16/08/2025
BNP BANK
BNP Paribas: বিশ্বব্যাপী এগিয়ে চলা একটি ফ্রান্সভিত্তিক ব্যাংক
BNP Paribas (বাংলায়: বিএনপি পারিবা) হলো একটি ফরাসি বহু-ব্যাংকিং ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান, যার সদর দফতর প্যারিসে অবস্থিত। এটি ২০০০ সালে Banque Nationale de Paris (BNP) ও Paribas–এর একীকরণে গঠিত হয় । তাঁদের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক তিনটি ক্ষেত্র হলো:
Commercial, Personal Banking & Services (CPBS) – ব্যক্তিগত ও ব্যবসায়িক খাতের জন্য ব্যাংকিং ও পরিষেবা
Corporate & Institutional Banking (CIB) – কর্পোরেট ও প্রতিষ্ঠানগুলোর জন্য ফাইন্যান্সিং ও পরামর্শ
Investment & Protection Services (IPS) – ইনভেস্টমেন্ট, সঞ্চয় এবং সুরক্ষা-ভিত্তিক পরিষেবা ।
BNP Paribas বর্তমানে ৬৪টি দেশে প্রায় ১,৭৮,০০০ জন কর্মী নিয়ে কাজ করছে ।
ইহা ইউরোপীয়ভাবে দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ও বিশ্বব্যাপী অন্যতম শীর্ষস্থানীয় ব্যাঙ্ক ।
এছাড়াও, BNP Paribas বিশ্বের বিভিন্ন দেশে অন্তর্ভুক্ত রয়েছে যেমন — আমেরিকা, ইউরোপ, এশিয়া-প্যাসিফিক, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ইত্যাদি ।
তাছাড়া, এই ব্যাংক একটি Global ATM Alliance–এর অংশ, যার ফলে নির্দিষ্ট দেশগুলোতে BNP Paribas ও এর সহযোগী ব্যাঙ্কের মাধ্যমে গ্রাহকরা আন্তর্জাতিক ATM ফি ছাড়ে নগদ তুলতে পারেন ।