KM News

KM News Novation Global Education & Visa Consultant. We are among very few education agencies in Bangladesh who truly cares for students interests.

We run our organization through highest ethical manner and we always maintain 100% transparency & honesty in all our dealings with the students as well as with our partner universities & colleges.Our students are highly satisfied about our professionalism and student friendliness. This has created a very good reputation of our company among the students and student’s guardians. We feel proud when

our students say that our company is the most professional & student-friendly foreign education consultancy in the country.We have highest level of professional skills and experiences in respect of assisting students for admission, visa procedure & all other related issues.

03/06/2025
22/05/2025

মমতাজকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ

10/05/2025

বিচার শেষ না হওয়া পর্যন্ত আ. লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ AL Ban

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, আর কোনো শাসক যাতে আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করে নাগরিকদের নিপীড়নসহ দেশকে ঝু...
28/04/2025

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, আর কোনো শাসক যাতে আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করে নাগরিকদের নিপীড়নসহ দেশকে ঝুঁকির মুখে ফেলতে না পারে, সে জন্য অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার প্রশ্নে ব্যক্তি ও দলীয় স্বার্থের চেয়ে দেশকে বেশি প্রাধান্য দিতে হবে।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার প্রশ্নে গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে নুরুল হক এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে আজ গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৈঠকের শুরুতে নুরুল হক বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে গণ অধিকার পরিষদের আহ্বান থাকবে, যে সংস্কারগুলো আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক হবে, সেগুলো যেকোনো মূল্যে এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে।

নুরুল হক বলেন, বিগত ১৬ বছরে দেশের স্বাধীনতা ভূলুণ্ঠিত হয়ছিল। গণ অধিকার পরিষদ নবীন রাজনৈতিক দল হলেও ২০১৮ সাল থেকে তাঁরা মামলা, হামলা ও নির্যাতনের শিকার।

বৈঠকের সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নতুন অধ্যায়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে।

সম্মিলিতভাবে একটি নতুন বাংলাদেশ গড়তে ঐকমত্য কমিশনের আলোচনা অব্যাহত থাকবে উল্লেখ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, তাঁদের লক্ষ্য দ্রুততম সময়ে একটি জাতীয় সনদ তৈরি করা।

সংস্কার প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, শুধু আলোচনার মধ্য দিয়েই সংস্কার বাস্তবায়ন হবে না। সবার একত্রিত থাকার তাগিদ সব সময় জারি রাখতে হবে।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে আলোচনায় অংশ নিচ্ছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, সাবেক বিচারপতি এমদাদুল হক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

আলোচনায় গণ অধিকার পরিষদের ১০ সদস্যদের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। নুরুল হক ছাড়া প্রতিনিধিদলে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সহসভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসান, গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য খালিদ হোসেন, হাবিবুর রহমান রিজু, সাকিব হোসেন, দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান, সহমানবাধিকার–বিষয়ক সম্পাদক ফাতেমা দিশা, যুব উইংয়ের সদস্য মুমতাজুল ইসলাম, গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

সড়ক থেকে পুরোনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন সরিয়ে নিতে ছয় মাস সময় বেঁধে দিয়েছিল সরকার। নতুন যানবাহন কেনার জন্য মালিকদের ঋণ প...
28/04/2025

সড়ক থেকে পুরোনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন সরিয়ে নিতে ছয় মাস সময় বেঁধে দিয়েছিল সরকার। নতুন যানবাহন কেনার জন্য মালিকদের ঋণ পেতে সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছিল। সময়সীমা শেষ হবে মে মাসে। তবে মালিকদের কোনো গরজ দেখা যাচ্ছে না।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, ঢাকাসহ সারা দেশে চলাচলকারী ৭৫ হাজারের বেশি বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরির আয়ুষ্কাল পেরিয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, পুরোনো এসব যানবাহন দুর্ঘটনা বাড়াচ্ছে এবং পরিবেশ দূষণ করছে।

পুরোনো যানবাহন সরিয়ে নেওয়ার উদ্যোগ জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেও নেওয়া হয়েছিল। তবে তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মালিকেরা। এবারও তাঁরা সাড়া দিচ্ছেন না। ফলে অন্তর্বর্তী সরকার সড়কে শৃঙ্খলা ফেরাতে কতটুকু সফল হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

15/04/2025

নদ্দা পাড়া আশিয়ান সিটিতে প্রথমবারের মতো বসেছে বৈশাখী মেলা।বাংলা নববর্ষ ১৪৩২ কে কেন্দ্র করে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা হয়ে উঠেছে প্রাণবন্ত।বিভিন্ন স্টল, খাবার, শিশুদের আনন্দ, সাংস্কৃতিক পরিবেশনা—সব মিলিয়ে ছিল আনন্দঘন পরিবেশ।আমরা কথা বলেছি মেলায় আসা সাধারণ মানুষের সঙ্গে, শুনেছি তাঁদের অভিজ্ঞতা ও আনন্দের কথা।রিপোর্ট: মোঃ জাহিদুল ইসলাম খন্দকার সুমনমিডিয়া: দৈনিক প্রভাতী বাংলাদেশ ডিজিটাল

15/04/2025

নদ্দা পাড়া আশিয়ান সিটিতে প্রথমবারের মতো বৈশাখী মেলার আয়োজন
দৈনিক প্রভাতী বাংলাদেশ ডিজিটাল
রিপোর্ট: মোঃ জাহিদুল ইসলাম খন্দকার সুমন

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রাজধানীর নদ্দা পাড়া আশিয়ান সিটিতে প্রথমবারের মতো বসেছে বৈশাখী মেলা। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ মেলায় ছিল খাবারের স্টল, শিশুদের খেলাধুলা, হস্তশিল্প, এবং নানা রকম ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী।

মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল সকল বয়সের নারী-পুরুষ ও শিশু। তাদের মধ্যে অনেকেই বলছেন—এ ধরনের আয়োজন এলাকায় প্রাণের সঞ্চার ঘটায় এবং বাঙালিয়ানা সংস্কৃতিকে ধরে রাখে।

এক দর্শনার্থী বলেন, “বাড়ির পাশে এমন আয়োজন সত্যিই আনন্দের। পরিবার-পরিজন নিয়ে বেরিয়ে একটু বিনোদন পাওয়াটা জরুরি ছিল।”

স্থানীয় আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রতি বছর এমন বৈশাখী মেলা আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের রংতুলির ছবি আঁকা, এবং পল্লীগীতির আসর।

বৈশাখী আনন্দে মুখরিত এই আয়োজন আশিয়ান সিটির মানুষকে একত্রিত করেছে এবং একটি সুন্দর সামাজিক বন্ধনের প্রতীক হয়ে উঠেছে।

14/04/2025

নির্বাচন, সেনাশাসন না গণতন্ত্র? শুনুন জনগণের মুখে

14/04/2025

শাশুড়ীর গায়ে হাত তোলা জামাই শাকিল, ঘটনাপ্রবাহে নতুন মোড়
ক্রাইম রিপোর্টার: মোঃ জাহিদুল ইসলাম সুমন খন্দকার | ঢাকা

দক্ষিণ খান, আশকোনা | গতকাল শুক্রবার দুপুরে দক্ষিণ খানের আশকোনা বড় জামে মসজিদের সামনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় আজ (শনিবার) নতুন তথ্য উঠে এসেছে। ঘটনার মূল ব্যক্তি শাকিল ও তার স্ত্রী আজ সাংবাদিকের সঙ্গে দেখা করেন এবং তাদের ভিডিও সাক্ষাৎকারে বিস্তারিত জানান।

শাকিল আশকোনা বাজারে একটি মাংসের দোকানে কাজ করেন। তার দাবি, পারিবারিক দ্বন্দ্বের একটি পুরনো ঘটনা থেকে এই উত্তেজনার সূত্রপাত হয়। কয়েকদিন আগে তার স্ত্রী ও তার মায়ের মধ্যে ৫১ হাজার টাকা নিয়ে জটিলতা তৈরি হয়। অভিযোগ রয়েছে, ওই টাকা নিয়ে পালিয়ে যান স্ত্রী এবং পরে টাকা শেষ হয়ে গেলে ফেরত আসেন স্বামীর কাছে। তবে স্ত্রী এ অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন, তিনি এখন তার স্বামীর পক্ষেই আছেন।

শাকিল দাবি করেন, সেই টাকা সে নেয়নি বরং অন্য কেউ নিয়েছে। তবে সে এখনো সেই ব্যক্তির নাম প্রকাশ করতে রাজি নন।

ঘটনার মূল সূত্রপাত হয় পারিবারিক কলহ থেকে, যার চূড়ান্ত রূপ ছিল গতকাল প্রকাশ্যে শাশুড়ীর সঙ্গে শারীরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়া। ভিডিওতে দেখা যায়, শাকিল উত্তেজিত হয়ে তার শাশুড়ীর দিকে হাত তোলেন—যা সামাজিকভাবে অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।

তবে তার স্ত্রী জানিয়েছে, সে তার স্বামী এবং সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সংসার করতে আগ্রহী। শাকিলও জানান, তিনি তার সন্তানকে ভালোবাসেন এবং পরিবার নিয়ে শান্তিপূর্ণ জীবন কাটাতে চান।

এই ঘটনায় সমাজের নানা স্তরে আলোচনা সৃষ্টি হয়েছে। মানুষ দাঁড়িয়ে তামাশা দেখলেও কেউই সমস্যার সমাধানে এগিয়ে আসেনি—এটাই বর্তমান সমাজের বাস্তব প্রতিচ্ছবি।

শাকিলের আচরণে মানসিক অস্থিরতার ইঙ্গিত পাওয়া গেছে, যা থেকে বোঝা যাচ্ছে, হয়তো তাকে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

এই ঘটনাটি আবারও স্মরণ করিয়ে দেয়—আইনের সুশাসন, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার জায়গায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি।

একজন সচেতন নাগরিক এবং সাংবাদিক হিসেবে আমি মনে করি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “তোমার সামনে যদি কোনো অন্যায় দেখো, তাহলে তা হাত দিয়ে থামাও; না পারলে মুখে বলো, আর তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো।”

আমিও সেই কথা স্মরণ করে আমার জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছি। আপনি, আমি, আমরা সবাই মিলে চাইলে সমাজ পরিবর্তন করা সম্ভব।

ক্রাইম রিপোর্টার:
মোঃ জাহিদুল ইসলাম সুমন খন্দকার
ঢাকা

Address

Shopno Bilash, Ga/25/2/B, Shahjadpur Gulshan
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801600451653

Website

Alerts

Be the first to know and let us send you an email when KM News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share