RafuTasmi Blog's

RafuTasmi Blog's Assalamualaikum everyone.Welcome to our new page guys.Keep supporting us.
(11)

রান্না একটা অন্যরকম ভালোবাসার জায়গা আর রান্না করে অন্যদের খাওয়াতে পারার মধ্যে আলাদাই একটা ভালোবাসা কাজ করে।রান্না'র স্বা...
30/07/2025

রান্না একটা অন্যরকম ভালোবাসার জায়গা আর রান্না করে অন্যদের খাওয়াতে পারার মধ্যে আলাদাই একটা ভালোবাসা কাজ করে।
রান্না'র স্বাদ দিয়েই প্রত্যেকটা মেয়েরা তাদের পরিবারের সকল সদস্যদের টক,ঝাল,মিষ্টি স্বাদে এক সুতোয় বেঁধে রাখে।❤️

এইসবের শেষ কোথায়?একটার পর একটা কাহিনী লেগেই আছে।মানুষের প্রাণের থেকেও ওভারটেকিং টা জরুরী!
29/07/2025

এইসবের শেষ কোথায়?
একটার পর একটা কাহিনী লেগেই আছে।মানুষের প্রাণের থেকেও ওভারটেকিং টা জরুরী!

গরমে খুব সাদামাটা খাবারের প্লেটে আছে সাদা ভাত,বেগুন ভাজা,পাট শাকের বড়া,পাট শাক ভাজা আর একটুখানি শুকনো মরিচ ভাজা!আহা এ যে...
29/07/2025

গরমে খুব সাদামাটা খাবারের প্লেটে আছে সাদা ভাত,বেগুন ভাজা,পাট শাকের বড়া,পাট শাক ভাজা আর একটুখানি শুকনো মরিচ ভাজা!আহা এ যেন অমৃত😋

জুনায়েদের বলা শেষ কথাগুলো 😔😭"আম্মু আমি আজ স্কুলে যাবো না।”৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,“একদম না যাওয়...
24/07/2025

জুনায়েদের বলা শেষ কথাগুলো 😔😭

"আম্মু আমি আজ স্কুলে যাবো না।”

৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,

“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে হবে, চলো রেডি হও।”

“মা, ভালো লাগছে না আমার। কাল থেকে যাই?”

“না, বাবা এখনি যেতে হবে। স্কুল থেকে আসার পর, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কেমন?”

জুনায়েদের চোখ চকচক করে উঠল। বলল,

“সত্যি!”

“হ্যাঁ, সত্যি।”

জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা, আর ছেলে বেরিয়ে পড়লো। স্কুল গেইটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন,

“আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব, তোমার জন্য। ঠিক আছে?”

“ওকে, আম্মু।”

জুনায়েদের মা, রান্না করছিল। হঠাৎ নিউজ পেল, জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁ'পা কাঁ'পা হাতে জুনায়েদের বাবাকে কল দিলো। তারপর, ছুটে বেরুলো ছেলেকে খুঁজতে। “জুনায়েদ, ঠিক আছেতো?”
তারপর? তারপর, ২ ঘন্টা খোঁজার পর, হঠাৎ দেখতে পেলো, “পো/ড়া দে'হ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে। মুহুর্তেই পড়ে গেল মা'টিতে। শেষ নি’শ্বা’স ত্যাগ করলো জুনায়েদ। কলিজা কাঁ/পি/য়ে দেওয়ার মত চিৎ’কা’র করে উঠল জুনায়েদের বাবা-মা। মা কান্না করতে করতে বললেন,

“আমার বাজান, আমার বাজানে, না করছিল আম্মু আজ আমি স্কুলে যাব না। আমি জো'র করে পাঠিয়েছি। আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ওহ বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা?”

জুনায়েদের আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘুরা হলো না, আর, হোমওয়ার্কও করা হলো না।

©মারশিয়া জাহান মেঘ

মাইলস্টোন কলেজ, ঢাকা উত্তরা।
২১ জুলাই ২০২৫ ( ইতিহাসের কালো অধ্যায়)

বন্ধুত্ব ❤️যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক...
22/07/2025

বন্ধুত্ব ❤️
যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"! ❤️
©

17/07/2025

একদা আমিও বরবাদ দেখতে গেছিলাম কিন্তু আলসেমির কারণে আর পোস্টাই নাই😳

নিন সবাই একটু গাজরের হালুয়া খান!😇
14/02/2025

নিন সবাই একটু গাজরের হালুয়া খান!😇

31/01/2025

এবারের বাণিজ্য মেলায় ১০০ টাকায় কি কি কিনলাম! 😱

28/01/2025

২০২৫ এর বাণিজ্য মেলায় ১০০ টাকায় যা যা পাবেন!😱

মজাদার রান্নার রেসিপি পেতে ভিজিট করুন🤤
24/01/2025

মজাদার রান্নার রেসিপি পেতে ভিজিট করুন🤤

21/01/2025

অন্যকে জ্ঞান দিতে দিতে আমরা ভুলেই যাই যে নিজের জ্ঞানের ভান্ডার শূন্য,তাই অন্যকে জ্ঞান না দিয়ে নিজের ভান্ডার পূণ্য করো!!🤓

16/11/2024

তিন দিনের ট্যুরে কক্সবাজার কত্তগুলো জায়গা ঘুরলাম।

Address

Gazipur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when RafuTasmi Blog's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category