
29/06/2025
🎙️ “বিক্রির পর সব কিছুই বদলে গেল…”
— একটি ভুক্তভোগীর অভিজ্ঞতা
কিছুদিন আগে ফুলবাড়িয়ায় এক সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে গিয়ে এমনই এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক গ্রাহক। আমাদের সঙ্গে শেয়ার করা তাঁর কথাগুলিই তুলে ধরছি—
🗣️ “বাইক দেখতে গিয়েছিলাম, কিন্তু সবচেয়ে বেশি চকচক করছিল বিক্রেতার মুখের কথা।
বিক্রির আগ পর্যন্ত যেন তারা ছিল অতিথির মতো—মিষ্টি হাসি, ভালো ব্যবহার, যত্ন-আত্তি।
কিন্তু বাইক কেনার পর, কাগজপত্র নিয়ে জানতে চাওয়ামাত্র বদলে গেল পুরো চিত্র।
আচরণ হল উদ্ধত, গলা চড়ালো, এমনকি বেয়াদবি করতেও দ্বিধা করল না!
ম্যানেজার থেকে শুরু করে আশপাশের কর্মচারীরাও একইরকম রূঢ় ব্যবহার করল।”
😔 এটি দুঃখজনকভাবে আজকের বাস্তবতা—
• অনেকেই এখন শুধু নিজের লাভটা দেখছে
• হালাল-হারামের তোয়াক্কা নেই
• “গ্রাহক সন্তুষ্ট না প্রতারিত”—তা যেন বড় কোনো বিষয় না
📉 চরিত্র, নৈতিকতা আর দায়িত্ব যেন এখন গ্যারান্টির বাইরে
📌 সততা এখন যেন বিলাসিতা
আর ঠকানোকে অনেকেই চালাকির নমুনা ভাবছে
🧠 এই সমাজে একজন ভালো মানুষ হয়ে টিকে থাকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
💬 আপনিও কি কখনো এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন?
যেখানে সুন্দর কথা দিয়ে শুরু হলেও, শেষটা হয়েছে কষ্ট আর প্রতারণায়?
👇 কমেন্টে জানান আপনার গল্প!