Free Mind Motion

Free Mind Motion "Life is a Cerebration. Free Your Mind to find The Liberation.

29/07/2025
29/07/2025
29/07/2025

ইউসুফ কাকু ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে নাহ এজন্যই এখন থেকে তালবাহানা শুরু করে দিয়েছে।

23/07/2025

শুভ সকাল

সরি ইউনুস সাব,আজকে না বললেই নয়। আপনারা হেলিকপ্টারে চড়ার টাকা ঠিকই পান, একজন উপদেষ্টা ৩-৪টা গাড়ি ব্যবহার করেও সরকারি খরচে...
22/07/2025

সরি ইউনুস সাব,
আজকে না বললেই নয়।

আপনারা হেলিকপ্টারে চড়ার টাকা ঠিকই পান, একজন উপদেষ্টা ৩-৪টা গাড়ি ব্যবহার করেও সরকারি খরচে চলেন। আপনি ১০ মাসে ১১ বার বিদেশ সফর করেন, সবই রাষ্ট্রের পয়সায়। ইউনুস বিশ্ববিদ্যালয় বানানোর জন্যও বাজেট পায়।

আপনাদের সব কিছু চলে রাজকীয়ভাবে। কিন্তু আজ আমার দগ্ধ ভাই-বোনেরা হাসপাতালে পড়ে আছে, তাদের চিকিৎসার জন্য আপনারা এক টাকাও বরাদ্দ দিতে পারলেন না?
ভিক্ষুকের মতো জনগণের কাছেই হাত পেতে ভিক্ষা চান!
লজ্জা লাগে, ভীষণ লজ্জা লাগে!

আরও টাকা তুলুন! যত পারেন উঠান! কারণ এই রাষ্ট্রের হাতে এখন দুর্দশাগ্রস্তদের জন্য এক ফোঁটা সহানুভূতি পর্যন্ত নেই—টাকা তো বহু আগেই শেষ!”

22/07/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? -বড় ধরণের পট পরিবর্তনের পর যে কোন দেশই একটা দীর্ঘমেয়াদী অস্থিরতার মধ্যে পড়ে যায়। সেই অস্থিরতাই...
22/03/2025

কোন দিকে যাচ্ছে বাংলাদেশ?
-
বড় ধরণের পট পরিবর্তনের পর যে কোন দেশই একটা দীর্ঘমেয়াদী অস্থিরতার মধ্যে পড়ে যায়। সেই অস্থিরতাই এখন দেখছে বাংলাদেশের মানুষ। প্রশ্ন হচ্ছে, এটা শেষ হবে কবে? উত্তর বড়ই কঠিন। কখনো কখনো এই অস্থিরতা অল্প সময়েই শেষ হয়। কখনো কখনো খুব খারাপ অবস্থার দিকে ধাবিত হয়। তেমন অবস্থা হলে বেরিয়ে আসতে অনেক অনেক বছর লেগে যেতে পারে। সবকিছুই নির্ভর করবে নেতৃত্বের উপর।
তবে বাংলাদেশের ক্ষেত্রে ঝামেলাটা একটু বেশি। এখানে আমরা সবাই নিজের সংজ্ঞায় স্বাধীনতায় বিশ্বাসী। আবার নিজস্ব বিশ্বাসে আমরা শক্ত অবস্থানেও থাকতে পারি না। আমাদের মতবাদ, আমাদের বিশ্বাস; সকাল, দুপুর, রাতে পাল্টায়। এবং আমরা মনে করি- আমি যা বিশ্বাস করি সরকারের সেটাই করা উচিত। এভাবে সবাই যখন নিজেদের মতবাদ বা বিশ্বাস চাপিয়ে দেই তখন ঐ নেতৃত্বও একটা চাপের মধ্যে পড়ে যায়। বর্তমান অবস্থাটা এমনই হয়েছে। যেমন-

* আওয়ামীলীগ থাকবে নাকি নিষিদ্ধ হবে?
* নির্বাচন অল্প সংস্কারে নাকি বড় সংস্কারে হবে?

এসব নিয়েই আমরা প্রতি মুহুর্তে মত পাল্টাচ্ছি। কোন নেতৃত্ব যখন এমন চাপে পড়ে তখন দুই ধরণের ঘটনা ঘটতে পারেঃ

১। চাপ সহ্য করতে না পেরে দ্রুত নির্বাচন দিয়ে সরে যাওয়া
- সেক্ষেত্রে আবার আরেকপক্ষের চাপে পড়ে যায়। সেই চাপ যদি বেশি শক্তিশালী হয়ে যায় তখন পরের ঘটনার আবির্ভাব ঘটবে
২। সংস্কারের জন্য আগামী কয়েক বছর থেকে যেতে হবে।
- তখন রাজনীতির ময়দান প্রতিমুহুর্ত উত্তপ্ত থাকবে। আর সেই আগুনে পানি ঢালতে সরকারকে বলপ্রয়োগ করতে হবে। আর এই বলপ্রয়োগ করে টিকে থাকা মানে স্বৈরতন্ত্রের পথে উঠে যাওয়া।
তাহলে এবার আপনিই বলুন-
কোন দিকে যাচ্ছে বাংলাদেশ?

Address

Dhaka
Dhaka
1740

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free Mind Motion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share