CSC News

CSC News Always be positive, I am proud of my positiveness.

ঠেকাও ওদের বাচাও দেশ। আমি বাংলাদেশ।।।
03/07/2025

ঠেকাও ওদের বাচাও দেশ। আমি বাংলাদেশ।।।

02/06/2025

কি অদ্ভুত?
রাস্তা ও ওয়াক ওয়ে.....
গাড়ি চলার যায়গায় ভ‍্যানে করে ফুটপাতের সপিংমল এবং ফুটপাতে রেস্টুরেন্টে।
Requesting to the roads authority to take the right action.

02/06/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

রাইড শেয়ারের 'যাত্রীরা হুশিয়ার!' কতটা ভয়ংকর ঘটনা!!!মিরপুর-১২।মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল  ভাড়া ক...
02/06/2025

রাইড শেয়ারের 'যাত্রীরা হুশিয়ার!'
কতটা ভয়ংকর ঘটনা!!!
মিরপুর-১২।
মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেছিলেন কর্মজীবী ওই নারী। চালকের দেওয়া হেলমেট মাথায় পরার কিছুক্ষণের মধ্যেই নিজের চেতনা- চিন্তাশক্তির ওপর নিয়ন্ত্রণ হারান তিনি। শ্যামলির বদলে চালক তাকে অন্যদিকে নিয়ে যেতে থাকলেও অদ্ভুত কারণে কোনো বাঁধা দেওয়া সম্ভব হয় না তাঁর পক্ষে।

কয়েক ঘন্টা চলার পর নরসিংদীর ঘোড়াশাল এলাকার একটি কালভার্ট সংলগ্ন নির্জন স্থানে এসে বাইক থামে। ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকা বাঁধাদানের শক্তিহীন এক শহুরে নারীকে সেখানে প্রথমে ধ'র্ষ'ণ, নিজের মর্জিমতো দৃশ্য ও বক্তব্য সম্বলিত ভিডিও ধারণ, আর সবশেষে সঙ্গে থাকা যাবতীয় পয়সাকড়ি কেড়ে নিয়ে নির্জন প্রান্তরে তাকে ফেলে রেখে দ্রুত সটকে পড়েন চালক। ভেবেছিলেন, হয়তো বেঁচে গেছেন। অজুত জনতার ভীড়ে কোন রাইড শেয়ার চালক কোথাকার কোন নারীকে কোথায় নিয়ে কি করলো, কে মেলাবে তার হদিস!

কিন্তু আমাদের ভাবনাটা ভিন্ন ছিল। ফলাফল? ৯৯৯ এর কলের মাধ্যমে খবর পেয়ে প্রথমে নির্জন প্রান্তরে পড়ে থাকা সেই নারীকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করা। তারপর মামলার ৪৮ ঘন্টা না পেরোতেই সোনার চানকে খাঁচায় আটকানো, আলহামদুলিল্লাহ। কিভাবে কী হলো, সে গল্প অন্যদিন হবে। আজ সবার, বিশেষ করে মা-বোনদের, প্রতি এই নগন্য পুলিশের অনুরোধ- রাইড শেয়ারের যানবাহনে চড়ার সময় দয়া করে একটু চোখ-কান খোলা রাখুন। কে জানে জনাকীর্ণ রাজধানীর মোড়ে মোড়ে আরো কতো জঘন্য সাইকোপ্যাথিক অপরাধী ওঁৎ পেতে বসে আছে রাইড চালকের বেশে, হয়তো অনাগত কোনো শিকারের প্রত্যাশায়।

বিশেষ ধন্যবাদ
পুলিশ সুপার, নরসিংদী মো. আব্দুল হান্নান মহোদয়- আপনার সদয় দিকনির্দেশনাই আমাদেরকে সাফল্যের পথে নিয়ে গেছে।
ধন্যবাদ
উপপরিদর্শক (এসআই), পলাশ থানা শাহ কামাল- কাজের প্রতি আপনার অচিন্তনীয় নিবেদন অসম্ভবকেও সম্ভব করতে পারে।.........................................
মো. আনোয়ার হোসেন শামীম
বিসিএস (পুলিশ)
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী।

29/05/2025

হঠাৎ দিয়াবাড়ী, উত্তরা-ঢাকা।

26/05/2025

এখন গাছ লাগানের মৌসুম।।।
আসুন আমরা প্রতি মাসে কমপক্ষে ২টি করে গাছ লাগাই। তাহলে বছরে প্রায় ২৪টি গাছ লাগানো হবে।
গাছ লাগাই পরিবেশ বাচাই।
গাছ আমাদের পরম বন্ধু।।।

19/05/2025

এইযে নদী নদীর জোয়ার নৌকা সারি সারি। কৃষানেরা পার হয়ে যায় লাঙ্গল কাধে ফেলি। চাষি ওরা নয়কো চাষা নয়কো ছোট লোক।
স্বদেশ
আহসান হাবীব।।।

ধূমপান মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে। কিন্তু, আমরা কি কখনও ভেবেছি, একটি সিগারেট সেবনে জীবন থেকে কত সময় চলে যায়? এবার গব...
27/02/2025

ধূমপান মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে। কিন্তু, আমরা কি কখনও ভেবেছি, একটি সিগারেট সেবনে জীবন থেকে কত সময় চলে যায়? এবার গবেষণায় ভয়াবহ তথ্য জানা গেছে। একটি সিগারেট/বিড়ি প্রায় ২০মিনিট আয়ু কেড়ে নেয়! আমৃত্যু যারা ধূমপান করেন, তারা গড়ে জীবনে ১০ বছর আয়ু হারিয়ে ফেলেন! (বিস্তারিত: কমেন্টস দেখুন)। সুতরাং, সতর্ক হোন। ধূমপান ছাড়ুন। বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের ধূমপানমুক্ত রাখুন। ২০২৫ এ এটাই হোক সকলের প্রত্যয়। 🚭

03/09/2024
17/07/2024

LIVE
দরগাবাজার, ভাংগা, ফরিদপুর।
রাসেল ভাইপার ছরিয়ে পরেছে।

এই রাসেল ভাইপারটি উপহার হিসেবে মতিউর ও আবেদ আলীকে দেওয়া হলো।।।।

24/06/2024

দৃষ্টিনন্দন ওয়াক ওয়ে।
এটা ইউরোপ বা আমেরিকা নয় এটা
উত্তরা ঢাকা, বাংলাদেশ।।।

03/05/2024

৪নং সেক্টর পার্ক এর ওয়াক ওয়ে উদ্ভোদন করেন :
মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম ও
মাননীয় এমপি জনাব খোশরু চৌধুরী..........

Address

Dhaka

Telephone

+8801966626633

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSC News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CSC News:

Share