভা এলাকার বাসিন্দা এমদাদুল হক ও মোছা. তাসলিমা আক্তারের মেয়ে মৌমিতা আক্তার এ বছর নার্সিং ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অর্জন করেছেন।মানব সেবার স্বপ্নে বিভোর ত্রিশালের মৌমিতা আক্তারের জীবনে এ এক অনন্য অর্জন।সফলভাবে অধ্যায়ন শেষে নার্সিং এর মত মহৎ পেশার সাথে যুক্ত হয়ে, নিজেকে পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে চান মৌমিতা আক্তার। তার এই কৃতিত্বে ত্রিশাল সহ সমগ্র ময়মনসিংহবাসী গর্বিত।

ছবিঃ সংগৃহীত

যুব উন্নয়ন অফিস ফুলবাড়িয়া তে, পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়া প্রতিনিধি "কর্মই জীবন" এ মূল মন্ত্রকে ধারণ করে চলা...
21/05/2025

যুব উন্নয়ন অফিস ফুলবাড়িয়া তে, পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ

ফুলবাড়িয়া প্রতিনিধি

"কর্মই জীবন" এ মূল মন্ত্রকে ধারণ করে চলা যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে ফুলবাড়িয়া উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন ছিল আজ ২১ মে ,২০২৫ ইং রোজ বুধবার। "সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়ো গ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ ইমপেক্ট-৩য় পর্যায় (১ম সংশোধিত)" শীর্ষক কর্মশালায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এক ঝাঁক তরুণ আগ্রহী প্রশিক্ষনার্থীগণ। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ,ফুলবাড়িয়া , বিশেষ অতিথি হিসেবে জনাব নূর মোহাম্মদ, সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ, সভাপতি হিসেবে জনাব রওশন জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফুলবাড়িয়া, অংশগ্রহণ করেন ।

উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষনার্থীদের সাথে কথা বলে জানা যায় "উক্ত প্রশিক্ষণ শেষে আগ্রহী উদ্যোক্তাগণদের আর্থিকভাবে ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান বাস্তবে প্রয়োগের ব্যাপারে পাশে থাকবে যুব উন্নয়ন অধিদপ্তর।

টানা দেড় ঘণ্টার বৃষ্টিতে, ব্যাপক জলাবদ্ধতাময়মনসিংহ সদর প্রতিনিধিআজ, ২০ মে, ২০২৫ ইং মঙ্গলবার,সকাল  ৯:৩০ ঘটিকা হতে মুষলধ...
20/05/2025

টানা দেড় ঘণ্টার বৃষ্টিতে, ব্যাপক জলাবদ্ধতা

ময়মনসিংহ সদর প্রতিনিধি

আজ, ২০ মে, ২০২৫ ইং মঙ্গলবার,সকাল ৯:৩০ ঘটিকা হতে মুষলধারে চলা দেড় ঘণ্টার বৃষ্টিতে ময়মনসিংহের বিভিন্ন স্থান এ ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়।এতে করে স্কুল,অফিস ও বিভিন্ন কাজে যাওয়া খেটে খাওয়া মানুষের নিদারুণ দুর্ভোগ পোহাতে হয়। সড়কে মানুষ জন ও যানবাহনের সীমিত উপস্থিতি দেখা যায়। ফলশ্রুতিতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়। সদরের আকুয়া চৌরঙ্গী মোড় এর জলাবদ্ধতায় আটকে পড়া পথচারী বলেন, সামান্য বৃষ্টিতেই আকুয়া সহ শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় তাদের জীবনযাত্রার সাধারণ গতি ব্যাহত হয়।এ বিষয়ে এ ময়মনসিংহ সিটি কর্পোরেশন সূত্র জানায়, শহরের বিভিন্ন জায়গায় নির্মিত ড্রেনেজ নির্মাণ প্রকল্প চলমান থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।যদিও অধিকাংশ জায়গায় ড্রেনেজ প্রকল্প প্রায় সম্পন্ন হয়ে গেছে ,তবে কিছু কারণে এই কাজ এর গতি বর্তমান এ কম। অচীরেই এই সমস্যার সমাধান হবে বলে তারা আশাবাদী। তবে বাস্তবতা এই যে বৃষ্টি কিছু মানুষের কাছে বিলাসিতা হলেও , খেটে খাওয়া মানুষ ও বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্থ হওয়া মানুষের সংখ্যাও নেহাত কম নয়।

নেত্রকোনায় ট্রেনের বগি রেখে, ইঞ্জিন বিদায় ।গতকাল ১৭ই মে ২০২৫, ইং শনিবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্...
19/05/2025

নেত্রকোনায় ট্রেনের বগি রেখে, ইঞ্জিন বিদায় ।

গতকাল ১৭ই মে ২০২৫, ইং শনিবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশ্যে যাত্রা পথে চল্লিশা এলাকায় ট্রেনটির সংযোগ হুক ভেঙে বগি রেখেই, ইঞ্জিন চলে যায় নেত্রকোনা স্টেশন। এতে যাত্রীদের মাঝে আতঙ্কে সৃষ্টি হয়। তবে এ ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এতে উক্ত ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা যায়।
ছবি: সংগৃহীত

19/05/2025

Address

শম্ভুগঞ্জ মোড়, ময়মনসিংহ
Dhaka
2200

Telephone

+8801515617143

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক নাসিরাবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক নাসিরাবাদ:

Share