Decoding AI With Proloy & Abid

Decoding AI With Proloy & Abid Together we decode and demystify complex and latest AI tools for enhancing productivity and growth.

😂😂😂
14/03/2024

😂😂😂

welcome to the new era guys.let's see what happened  in next.
03/02/2024

welcome to the new era guys.

let's see what happened in next.

এবার Chat Gpt নিয়ে এলো নিজস্ব স্টোর।যেখানে আপনিও চাইলে নিজের কাস্টম প্লাগিন/জিপিটি আপলোড করতে পারবেন এবং আর্নি করতে পারব...
11/01/2024

এবার Chat Gpt নিয়ে এলো নিজস্ব স্টোর।

যেখানে আপনিও চাইলে নিজের কাস্টম প্লাগিন/জিপিটি আপলোড করতে পারবেন এবং আর্নি করতে পারবেন।

তারমানে GPT তে শুধু খরচ করবেন তাইই না, এর মাধ্যমে আপনি ইনকামও করতে পারবেন। আর হ্যা এজন্যে আপনার কোন কোডিং স্কিলস দরকার নেই।

তবে এটা আপাতত শুধুমাত্র US বিল্ডারদের জন্যে,যেটা পরবর্তীতে সবার জন্যে উন্মুক্ত করে দেয়া হবে।

সহজে বুঝার জন্যে গুগুলের এডসেন্স প্রোগ্রামকে উদাহারণ হিসেবে নিতে পারেন।

আসলে এভাবেই একটা স্টার্টাপ সাক্সেসফুল হয়।

উদাহারণ হিসেবে ফেসবুক,গুগল বা অন্যান্য সোস্যাল প্লাটফর্ম গুলোর দিকে তাকালেই বুজবেন- এর মাধ্যমে মানুষ যত বেশি বেনিফিটেড হচ্ছে, তাদের ইনকামের সুযোগ হচ্ছে এবং বাড়ছে ঠিক সেই হারে এই স্টার্টাপ গুলোও বড় হচ্ছে।

Best wishes Open Ai

Discover the best ChatGPT GPTs at GPTStore.AI. Enhance your AI assistant capabilities.

What is ChatGPT was invented in the age of Typewriters?
19/12/2023

What is ChatGPT was invented in the age of Typewriters?

The Ghostwriter is a project that invites us to mindfully co-create with the AI through a vintage typewriter's tactile and physical form. https://arvindsanjeev.com/ghostwriter.html

08/12/2023

এবার ফেসবুক নিয়ে এলো নিজস্ব AI Model.
নাম তার Imagine with Meta Ai.

https://imagine.meta.com/

AI এর জগতে মনে হচ্ছে রীতিমতো ঝড় চলছে। সে যাহোক, মার্কেট কভার করার এই প্রতিযোগীতায় কে হারে কে জিতে তা সময় বলে দিবে।

কিন্তু আপনি🫵 রেডিতো?

07/12/2023

Ai ইন্ড্রাস্ট্রিতে গুগুলের নতুন Ai মডেল আসছে নাম Gemini Ai.

ধারণা করা হচ্ছে এটা চ্যাটজিপিটিকে টেক্কা দিতে পারবে।

যদিও গুগুলের নিজস্ব প্রডাক্ট প্রতিবারই
বিফল হয়।😅

এখন দেখা যাক, Bard এর বিফলতার পর Gemini Ai কি Chatgpt এর সাথে টেক্কা দিয়ে মাঠে টিকে থাকতে পারে কিনা।

আরেহ ভাই এ যে চরম লেভেলে গেলো।OpenAI এর ৭০০ কর্মীর মাঝে ৫০০+ কর্মী ওপেন লেটারে সাইন করেছে যেটার মূল ব্যক্তব্য হচ্ছে SAM ...
20/11/2023

আরেহ ভাই এ যে চরম লেভেলে গেলো।

OpenAI এর ৭০০ কর্মীর মাঝে ৫০০+ কর্মী ওপেন লেটারে সাইন করেছে যেটার মূল ব্যক্তব্য হচ্ছে SAM Altman কে পুনরায় তার পদে বহাল করতে হবে এবং বর্তমান বোর্ডকে রিজাইন করতে হবে।

মোদ্দাকথা হচ্ছে, পিছনে গডফাদার হিসেবে মাইক্রোসফট প্লে করছে কিনা কে জানে ;)

মাইক্রোসফট OpenAI এর 49% অংশীদার আবার তারাই Sam কে হায়ার করলো।

এখন কর্মীরা বেগরা দেয়াতে মাইক্রোসফটের প্লান মাঠে মারা পড়লো নাকি প্লান সাক্সেস হলো সেটা জানা যাবে ভবিষ্যতে।

সে পর্যন্ত আপডেট এবং AI সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

Decoding AI With Proloy & Abid পেইজে ফলো দিয়ে রাখুন।

Ai Industry তে একেরপর এক ধামাকা আসছে স্যাম অল্টম্যান OpenAi থেকে বের হওয়ার সাথে সাথে Microsoft তাকে নিজ দলে টেনে নিলো।গু...
20/11/2023

Ai Industry তে একেরপর এক ধামাকা আসছে স্যাম অল্টম্যান OpenAi থেকে বের হওয়ার সাথে সাথে Microsoft তাকে নিজ দলে টেনে নিলো।

গুগলতো আগেই চ্যাটজিপিটির প্যারায় ছিলো,😄
এবার দেখার পালা Microsoft স্যামকে সাথে নিয়ে আবার কি বানায়।😀

Ai Industry আপডেট পেতে ফলো দিয়ে রাখুন।

বিঃদ্রঃ OpenAi তে কিন্তু Microsoft এর ইনভেস্টমেন্ট আছে। তাও আবার 49% শেয়ার। খেলা কোনদিকে হচ্ছে 😀

এটাকেই বলে সত্যিকারের বন্ধুত্ব! এবং আমরা ধারণা করছি, অচিরেই নতুন একটা AI কোম্পানি যাত্রা শুরু করতে যাচ্ছে যেটা হয়তো ওপে...
19/11/2023

এটাকেই বলে সত্যিকারের বন্ধুত্ব! এবং আমরা ধারণা করছি, অচিরেই নতুন একটা AI কোম্পানি যাত্রা শুরু করতে যাচ্ছে যেটা হয়তো ওপেন এআইকেও একসময় চ্যালেঞ্জ করবে৷

SHOCKING NEWS: Sam Altman removed from OpenAI OpenAI's reason: Sam's communication was not always honest or straightforw...
18/11/2023

SHOCKING NEWS: Sam Altman removed from OpenAI

OpenAI's reason: Sam's communication was not always honest or straightforward in his interactions with the board. This lack of transparency affected the board's ability to perform its duties effectively.

©

11/11/2023

প্রযুক্তি বিশ্বে প্রতিদিনই শত শত নতুন এআই টুলস বের হচ্ছে। সংখ্যায় এরা এত বেশী যে এদের ইউজ করা দূরে থাক, এদের সব কয়টাকে ঠিকমতো ট্র্যাক রাখাও সম্ভব না।

তাই এদের ভেতর থেকে বেছে বেছে সেরা কিছু টুলস নিয়েই (প্রতিটা জনরা থেকে) থাকবে আমাদের এই আয়োজন।

যেমন ধরুনঃ

🤖 ইমেজ জেনারেশন নিয়ে টপ ফাইভ টুলস থাকবে।
🤖 ভিডিও ক্রিয়েশন নিয়ে টপ ফাইভ টুলস থাকবে।
🤖 অডিও ক্রিয়েশন নিয়ে টপ ফাইভ টুলস থাকবে।
🤖 টেক্সট জেনারেশন নিয়ে টপ ফাইভ টুলস থাকবে।
🤖 ওয়েব সাইট ক্রিয়েশন নিয়ে টপ ফাইভ টুলস থাকবে।
🤖 মার্কেটিংয়ের জন্য টপ ফাইভ টুলস থাকবে। ইত্যাদি।

উক্ত পডকাস্টে আমার সাথে কো-হোষ্ট হিসেবে থাকবে আমার ছোট ভাই ও টিমমেট ও এক্স-কলিগ আবিদ। মূলতঃ আইডিয়াটা ওর। আমি শুধু ওর প্রস্তাবে সায় দিয়েছি।

আবিদ আর আমি প্রতি সপ্তাহে একটা করে প্রি-রেকর্ডেড এপিসোড আপলোড করবো আমাদের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা দুজন ওয়েব ক্যামেরার সামনে লেটেস্ট ৪-৫ টা এআই টুলস দিয়ে আলোচনা করবো এবং হাতে কলমে দেখাবো কিভাবে উক্ত টুলসগুলো ইউজ করে কন্টেন্ট বানাতে হয়!

এবং সেই কন্টেন্টকে কিভাবে মনিটাইজ করতে হয়।

প্রতিটা এপিসোডের ডিউরেশান থাকবে ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট।

ভিডিওর ডেসক্রিপশনে টুলসসের লিংক দেয়া থাকবে। যেগুলো দিয়ে আপনাদের প্র্রডাকটিভিটি বাড়বে, ক্যারিয়ার এবং/অথবা বিজনেসে গ্রোথ হবে, সর্বোপরি কন্টেন্ট ক্রিয়েশনে হেল্প হবে।

Welcome to 'Decoding AI With Proloy & Abid,' where cutting-edge technology meets insightful discussion. Join your hosts,...
11/11/2023

Welcome to 'Decoding AI With Proloy & Abid,' where cutting-edge technology meets insightful discussion. Join your hosts, Proloy and Abid, as we navigate the ever-evolving landscape of artificial intelligence. With a passion for unraveling the mysteries of AI, Proloy brings his expertise in machine learning, while Abid lends his insights into the world of algorithms and data science.

Together, we decode the latest AI tools, demystify complex concepts, and explore the limitless possibilities that artificial intelligence holds. Whether you're a tech enthusiast, a curious mind, or a seasoned professional, 'Decoding AI' is your go-to podcast for staying informed and inspired in the fast-paced realm of artificial intelligence. Tune in for engaging conversations, expert interviews, and a journey into the heart of the AI revolution with Proloy & Abid!"

Image Created with: DallE-3

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Decoding AI With Proloy & Abid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category