Nettv24

Nettv24 The first Bengali online television channel. Copyright © Nettv24 (2010-2025) First Bangla Online TV Station.

নেট টিভি টুয়েন্টিফোর অফিসিয়াল ফেসবুক পেজ। প্রথম বাংলা অনলাইন টেলিভিশন চ্যানেল।

NET TV24 Official page.

18/11/2025
‘ভারত কোনো অবস্থাতেই হাসিনাকে ফেরত দেবে না’জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্...
18/11/2025

‘ভারত কোনো অবস্থাতেই হাসিনাকে ফেরত দেবে না’

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঐতিহাসিক এই রায় ঘোষণার পরপরই নতুন করে প্রশ্ন উঠেছে— ভারত কি পলাতক সাবেক এই প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরত পাঠাবে?

ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশীয় স্টাডিজ বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি জানান, হাসিনার বিরুদ্ধে আদালতের রায় ছিল প্রত্যাশিত। তবে, তার মতে, ভারত কোনো অবস্থাতেই তাকে প্রত্যর্পণ করবে না।

আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে শ্রীরাধা দত্ত বলেন, ভারত তাকে (শেখ হাসিনা) কোনো মতেই হস্তান্তর করবে না। গত দেড় বছরে ভারত–বাংলাদেশ সম্পর্ক টালমাটাল অবস্থায় ছিল এবং অনেক সময় তা ভঙ্গুর পর্যায়ে পৌঁছায়।

তিনি আরও মনে করেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডও প্রত্যাশিত ছিল। শ্রীরাধা দত্তের ভাষ্য, আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরাও একমত যে বাংলাদেশে ট্রাইব্যুনালের কার্যক্রম দেশের প্রচলিত আইন অনুযায়ীই পরিচালিত হয়েছে।

বাদল হাওয়া, শিউরে ওঠে বন,পাতারা শুধু ঝরে পড়ে ঝনঝন;তবু ওই যে শিশিরের কান্না দেখো,মোর চোখে তা উষ্ণ শিশিরের মতো,তোমার প্র...
18/11/2025

বাদল হাওয়া, শিউরে ওঠে বন,
পাতারা শুধু ঝরে পড়ে ঝনঝন;
তবু ওই যে শিশিরের কান্না দেখো,
মোর চোখে তা উষ্ণ শিশিরের মতো,
তোমার প্রেমের ইশকারে ভরা।

সবুজ মাঠে সোনালি রোদ এলো,
পথের ধারে নীরবতা যে জমল;
তবুও এই নিঃসঙ্গতার মাঝে,
তোমার স্মৃতি স্মিত হাসির মতো,
জ্বলে ওঠে হৃদয়-অঙ্গনে।

-মোঃ আব্দুল মান্নান

শেয়ার দিয়ে পৌছে দিন...২টি ব্যাংক র্কাড পেয়েছি হাতিরপুল এরিয়াতে। মালিকের নাম ফরিদা খাতুন। যোগাযোগ: এক্সিইস ডির্পাটমেন্টাল...
31/10/2025

শেয়ার দিয়ে পৌছে দিন...

২টি ব্যাংক র্কাড পেয়েছি হাতিরপুল এরিয়াতে। মালিকের নাম ফরিদা খাতুন।
যোগাযোগ: এক্সিইস ডির্পাটমেন্টাল স্টোর আউটলেট।
ধন্যবাদ।

Opening Soon...AXIS | এক্সিইস-অর্গানিক ফুড, গিফট, স্নাক্স এবং মোবাইল লেন-দেন a Concern by Mannan Trade & Associates ltd....
06/07/2025

Opening Soon...

AXIS | এক্সিইস-অর্গানিক ফুড, গিফট, স্নাক্স এবং মোবাইল লেন-দেন a Concern by Mannan Trade & Associates ltd. Hotline: 01714-082268

Outlet : 4, Free School Street (Kathalbagan) kalabagan, Dhaka-1205.

09/06/2025

মেট্টো স্টেশনের মাস্তান || দেখুন কি ভাবে আমাদের ভাবমূর্তি নষ্ট করছে || স্কেমার এদেরকে প্রতিহত করুন

@

অভিনন্দন বাংলাদেশ 🇧🇩
04/06/2025

অভিনন্দন বাংলাদেশ 🇧🇩

বর্ষার দিনে স্বাস্থ্য ও নিরাপত্তা স্বাস্থ্য সুরক্ষা:1. পরিষ্কার পানির ব্যবহার:   - বৃষ্টির পানিতে দূষণ বা জলাবদ্ধতার কার...
29/05/2025

বর্ষার দিনে স্বাস্থ্য ও নিরাপত্তা

স্বাস্থ্য সুরক্ষা:
1. পরিষ্কার পানির ব্যবহার:
- বৃষ্টির পানিতে দূষণ বা জলাবদ্ধতার কারণে পানিবাহিত রোগ (ডায়রিয়া, টাইফয়েড) হতে পারে। ফুটানো বা ফিল্টার করা পানি পান করুন।
- বৃষ্টির পানিতে ভিজে গলে শুকনো কাপড় পিরধান করুন।

2. মশা ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণ:
- বর্ষায় মশার বংশবিস্তার বেড়ে যায় (ডেঙ্গু, ম্যালেরিয়া)। ঘরে মশারি ব্যবহার করুন এবং জল জমতে না দিন (যেমন: ফুলের টব, পাত্র)।
- বন্ধ জানালায় স্ক্রিন বা কয়েল/স্প্রে ব্যবহার করুন।

3. পরিচ্ছন্নতা:
- ভেজা জুতো বা মোজা长时间 পরলে ফাঙ্গাল ইনফেকশন (এথলিট ফুট) হতে পারে। শুকনো জুতা ও সুতি মোজা পরুন।
- হাত ভালো করে ধুয়ে খাবার রান্না ও খান।

নিরাপত্তা:
4. বিদ্যুৎ সংযোগ:
- বৃষ্টিতে ভিজে থাকা বিদ্যুতের সরঞ্জাম (সুইচ, তার) স্পর্শ করবেন না। ইলেকট্রিক শক হতে পারে।

5. রাস্তায় চলাচল:
- জলাবদ্ধ রাস্তায় গাড়ি চালানোর সময় স্লো ড্রাইভ করুন।
- পথচারীদের জন্য unseen গর্ত বা খোলা ম্যানহোল এড়িয়ে চলুন।

6. আপৎকালীন প্রস্তুতি:
- বাড়িতে টর্চ, candles, এবং জরুরি ওষুধ (পেইনকিলার, অ্যান্টিসেপটিক) রাখুন।

পরিবেশগত সতর্কতা:
7. গাছ ও স্থাপনার ক্ষতি:
- প্রবল বাতাসে trees বা billboard পড়ে হতে পারে। unsafe স্থাপনা থেকে দূরে থাকুন।

8. খাদ্য সুরক্ষা
- বর্ষায় খাবার দ্রুত পচে যায়। তাজা ও গরম খাবার খান, বাইরের stale বা open খাবার এড়িয়ে চলুন।

মূল কথা: সচেতন থাকুন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত থাকুন।

-মোঃ আব্দুল মান্নান
প্রধান নির্বাহী, পিইএইচডি ফাউন্ডেশন
#ভবিষ্যৎ

25/05/2025

সকল দেশে ভিসা করুন Mannan Air International থেকে। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুনঃ 01714-082268
======================================
মালয়েশিয়া ৪,৫০০/- (০৩ মাসের সিঙ্গেল এন্ট্রি) (ই ভিসা)
থাইল্যান্ড ৬,০০০/- (০৩ মাসের ভিসা) (ই ভিসা)
সিঙ্গাপুর ৬,০০০/- (ইনভাইটেশন সহ) (০২ মাসের) (ই ভিসা)
ফিলিপাইন ৭,৫০০/- (০৩ মাসের সিঙ্গেল এন্ট্রি) (স্টিকার ভিসা)
তুরস্ক ৮,৫০০/- (ই-ভিসা) (০৬ মাসের সিঙ্গেল এন্ট্রি)
মিশর ১,০০০/- (প্রসেস) (স্টিকার ভিসা)
শ্রীলংকা ৪,৫০০/ (০১ মাসের সিঙ্গেল এন্ট্রি) (ই ভিসা)
চায়না ভিসা : ৯,৫০০/- (পূর্বে চায়না যাওয়া থাকতে হবে )
চায়না ভিসা : ১০,৫০০/- (থাইল্যান্ড ,সিঙ্গাপুর, মালয়েশিয়া এর মত ৩ দেশ যাওয়া থাকতে হবে )
চায়না ভিসা (৬ মাসের এর ডাবল এন্ট্রী ভিসা ) : ১১,৫০০/-
চায়না ভিসা : ( ১ বৎসর এর মাল্টীপল ভিসা ): ১৫,০০০/-(পূর্বে ২ বার চায়না যাওয়া থাকতে হবে )
জাপানঃ ৩,০০০/- প্রসেসিং ফি (৩ কর্ম দিবস আনুমানিক)
হংকং ভিসাঃ ৯,৫০০/-টাকা
ভিয়েতনামঃ ৬,৯৯৯/- ( ৭-১০ কর্ম দিবস আনুমানিক )
ফিলিপাইনঃ ৯০০০/- (৩০ কর্ম দিবস এর অধিক আনুমানিক)
ইন্দোনেশিয়াঃ ১৪,৯০০/- টাকা (৩০ কর্ম দিবস এর অধিক আনুমানিক)
সৌদি আরব উমরাহ ভিসাঃ ১৭,৫০০ টাকা (৩ কর্ম দিবস আনুমানিক)
ইথিওপিয়াঃ ৮,৫০০/- (ই-ভিসা ৭-১০ কর্ম দিবস আনুমানিক)
সাউথ কোরিয়াঃ ৩,৫০০/- প্রসেসিং ফি (৩ কর্ম দিবস আনুমানিক)
কেনিয়াঃ ৭,৫০০/- (ই-ভিসা) (৩ কর্ম দিবস আনুমানিক)
আমেরিকা : ৮,০০০/- প্রসেসিং ফি
কানাডা : ৮,০০০/- প্রসেসিং ফি
ইংল্যান্ড : ৮,০০০/- প্রসেসিং ফি
অস্ট্রেলিয়া : ৮,০০০/- প্রসেসিং ফি
সেনজেন ( ইতালি, গ্রীস, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, সুইডেন, বেলজিয়াম সহ ২৬ টি কান্ট্রির ভিসাঃ ৬,০০০/- প্রসেসিং ফি
ইথিওপিয়াঃ ৯,৯০০/- (ই-ভিসা )
জাপানঃ ৪,০০০/- প্রসেসিং ফি
সাউথ কোরিয়াঃ ৪,০০০/- প্রসেসিং ফি
*******Checklist for Thailand Visa*******
1. 7 Months Valid Passport
2. pic-35*45 (Thailand and Singapore) 2 copy (Recent photo white background, mate paper Labe
print)
3. Bank statement and bank solvency certificate with bank seal and signature and bank contact
number (last 6 months) Father's name and mother's name should be same as in passport
**************(Profession Business) ***************
5. Trade License (with Notarize) updated
6. 2 copies of company pad blank (English) and 2 copies of visiting card
* Everything will be same name (visiting card, pad, trade license, and bank)
*********** (Profession RtdGovt officer) *********
7. Retirement Documents (Photo copy) if Bangla notarized
*********** (Profession Private Service) ***********
08. NOC (No objection Certificate) seal, signature mandatory
09. 2 copy Visiting Card
10. Office ID card (photocopy)
11. Salary Statement or Salary Certificate or last 3 months salary pay slip
* Everything will be same name (id card, NOC, passport, bank)
*********** (Profession Student) *****************
11. College/ School Student ID Card or Student NOC/Leave Certificate
12. Applicants under 18 years of age require parental consent for Singapore
13. Parent's bank statement and bank solvency (6 months) and passport copy or national identity
card
15. The vaccine certificate is for Malaysia only
16. Photo size 35*50 matte paper, white background Malaysia only
আমাদের অফিস ঠিকানাঃ Badsha Plaza(2nd floor), 20, Link Road, Banglamotor, Dhaka-1000.

“অবয়ব চিত্তে ক্লান্ত হেরীদৃড়তায় জাগিয়া, বহিয়াছে তাহা অনিদ্রায় তবআহা! বিষন্ন কেশে কোথেকে এলো, এই অবেলায়।যাহার গিয়াছে, পস্...
24/05/2025

“অবয়ব চিত্তে ক্লান্ত হেরী
দৃড়তায় জাগিয়া, বহিয়াছে তাহা অনিদ্রায় তব
আহা! বিষন্ন কেশে কোথেকে এলো,
এই অবেলায়।

যাহার গিয়াছে, পস্তাইয়া কি হইবে?
দৃষ্টি গোচরে ব্যাচারা, অপরিপক্কতায় মিশাইয়া ঘ্রাণে
অপ্রতুল্যতাই জাগাইয়া,
সর্বাঙ্গে সুরের মোর্ছনায় করিয়োছে মাতাল।”

Address

20, Link Road (2nd Floor), Banglamotor
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Nettv24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nettv24:

Share

Category

Our Story

NET TV24 Official page. First Bangla Online TV Station.

Since : December 2012

নেট টিভি টুয়েন্টিফোর অফিসিয়াল ফেসবুক পেজ। প্রথম বাংলা অনলাইন টেলিভিশন চ্যানেল।