Daily An Noor

Daily An Noor আলোর সাথে ভালোর সাথে
ডেইলি আন- নূর

13/08/2025

🕌 ইসলামে যেসব বিষয় গোপন রাখতে বলা হয়েছে

১️⃣ নফল ইবাদত** "যে আল্লাহর জন্য ইবাদত গোপন করে, আল্লাহ তা প্রকাশ করবেন।" (মুসনাদ আহমদ ৫/৩৬৪)

২️⃣ নিজের দুঃখ-কষ্ট "আমি তো আমার দুঃখ-কষ্ট ও বেদনা শুধু আল্লাহর কাছেই প্রকাশ করছি।" (সূরা ইউসুফ: ৮৬)

৩️⃣ ভালো স্বপ্ন"ভালো স্বপ্ন তোমার প্রিয়জন বা জ্ঞানী লোক ছাড়া কাউকে বলো না।" (বুখারি ৭০৪৪, মুসলিম ২২৬৩)

৪️⃣ খারাপ স্বপ্ন"খারাপ স্বপ্ন দেখলে কারও কাছে বলবে না।" (বুখারি ৭০৪৫, মুসলিম ২২৬১)

৫️⃣ রিজিক/আয়ের বিস্তারিত— অহেতুক প্রকাশে হিংসা বা নজর লাগতে পারে। (আলেমদের ব্যাখ্যা, সূরা দুহা: ১১)

৬️⃣ পারিবারিক গোপনীয়তা "সবচেয়ে খারাপ সে, যে স্ত্রীর গোপন কথা প্রকাশ করে।" (মুসলিম ১৪৩৭)

৭️⃣ অন্যের দোষ"যে মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন।"(মুসলিম ২৫৯০)

৮️⃣ ভবিষ্যৎ পরিকল্পনা"তোমরা কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তা গোপন রাখো, কারণ প্রতিটি নিয়ামতের জন্য হিংসুক থাকে।"(ইবনু হিব্বান, হাকিম)

৯️⃣ দান-সদকা"যদি তোমরা দান করো গোপনে, তবে তা তোমাদের জন্য উত্তম।" (সূরা বাকারা: ২৭১)

08/08/2025

মানুষের মাঝে সবচাইতে বুদ্ধিমান সে যে নেককার হওয়ার পরও আল্লাহর ভয়ে ভীত। আর সবচেয়ে আহাম্মক হল সে যে গুনাহ করার পরও আল্লাহর সাজা ও পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করে।

— ইমাম ইবনুল জাওযী (রহিমাহুল্লাহ)
[সূত্র : আত তাবসিরাহ, পৃষ্ঠা - ৪০০]

05/08/2025

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

05/08/2025
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ,...
05/08/2025

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণসহ সব ধরণের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য।

সোমবার (৪ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি তার বাণীতে আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেছিল। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আহত এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদকে, যারা দেশকে স্বৈরাচারমুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই গণ-অভ্যুত্থানে আহত, পঙ্গুত্ব বরণ করা ও দৃষ্টিশক্তি হারানো সকল বীর জুলাই যোদ্ধার ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।

এসময় রাষ্ট্রপতি একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান।

বাণীতে তিনি আরও লিখেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপকভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এই সংস্কারের মধ্য দিয়ে অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ।

05/08/2025

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :

মরুভূমিতে হারিয়ে যাওয়া উট পুনরায় ফিরে পেলে উটের মালিক যতোটা খুশি হয়,
*বান্দা গুনাহের পরে তাওবা করে ফিরে এলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে খুশি হন*

সহীহ বুখারী :৬৩০৮

01/08/2025

১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ

তিস্তা নদীর পানি বিপদসীমার ওপরে
30/07/2025

তিস্তা নদীর পানি বিপদসীমার ওপরে

28/07/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত দেশের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

১০ পদে নিয়োগ দিচ্ছে আজহারীর ফাউন্ডেশনবিস্তারিত কমেন্টে
27/07/2025

১০ পদে নিয়োগ দিচ্ছে আজহারীর ফাউন্ডেশন

বিস্তারিত কমেন্টে

25/07/2025

তারা সামান্য হেসে নিক, শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে।

[সূরা আত তাওবা : ৮২]

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের সর্বশেষ তথ্যসুত্রঃ Chief Adviser Gob
25/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের সর্বশেষ তথ্য
সুত্রঃ Chief Adviser Gob

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily An Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category