Shaina's Diary

Shaina's Diary Hi everyone.I am going to share lots of islam related video

রাসূল (সা.) বলেন:“যে ব্যক্তি কোন গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করল এবং সে যা বলল তাতে বিশ্বাস করল — তাহলে সে মুহাম্মদের ...
21/07/2025

রাসূল (সা.) বলেন:

“যে ব্যক্তি কোন গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করল এবং সে যা বলল তাতে বিশ্বাস করল — তাহলে সে মুহাম্মদের ওপর যা নাজিল হয়েছে (কুরআন) তা অস্বীকার করল।”
📚 (আবু দাউদ, হাদিস: 3904)
আরেক হাদিসে আছে:

“যে ব্যক্তি গণকের কাছে গেল এবং তার কাছে কিছু জিজ্ঞাসা করল, তার ৪০ দিন নামাজ কবুল হয় না।”
📚 (মুসলিম, হাদিস: 2230)

🏡🏡🏡🏡🏡🏡🏡🏡যেসব গৃহবধূ তাদের পরিবারের জন্য অনেক কষ্ট ও পরিশ্রম করে থাকেন ইসলামের দৃষ্টিতে তাদের মর্যাদা ও প্রতিদানপ্রশ্ন: আ...
06/07/2025

🏡🏡🏡🏡🏡🏡🏡🏡

যেসব গৃহবধূ তাদের পরিবারের জন্য অনেক কষ্ট ও পরিশ্রম করে থাকেন ইসলামের দৃষ্টিতে তাদের মর্যাদা ও প্রতিদান

প্রশ্ন: আমার শ্বশুরবাড়ির মানুষের কাজ একদমই অগোছালো। প্রতিদিনই এসব বাড়তি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে করতে বিরক্ত হয়ে যাই। প্রশ্ন হলো, এই যে আমি চুপচাপ পরিশ্রম করে যাই এটা কি এক প্রকার ধৈর্য বিবেচিত হবে? এতে কি আমি সওয়াব পাবো?

উত্তর:
আমাদের সমাজের অধিকাংশ গৃহবধূকে তাদের স্বামীর সংসারে প্রচুর কষ্ট ও পরিশ্রম করতে হয়। অনেক ক্ষেত্রে তারা নিজে বঞ্চিত হলেও অকাতরে তাদের আরাম-আয়েশ বিসর্জন দিয়ে পরিবারকে ভালো রাখার জন্য হাসিমুখে সব কষ্ট মেনে নেয়। কিন্তু তারা অনেকে জানেই না, ইসলামে এ জন্য তাদের কী মর্যাদা রয়েছে এবং এ মর্যাদা লাভের শর্ত কী?
তাই নিম্নে এ বিষয়ে ইসলামের দৃষ্টিকোণ উপস্থাপন করা হলো:

▪️১. সদকার সওয়াব:

মানুষের সেবা করা বা উপকার করা নিঃসন্দেহে ভালো কাজ। আর প্রতিটি ভালো কাজেই সদকার সওয়াব রয়েছে ইনশাআল্লাহ।

✪ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

كلُّ معروفٍ صدقةٌ وإن من المعروفِ أن تَلْقَى أخاك بوجهٍ طَلْقٍ وأن تُفْرِغَ من دَلْوِكَ في إناءِ أَخِيك

"প্রত্যেক ভালো কাজই সদকা (দান)। আর ভালো কাজের মধ্যেই এটাও পড়ে যে, তুমি তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করবে এবং তোমার বালতির (অতিরিক্ত) পানি তোমার ভাইয়ের পাত্রে ঢেলে দেবে।"
[সহিহ বুখারি, হা/ ৬০২১]

✪ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন,

لا تحْقِرَنَّ من المعرُوفِ شيْئًا ، ولوْ أنْ تلْقَى أخاكَ بوجْهٍ طلْقٍ

"সৎকর্মকে কখনোই তুচ্ছ মনে করো না, যদিও তা তোমার ভাইকে হাসিমুখে সাক্ষাৎ করাই হয়।" [সহিহ মুসলিম, হাদিস: ২৬২৬]

এখানে হাদিসগুলোর মূল বক্তব্য হলো, শুধু অর্থ সাহায্য করাই সদকা নয় বরং প্রতিটি ভালো কাজ, যেমন—কারো সাথে হাসিমুখে কথা বলা, অন্যের প্রয়োজনে সামান্য হলেও সাহায্য-সহযোগিতা করা সদকার অন্তর্ভুক্ত।

সে হিসেবে একজন গৃহবধূ তার স্বামী, সন্তান, শ্বশুর-শাশুড়ি বা পরিবারের অন্যান্য সদস্যদের যত উপকার করবে প্রতিটি কাজের জন্যই সে সদকার সওয়াব পাবে ইনশাআল্লাহ।

❑ শর্ত:

এই সওয়াব লাভের শর্ত হল, তারা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে এবং আল্লাহর নিকট এর প্রতিদানের নিয়ত করবে। আর উপকার করে কখনো কাউকে খোটা দেবে না। কেননা খোটা দিলে সওয়াব নষ্ট হয়ে যায়।

আল্লাহ তাআলা বলেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالْأَذَىٰ

"হে ইমানদারগণ! তোমরা তোমাদের সদকাসমূহ বরবাদ করে দিও না উপকারের কথা স্মরণ করিয়ে দেওয়া (খোটা দেওয়া) ও কষ্ট দেওয়ার মাধ্যমে।” [সূরা বাকারা: ২৬৪]

▪️২. ইসলামের দৃষ্টিতে উপকার কারী মানুষই সেরা:

হাদিসে ওই ব্যক্তিকে "উত্তম বা সেরা মানুষ" বলা হয়েছে যে, অধিক পরিমাণে মানুষের উপকার করে।

✪ সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

"خيرُ الناسِ أنفعُهم للناسِ"

"সর্বোত্তম মানুষ সে-ই, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকার কারী।" [শাইখ আলবানী এটিকে হাসান বলেছেন। সহিহুল জামে, হা/ ৩২৮৯]

মানুষের উপকার সম্পর্কে হাদিসে আরও অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে।

▪️ ৩. মানুষের ভালোবাসা অর্জনের পাশাপাশি আল্লাহর বিশেষ প্রতিদান:

মানুষের সেবা করা বা তাদের উপকার করা তাদের ভালোবাসা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। কেননা সাধারণভাবে মানুষ তাকে ভালোবাসে যে তাদের উপকার করে। যদিও আমাদের সমাজে উপকারের উপকার স্বীকার করা বা তার প্রতি কৃতজ্ঞতা আদায়ের মনোভাব নিতান্তই কম। কিন্তু অকৃতজ্ঞ মানুষ উপকার কারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেও মহান আল্লাহ অবশ্যই তাকে আখিরাতে প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা বলেন,

هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ

"উপকারের প্রতিদান কি উপকার ছাড়া আর কিছু হতে পারে?" [ সূরা রহমান: ৬০]

▪️ ৪. উত্তম চরিত্র:

আমরা আরও জানি, বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়ানো, তাদের সাথে সুন্দর ভাষায় ও হাসিমুখে কথা বলা, মানুষের সাথে ভালো আচরণ করা এবং তাদেরকে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতার মাধ্যমে খুশি করা এগুলো সামাজিকভাবে যেমন পছন্দনীয় ও প্রশংসনীয় বিষয় তেমনি ইসলামের দৃষ্টিতেও উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ।
তার হাদিসে উত্তম চরিত্রের বিশাল ফজিলতের কথা উল্লেখিত হয়েছে। যেমন:

আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ، وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ القِيَامَةِ، أَحَاسِنَكُمْ أَخْلَاقًا

“তোমাদের মধ্যে আমার নিকট সর্বাধিক প্রিয় এবং কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে ঘনিষ্ঠ হবে সেই ব্যক্তি, যার চরিত্র হবে উত্তম।” [তিরমিজি, হাদিস: ২০১৮ | সহিহ]

▪️ ৫. এটি নিঃসন্দেহে মহৎ হৃদয়ের অধিকারী, ধৈর্যশীল এবং পরোপকারী মানুষের চরিত্র। ইসলামে এগুলো প্রতিটি অত্যন্ত ফজিলতপূর্ণ বিষয়।

তাই আমাদের সমাজের গৃহবধূরা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আন্তরিকভাবে তাদের স্বামী، সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের যথাসাধ্য সেবা-শুশ্রূষা করে তাহলে তারা এর দ্বারা দুনিয়া ও আখিরাতে অবারিত কল্যাণ এবং পর্যাপ্ত সওয়াব অর্জন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
আল্লাহু তৌফিক দানকারী।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব

04/07/2025
03/07/2025

*মুহররম মাসে অধিক নফল রোজা রাখার ফজিলত*

মুহররম মাসে অধিক রোজা রাখা কি সুন্নত? অন্য মাসের উপর এ মাসের কি কোন বিশেষত্ব আছে?

উত্তর
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর

আরবী মাসগুলোর প্রথম মাস হচ্ছে- মুহররম। এটি চারটি হারাম মাসের একটি। আল্লাহ তাআলা বলেন: “নিশ্চয় আল্লাহর নিকট, লওহে মাহফুজে (বছরে) মাসের সংখ্যা বারটি আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে চারটি হারাম (সম্মানিত)। এটাই সরল বিধান। সুতরাং এ মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না।” [সূরা তওবা: ৩৬]

সহিহ বুখারি (৩১৬৭) ও সহিহ মুসলিম (১৬) এ আবু বাকরা (রাঃ) থেকে বর্ণিত হয়েছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন: “আল্লাহ আসমান-জমিন সৃষ্টিকালে সময়কে ঠিক যেভাবে সৃষ্টি করেছেন এখন সময় সে অবস্থায় ফিরে এল। বছর হচ্ছে- বার মাস। এর মধ্যে চার মাস- হারাম (নিষিদ্ধ)। চারটির মধ্যে তিনটি ধারাবাহিক: যুলক্বদ, যুলহজ্জ ও মুহররম। আর হচ্ছে- (মুদার গোত্রের) রজব মাস; যেটি জুমাদাল আখেরা ও শাবান মাস এর মধ্যবর্তী।”

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে যে, রমাদানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “রমাদানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে- আল্লাহর মাস ‘মুহররম’ এর রোজা। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামায হচ্ছে- রাত্রিকালীন নামায (কিয়ামুল লাইল)।”[সহিহ মুসলিম (১১৬৩)]

হাদিসে: ‘আল্লাহর মাস’ বলে মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত করা হয়েছে মাসটির মর্যাদা তুলে ধরতে। আল-ক্বারী বলেন: হাদিস থেকে বাহ্যতঃ মনে হচ্ছে- গোটা মুহররম মাস (রোজা রাখা) উদ্দেশ্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে যে, তিনি রমাদান ছাড়া আর কোন মাসের গোটা সময় রোজা রাখেননি। তাই এ হাদিসের এ অর্থ গ্রহণ করতে হবে যে, মুহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে; গোটা মাস রোজা রাখা নয়।

আল্লাহই ভাল জানেন।

সূত্র:

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

আপনি আপনার সন্তানদের জন্য যে অসাধারণ দুআটা করতে পারেন সেটা হচ্ছে;ইয়া রব্ব!আমার সন্তানদের জন্য তুমিদুনিয়া কঠিন করে দিও না...
02/07/2025

আপনি আপনার সন্তানদের জন্য যে অসাধারণ দুআটা করতে পারেন সেটা হচ্ছে;

ইয়া রব্ব!আমার সন্তানদের জন্য তুমি
দুনিয়া কঠিন করে দিও না যাতে করে তারা দুনিয়ায় পিছনে ব্যস্ত হয়ে যায়!

আমার সন্তানদের জন্য তুমি দুনিয়া সহজ করে দাও যেনো তারা আখিরাতের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারে।

তুমি তাদের হেদায়েত দাও!
হেদায়েতের পথে অটল রাখো!
তাদের জীবনটা বরকতময় করো!
আমার জন্য আমার ছেলেমেয়েদের অনুগত করে দাও!
অধিক পরিমানে তোমার শুকরিয়া আদায় করার এবং সাদাকা করার তৌফিক দান করো!
#ইসলামিক

20/06/2024

শশুরবাড়ি আসলে দেখা যায় বৌ রা অমানুষদের মধ্যে এসে পড়েছে।😔😔
#কুকিং

04/06/2024

ট্রাই করুন ৫% নায়াসিনামাইড যুক্ত 𝐃𝐚𝐫𝐤 𝐒𝐩𝐨𝐭 𝐂𝐨𝐫𝐫𝐞𝐜𝐭𝐢𝐧𝐠 #𝐆𝐥𝐨𝐰 𝐒𝐞𝐫𝐮𝐦।সিরাম টি ডার্ক স্পট দূর করার সাথে দিবে ব্রাইট স্কিন।

এলকোহল ও ফ্রেগনেন্স ফ্রি সিরাম টি, ব্যাবহার করা যাবে একনি প্রন ও সেনসেটিভ স্কিন সহ সব ধরনের ত্বকে Beautylicious

02/06/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

29/05/2024

আল্লাহ অহংকার পছন্দ করবেন না। আল্লাহ আমাদের মাফ করুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shaina's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shaina's Diary:

Share

Category