05/10/2025
দেবীগঞ্জে ছুরিকাঘাতে সৎ মা ও সৎ দুই ভাইকে হত্যার চেষ্টা
দেবিগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে সুন্দর দিঘী ইউনিয়নে ছুরিকা ঘাতে সৎ মা ও সৎ দুই ভাইকে হত্যার চেষ্টা করা হয়েছে
রবিবার( ৫ অক্টোবর) সকাল ১১টায় দেবীগঞ্জের সুন্দর দিঘী ইউনিয়নের পুকুর পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জাদু মিয়া নামক এই বড় ভাই ছুরিকাঘাত করে।
মৃত মহুব আলীর ছেলে জাদু মিয়া(৪০) রবিউল, আল-আমীন ও, তাদের মা আছিয়া
স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দর ডিগ্রী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডে পোকোর পাড়া গ্রামের এ ঘটনাটি ঘটে। রবিবার সকাল ১০ টা থেকে ঝগড়া পারিবারিক দ্বন্দ্ব ও বক্স বাজানো নিয়ে ঘুমের ব্যাঘাত ঘটায়। একপর্যায়ে জাদু মিয়া ক্ষিপ্ত হয়ে তার সৎ ভাইকে ছুরিকাঘাত করে সাথে তার সৎ মা ও আরেক ভাই এগিয়ে আসলে তাদেরকেও এলোপাথাড়ি ছুরিকাঘাত করে এতে করে তিনজনেই খুব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসা দিনে নিয়ে যায়। আসামি জাদু মিয়া পলাতক আছে।
খবর পেয়ে ঘটনাস্থলে দেবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোঃ ইখতেখারুল মোকাদ্দেম বলেন, এ ঘটনার মামলা প্রক্রিয়া দিন রয়েছে। আসামি জাদু মিয়া পলাতক
বার্তা প্রেরক
মোঃ জাহাঙ্গীর আলম
দেবীবাস (পঞ্চগড়) প্রতিনিধি,
মোবাইল :০১৭৬৪৮০৬৩৫০