Nusrat Jahan Liza

Nusrat Jahan Liza I'm a Nusrat Jahan Liza
I'm a professional digital Marketer

ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং হল পণ্য বা সেবা প্রচার-প্রসারের জন্য ডিজিটাল মাধ্যমগুলি ব্যবহার করে প্রচারণা করা...
16/01/2024

ডিজিটাল মার্কেটিং কি।

ডিজিটাল মার্কেটিং হল পণ্য বা সেবা প্রচার-প্রসারের জন্য ডিজিটাল মাধ্যমগুলি ব্যবহার করে প্রচারণা করার একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় ইন্টারনেট সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং,ওয়েবসাইট, ব্লগ, মোবাইল অ্যাপ্লিকেশন এবং অন্যান্য চ্যানেল গুলি ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং করা হয়। এর মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠান বা ব্র্যান্ড তাদের কাঙ্ক্ষিত গ্রাহকদের সাথে সংযুক্ত হতে হয়, ব্র্যান্ড বা প্রতিষ্ঠানগুলো তাদের কাঙ্ক্ষিত পণ্য বা পরিষেরা বিক্রি করে থাকে।

ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি।

বর্তমানে ব্যবসার উন্নতি করার জন্য সবচেয়ে কার্যকরী কৌশল হলো ডিজিটাল মার্কেটিং। এটি অনেক বিস্তৃত একটি বিষয় যা সহজে অল্প কথায় বর্ণনা করা খুব কঠিন। অনেকে ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না। কিভাবে শুরু করা যায় বা কি কি বিষয়ের সাথে সম্পর্কিত। কারণ ডিজিটাল মার্কেটিং শুধুমাত্র একটি বিষয় এখানে অনেকগুলো স্বতন্ত্র বিষয় রয়েছে যার সবগুলো মিলে একটি ডিজিটাল মার্কেটিং সেক্টর। ডিজিটাল মার্কেটিং কে ৯টি প্রধান ভাগে ভাগ করা যেতে পারে।
যেমন :
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
সার্চ ইঞ্জিন মার্কেটিং(SEM)
সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)
কনটেন্ট মার্কেটিং (Content marketing)
ইনফ্লুয়েন্সার মার্কেটিং (Influencer marketing)
এফিলিয়েট মার্কেটিং (Affiliate marketing)
ই-মেল মার্কেটিং (E-mail marketing)
ভিডিও মার্কেটিং (Video marketing)
সিপিএ মার্কেটিং(CPA marketing)

মনে অনেক ভয় নিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে শুরু করেছিলাম। বেসিকের ক্লাস গুলো করে পরীক্ষা দেই। ভয়ে ভয়ে রেজাল্টের অপেক্ষায...
06/01/2024

মনে অনেক ভয় নিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে শুরু করেছিলাম। বেসিকের ক্লাস গুলো করে পরীক্ষা দেই। ভয়ে ভয়ে রেজাল্টের অপেক্ষায় দিন পার করেছিলাম। আলহামদুলিল্লাহ বেসিকের পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে অ্যাডভান্স এর ক্লাস শুরু করলাম। অ্যাডভান্সের ওরিয়েন্টেশন ক্লাস টি করতে গিয়ে আমার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেল। স্যার অনেক সুন্দর ভাবে ক্লাসটা বুঝিয়ে দিয়েছি। মনে হচ্ছে আমার স্বপ্নগুলো সত্যি হওয়ার পথে চলো। পরবর্তী ক্লাসগুলো কোন বিষয়ের উপর থাকবে এবং কি কি কাজ করতে হবে সেটা স্যার খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। স্যারের সাপোর্টে আমার সাহস দ্বিগুন বেড়ে গেল। যতটা ভয় নিয়ে যুক্ত হয়েছিলাম তার চেয়ে বেশি সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। ধৈর্য পরিশ্রম এবং যথেষ্ট সময় দিয়ে সর্বোচ্চটা অর্জন করতে পারব ইনশাল্লাহ। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ক্লাসগুলো সম্পূর্ণ করলে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারব। ধন্যবাদ প্রতিষ্ঠানকে (Luminous It Institute)সুন্দরভাবে সবগুলো ক্লাস আকর্ষণীয় ভাবে তুলে ধরার জন্য।
আশা করছি উপযুক্ত সময়কে কাজে লাগিয়ে ধৈর্য সহকারে এগিয়ে গেলে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারব।
🤲ইনশাআল্লাহ 🤲

🤲❤️  একটি লক্ষ্য ঠিক করো। সেই লক্ষ্যকে জীবনের অংশ বানিয়ে ফেলো।         চিন্তা করো, সপ্ন দেখোতোমার মস্তিষ্ক, পেশী, রক্তনা...
10/11/2023

🤲❤️ একটি লক্ষ্য ঠিক করো।
সেই লক্ষ্যকে জীবনের অংশ বানিয়ে ফেলো।
চিন্তা করো, সপ্ন দেখো
তোমার মস্তিষ্ক, পেশী, রক্তনালী- পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও
আর বাকি সবকিছু ভুলে যাও
এটাই সাফল্যের পথ ❤️🤲

Address

Cumilla
Dhaka
3510

Telephone

+8801842703647

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat Jahan Liza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nusrat Jahan Liza:

Share