
16/01/2024
ডিজিটাল মার্কেটিং কি।
ডিজিটাল মার্কেটিং হল পণ্য বা সেবা প্রচার-প্রসারের জন্য ডিজিটাল মাধ্যমগুলি ব্যবহার করে প্রচারণা করার একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় ইন্টারনেট সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং,ওয়েবসাইট, ব্লগ, মোবাইল অ্যাপ্লিকেশন এবং অন্যান্য চ্যানেল গুলি ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং করা হয়। এর মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠান বা ব্র্যান্ড তাদের কাঙ্ক্ষিত গ্রাহকদের সাথে সংযুক্ত হতে হয়, ব্র্যান্ড বা প্রতিষ্ঠানগুলো তাদের কাঙ্ক্ষিত পণ্য বা পরিষেরা বিক্রি করে থাকে।
ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি।
বর্তমানে ব্যবসার উন্নতি করার জন্য সবচেয়ে কার্যকরী কৌশল হলো ডিজিটাল মার্কেটিং। এটি অনেক বিস্তৃত একটি বিষয় যা সহজে অল্প কথায় বর্ণনা করা খুব কঠিন। অনেকে ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না। কিভাবে শুরু করা যায় বা কি কি বিষয়ের সাথে সম্পর্কিত। কারণ ডিজিটাল মার্কেটিং শুধুমাত্র একটি বিষয় এখানে অনেকগুলো স্বতন্ত্র বিষয় রয়েছে যার সবগুলো মিলে একটি ডিজিটাল মার্কেটিং সেক্টর। ডিজিটাল মার্কেটিং কে ৯টি প্রধান ভাগে ভাগ করা যেতে পারে।
যেমন :
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
সার্চ ইঞ্জিন মার্কেটিং(SEM)
সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)
কনটেন্ট মার্কেটিং (Content marketing)
ইনফ্লুয়েন্সার মার্কেটিং (Influencer marketing)
এফিলিয়েট মার্কেটিং (Affiliate marketing)
ই-মেল মার্কেটিং (E-mail marketing)
ভিডিও মার্কেটিং (Video marketing)
সিপিএ মার্কেটিং(CPA marketing)