প্রতিদিন

প্রতিদিন প্রতিদিন প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আমরা আছি আপনার পাশে!

12/08/2024

প্রথমে ওরা ফিরে এলো:- তুমি কে আমি কে? বাঙালি, বাঙালি।

তারপর ফিরে এলো:কোটার পক্ষে ছিলাম কিন্তু এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই।

তারপর ফিরে এলো:জায়গায় জায়গায় খবর দে এক দফার কবর দে।

তারপর ফিরে এলো:তোরা যদি রাজাকার হস,আমরা হব গেরিলা।

তারপর ওরা ফিরে এলো:-এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম?

তারপর ওরা ফেরত এলো:-ডাকাত হয়ে...

এরপর আজকে ওরা ফেরত এলো:- হিন্দু হয়ে...

আসলে তারা আমার আপনার পাশেই লুকিয়ে আছে। তারা বিভিন্ন রুপে ষড়যন্ত্র করতে আসবে। আমাদের কাজ তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া।

12/08/2024

আবারো আসিবো ফিরে এই বঙ্গদেশে,
রাতে ডাকাত হয়ে আর দিনে
হিন্দু বেশে।

ছাত্রলীগ!

10/08/2024
07/08/2024

আমরা আর রাস্তায় কোন রাজনৈতিক দলের ব্যানার, পোস্টার দেখতে চাই না। আমারা আমাদের দেশকে পরিচ্ছন্ন দেখতে চাই।

07/08/2024

একি গোয়ালের গরুই যদি আসে তাহলে কেন এত নির্ঘুম রাত কাটালাম আর কেনই বা জীবনের রিস্ক নিয়ে নানান উদ্যোগ নিলাম?

জন্মের পর থেকে দেশের বাজে অবস্থা দেখে এসেছি, আর বিদেশের উন্নত ব্যবস্থা আর সত্যিকারের জনগণের অধিকার কেমন হয় সেটা দেখে দেশের জন্য আফসোস এর শেষ নেই আমার।

আমি মনে প্রাণে চাই দেশটা সঠিক মানুষের হাতে থাকুক, পরিবর্তন হোক, ভালো কিছু হোক।

আমি আমার দেশে আর দুর্নীতি লুটতরাজ অনিয়ম চাই না, সে যেই হোক। আমার বাপ হলেও না।

05/08/2024

সেনাশাসন মানা যাবেনা। দেশের ভবিষ্যত আমাদের সোনার ছেলেদের হাতে সেইফ, আর কারো কাছে না। সরকার গঠনের আগে পর্যন্ত মাঠ ছাড়া যাবেনা। দয়া করে সবাই এই বিষয় গুলো ১ ঘণ্টার মধ্যে ভাইরাল করুণ।
আমরা যারা মাঠে নেই এটা আমাদের দায়িত্ব।

04/08/2024

মাঠে থাকা ছাত্র ছাত্রী ভাই বোনদের প্রতি অনুরোধ আপনারা মাঠে থাকা পু-লিশ, আ-র্মি এদেরকে চে-তা'বেন না, তাদের জি'দ তৈরি হয় এরকম কিছু বলবেনা, যেমন,ভু-য়া,পা -চাটা এধরণের বাক্য ইত্যাদি।
বরং তাদের অনুভূতিতে আ-ঘা-ত দেন, আবেক জাগানো যায় এ ধরনের স্লোগান দেন
যেমন, স্যার আপনার কি ছেলে নেই?, আপনার কি মেয়ে নেই? তাদের কি ভবিষ্যৎ নেই ইত্যাদি। তাদের চেতালে আমাদেরই ক্ষ-তি। যতই ভালো মানুষ হোক রা'গ উঠলে তখন মাথা ঠিক থাকে না।
পোষাকের আড়ালে তারাও মানুষ.... অনুভূতিতে চাপ দিতে পারলে লাভবান হবেন।

04/08/2024

Bangladesh Army.
You will be remembered for the betrayal towards your sons and daughters.

04/08/2024

সকল রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সংগঠনকে ছাত্র-জনতার 'মার্চ টু ঢাকা' কর্মসূচি তে অংশগ্রহণের খোলা আহ্বান জানাচ্ছি।

মুক্তিকামী ছাত্র-জনতার পক্ষে, দেশের জনগণের পক্ষে অবস্থান নিন। সারাদেশ থেকে মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে ঢাকায় আসুন।

আসিফ মাহমুদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ দেশের চার শীর্ষস্থানীয় নেতা গতকালের হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন ! 😭ইন্না...
20/05/2024

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ দেশের চার শীর্ষস্থানীয় নেতা গতকালের হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন ! 😭

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন...
আল্লাহ এই মহান নেতাদের জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন ❤️

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share