13/08/2025
🕌 ইসলামে যেসব বিষয় গোপন রাখতে বলা হয়েছে
১️⃣ নফল ইবাদত** "যে আল্লাহর জন্য ইবাদত গোপন করে, আল্লাহ তা প্রকাশ করবেন।" (মুসনাদ আহমদ ৫/৩৬৪)
২️⃣ নিজের দুঃখ-কষ্ট "আমি তো আমার দুঃখ-কষ্ট ও বেদনা শুধু আল্লাহর কাছেই প্রকাশ করছি।" (সূরা ইউসুফ: ৮৬)
৩️⃣ ভালো স্বপ্ন"ভালো স্বপ্ন তোমার প্রিয়জন বা জ্ঞানী লোক ছাড়া কাউকে বলো না।" (বুখারি ৭০৪৪, মুসলিম ২২৬৩)
৪️⃣ খারাপ স্বপ্ন"খারাপ স্বপ্ন দেখলে কারও কাছে বলবে না।" (বুখারি ৭০৪৫, মুসলিম ২২৬১)
৫️⃣ রিজিক/আয়ের বিস্তারিত— অহেতুক প্রকাশে হিংসা বা নজর লাগতে পারে। (আলেমদের ব্যাখ্যা, সূরা দুহা: ১১)
৬️⃣ পারিবারিক গোপনীয়তা "সবচেয়ে খারাপ সে, যে স্ত্রীর গোপন কথা প্রকাশ করে।" (মুসলিম ১৪৩৭)
৭️⃣ অন্যের দোষ"যে মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন।"(মুসলিম ২৫৯০)
৮️⃣ ভবিষ্যৎ পরিকল্পনা"তোমরা কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তা গোপন রাখো, কারণ প্রতিটি নিয়ামতের জন্য হিংসুক থাকে।"(ইবনু হিব্বান, হাকিম)
৯️⃣ দান-সদকা"যদি তোমরা দান করো গোপনে, তবে তা তোমাদের জন্য উত্তম।" (সূরা বাকারা: ২৭১)