09/01/2025
প্রিয় অলকানন্দা ফুল 🌼
#প্রিয়_অলকানন্দা_ফুল (বই ভার্সন)
পার্ট (০৩)
#লেখিকা_ফারহানা_নিঝুম
ভ্রমর আবারও গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে অলকানন্দা যাওয়ার পানে। কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটছে সে। এখন তার কাছে অলকানন্দার সব কিছু ভালো লাগে।
মনে মনে নিজেকে আচ্ছা করে গালি দিচ্ছে, মেয়েটা তাকে পাগল বানিয়ে ফেলেছে। একটু তাড়াতাড়ি বড়ো হলে কী হতো? তাকে একটু বুঝলেই বা কী এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? সে ফিক করে হেসে ওঠে, অলকানন্দাতে মজেছে এই ভ্রমর। ফিসফিসিয়ে বলে উঠে।
“শোনো গো দখিন হাওয়া
প্রেম করেছি আমি,
লেগেছে চোখেতে নেশা
দিক ভুলেছি আমি।”
শিউলি ফিসফিসিয়ে বলে, “দেখলি ভ্রমরের ভাইয়ের কত জ্বলে? অন্য ছেলে তোকে দেখবে এইটা ওনার সহ্য হয় না।” কথাটা বলে ফিক করে হেসে ওঠে।
অলকানন্দা গিয়ে মাঠের বসল এক পাশে।
“তুই আছিস মজা করতে, এদিকে ভ্রমর ভাই যখন তখন আমারে বকাবকি করে, সেটা দেখছ না?”
শিউলি কনুইয়ের সাহায্যে ধাক্কা দিয়ে বলে। “আহারে বোকা রানি, ভ্রমর ভাইয়ের বকার মাঝেই ভালোবাসা আছে। আচ্ছা সত্যি কি তুই বোঝছ না?”
অলকানন্দা চমকাল, পর মূহূর্তে লজ্জায় আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে পড়ে। “যা সর, তো সবসময় বাজে কথা!”
“আহা আমাদের ফুল তো দেখি লজ্জা পাচ্ছে, ইস্!”
সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো। কলেজ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অলকানন্দা আর শিউলি, কিছুটা দূরে যাওয়া মাত্র বাড়ির পথ ধরল শিউলি।
রাস্তায় ফের ভ্রমরকে দেখতে পায় অলকানন্দা, বাইক নিয়ে দাঁড়িয়ে আছে।
“শুন?” ভ্রমর কাছাকাছি এসে বাইক দাঁড় করাল। অলকানন্দাকে দেখা মাত্রই ডাকল সে, অলকানন্দা এগিয়ে গেল বাধ্য মেয়ের মতো।
“জি, ভ্রমর ভাই বলেন।”
“বস, বাড়ি যাবি তো! আমি দিয়ে আসছি।”
অলকানন্দা নিজের জামার এক কোনা খামচে ধরল, ভেতরে তুমুল ঝড় উঠেছে। যে লোকটা দুদিন আগ পর্যন্ত তাকে বকাবকি করত, যখন তখন কাঁদিয়ে চলে যেত আজ সেই লোকটি তার জন্য এত করতে চাইছে!
নিজেই নিজেকে প্রশ্ন করছে অলকানন্দা, কিন্তু উত্তর? সেটা মিলছে না। অলকানন্দার ভাবনায় ছেদ পড়ল।
“কী রে ফুল শুনতে পারছিস না? উঠ।”
অলকানন্দা মাটির দিকে তাকিয়ে নিঃশ্বাস টেনে নেয়, কোনো রকমে বাইকে উঠে বসল সে। নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব বজায় রাখলো সে, এই দূরত্ব মোটেও পছন্দ হয়নি ভ্রমরের। নাকের পাটা ফুলে ওঠে, সে তার গুরুগম্ভীর ধমকের স্বরে বলে উঠে, “তুই কী চাস মাঝরাস্তায় উলটো পড়ে যেতে? ঠিক করে ধরে বস।”
অলকানন্দা নিজের কাঁপা হাতে কোমর জড়িয়ে ধরে ভ্রমরের। হাত দুটো তার থরথর করে কাঁপছে, ভ্রমরের অধর জুড়ে বিস্তৃর্ণ হাসি। মনে মনে সে ভীষণ খুশি, সে চেয়েছিল অলকানন্দা তাকে ছুঁয়ে দিক। অবশেষে সে তার ফুলের সান্নিধ্য লাভ করতে পেরেছে।
চলবে......✨
(সম্পূর্ণ গল্প পাবেন বইয়ে।'প্রিয় অলকানন্দা ফুল' বইয়ের প্রি অর্ডার চলছে, প্রি অর্ডার মূল্য মাত্র ১৮৫ টাকা। আপনার পছন্দের যেকোনো বুক শপে প্রি অর্ডার করুন)