12/08/2024
প্রথমে ওরা ফিরে এলো:- তুমি কে আমি কে? বাঙালি, বাঙালি।
তারপর ফিরে এলো:কোটার পক্ষে ছিলাম কিন্তু এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই।
তারপর ফিরে এলো:জায়গায় জায়গায় খবর দে এক দফার কবর দে।
তারপর ফিরে এলো:তোরা যদি রাজাকার হস,আমরা হব গেরিলা।
তারপর ওরা ফিরে এলো:-এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম?
তারপর ওরা ফেরত এলো:-ডাকাত হয়ে...
এরপর আজকে ওরা ফেরত এলো:- হিন্দু হয়ে...
আসলে তারা আমার আপনার পাশেই লুকিয়ে আছে। তারা বিভিন্ন রুপে ষড়যন্ত্র করতে আসবে। আমাদের কাজ তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া।