Niqabi Queen

Niqabi Queen স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্যে প্রয়োজন অধ্যাবসায় , অদম্য ইচ্ছাশক্তি, চেষ্টা আর পরিশ্রম।

15/04/2025

~আমি তো চেয়েছিলাম রবের প্রিয়জন হতে,
তাঁর সন্তুষ্টির আলোয় আলোকিত হতে,
কিন্তু নফসের প্রতিটি ধূর্ত আহ্বান,
আমাকে টেনে হিঁচড়ে অন্ধকারে নামায়।💔🥲

আমি তো চেয়েছিলাম তাঁর রহমতের ছায়ায় থাকতে,
কিন্তু আমার হাতেই যেন সে ছায়া ছিন্ন হয়।
প্রতিটি তওবা, প্রতিটি কান্না,
অল্প পরেই ম্লান হয়ে যায় আমারই গাফিলতিতে।

হে মহামহিম! আমি পলাতক এক অপরাধী,
আমি দুর্বল, আমি বিপথগামী,
তবু তুমি ছাড়া আর কে আছে আমার?
তোমার দয়ার দরজা কি এখনো খোলা আছে?
আমি জানি, তা কখনো বন্ধ হয় না...

তাই আমি ফিরে আসছি,
বারবার ফিরছি,
যতবারই অপ্রিয় হই,
ততবারই প্রিয় হওয়ার আকাঙ্ক্ষায় কাঁদি,
তোমার ভালোবাসার দ্বারস্থ হই!🥺🥺

29/09/2024

- ভালোবাসা সুন্দর যদি মা,নু,ষ,টি সঠিক হয়..!❤️🥀

20/09/2024

✨জুম্মার দিনের আমল ✨

১.সূরা কাহাফ পাঠ করা।
[মিশকাত ২১৭৫]

২. বেশি বেশি দুরুদ পাঠ।
[ আবু দাউদ :১০৪৭]

"اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد.ﷺ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।

অর্থ: হে আল্লাহ! আপনি সালাত ও সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মাদের উপর। "

৩. উওম রুপে গোসল,ও উওম পোশাক পরা।
[ আবু দাউদ: ১০৪৩]

৪. বেশি বেশি দোয়া করা।
[ আবু দাউদ : ১০৪৮]
৫. আসর থেকে মাগরীব অব্দি দুয়া করা।
আপনাদের দোয়ায় দেশবাসীকে রাখবেন।আল্লাহ আমাদের সহায় হোন।
জুম্মা মোবারক.✨🖤

19/09/2024

السلام علیکم ورحمتہ اللہ وبرکاتہ

V❥ যখন তুমি দ্বীনের পথে ফিরে আসবে
জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে! ༎༊❞

❥কিছু বন্ধু-বান্ধব, রঙ তামাশা, বিলাসিতা ইত্যাদি! ༎༊❞
❥আর বিশ্বাস করো ঐসব কিছুই তোমার জন্য অকল্যাণকর ছিল যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তোমাকে রক্ষা করেছেন।༎༊❞

❥তুমি কি কৃতজ্ঞ হবে না ?༎༊❞
༎༊এত এত মানুষ থাকতে আল্লাহ তোমার মতো একজন বান্দাকে হেদায়েত দেওয়ার জন্য বেছে নিয়েছেন,༎༊❞

❥এর জন্য বেশি বেশি রবের কাছে শুকরিয়া আদায় করুন?༊❞
الحمدللہ🤎🥀❤️আলহামদুলিল্লাহ

17/09/2024

∙──༅༎﷽༎༅──∙
°♡︎❝ভাগ্যকে গালি দিও না,তুমি ভাগ্যবান বলেই,প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)এর উম্মত❞
°আলহামদুলিল্লাহ°

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ❤️

17/09/2024

ইসলাম ধর্মে পুরুষদের একাধিক বিয়ে করার অনুমতি আছে। কিছু দিন আগে একজন শায়েখের বয়ানে শুনলাম একজন সামর্থ্য বান পুরুষ একাধিক বিয়ে না করলে সেই পুরুষের গুনাহ হবে।
কিন্তু এই সামর্থ্য বান পুরুষ একাধিক বিয়ে না করে একাধিক মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে যাচ্ছে ,অনেক অর্থ সম্পদ নষ্ট করতেছে ,পরিবারের অশান্তি তৈরি করতেছে। এরকম এখন অহরহ হচ্ছে। প্রতিটি গলিতে গলিতে হচ্ছে।

আবার কিছু ছেলে আছে একটাও বিয়ে করার খবর নাই কিন্তু স্বপ্ন দেখে একাধিক বিয়ে করার শুধু তাই নয় তাদের মানসিকতা আরো ভয়াবহ। তাদের মন মানসিকতার ধরন টা দেখেন ,যেমন ধরেন -

১.এক বউ থাকবে নিজের গ্রামের বাড়িতে তার মা বাবার সেবা যত্ন করার জন্য ,
২.নিজের পছন্দের সুন্দরী মেয়ে বিয়ে করবে নিজের সাথে রাখার জন্য ,
৩.ডিভোর্সি মেয়ে বিয়ে করবে অর্থ সম্পদ ওয়ালা যেনো নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করতে প্রতিষ্ঠিত হতে পারে ,
৪.বিধবা অর্থ সম্পদ ওয়ালার অসহায়ত্ব দূর করার বাহানা দেখিয়ে চুপ করে নিজেকে প্রতিষ্ঠিত করার ধান্দায় করে ,,

আবার নবী সুন্নাতের বাহানা দেখিয়ে পারলে আরো দশ টা করে,,এভাবে আমাদের নবী করীম সাঃ কে দুনিয়ার মানুষের কাছে ছোট করা ভয়ানক অন্যয়।

কেন রে ভাই এমন কেন মনমানসিকতা ,,!?
আবার লম্বা লম্বা বয়ান দেয়,,একাধিক বিয়ে করা নবীর সুন্নত। নবীর আরো সুন্নত চোখে পরে না সেগুলো পালন করেন।
আর নবীজির তো সরাসরি আল্লাহ তায়ালার দেয়া নির্দেশে একাধিক বিয়ে করেন ,,একাধিক বিয়ে করার জন্য নবী করীম সাঃ এর অবশ্য যৌক্তিক নির্দিষ্ট কারন ছিল। তার জীবনী পরলেই ভালো ভাবে জানা যায়।

আর আপনাদের একটা পালন করার ক্ষমতাও নাই স্বপ্ন দেখেন ৪ টা বিয়ে করার ,সুযোগ পেলে আরো বেশি করার। বলি আপনাদের এই নির্দেশ কে দিয়ে গেলো,,!!

এই দুই জাতের পুরুষের মধ্যে দুই ধরনের নেশা
১.নারীর নেশা(মারাত্মক গুনাহ)
২.অর্থ সম্পত্তির নেশা (এটা কে সহজ কথায় বলে লোভ)

এখন কথা হলো ,
প্রথমত যে পুরুষ নারীদের পিছনে যেসব অর্থ সম্পদ নষ্ট করতেছে তা দিয়ে দুইটা বউ পালন করতে পারবে। যেহেতু ইসলামে পুরুষের সামর্থ্য অনুযায়ী একাধিক বিয়ে করার অনুমতি আছে এবং একাধিক বিয়ে করার জন্য তাদের কোনো বউয়ের অনুমতির প্রয়োজন নেই।

আর দ্বিতীয়ত আরেকজনের অর্থ সম্পদ দিয়ে নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করে নিজকে প্রতিষ্ঠিত করার লোভে একাধিক বিয়ে করার মতো মনমানসিকতা দূর করে অল্পতে সন্তুষ্ট থেকে একজনকে নিয়ে সুন্দর ভাবে জীবন যাপন কারাই উত্তম।

কথাগুলো বলার জন্য যদি কারোর মনে আঘাত লেগে থাকে তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।

তাছলিমা

15/09/2024

ঈদে মিলাদুন্নবী পালন করা স্পষ্ট "বিদ'আত!"
"প্রত্যেক বিদ'আতই ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণামই জাহান্নাম।"
[মুসলিমঃ২০৪২]

15/09/2024

বৃষ্টিতে ভিজছেন কে কে?
রুকাইয়ার নিয়্যত করে বৃষ্টিতে ভিজবেন তাহলে বদ নজর থেকে হেফাজতে থাকবেন
নিয়তটা এভাবে করলে হবে যে " হে আল্লাহ আপনি আমাকে এই বৃষ্টির উসিলায় আপনার সৃষ্টি জগতের সকল কু'নজর থেকে হেফাজত করুন "আমার পরিবার,আমার ব্যাবসা বানিজ্য, সকল কিছুকে বদ নজর থেকে হেফাজতে রাখুন

15/09/2024

সততা
খুবই দামী একটি উপহার
তা কখনোই "সস্তা' লোকের নিকট থেকে আশা করবেন না ।

14/09/2024

"বিপদে পড়লে মানুষ চেনা যায়" একটি জনপ্রিয় প্রবাদ, যা মানুষের প্রকৃত চরিত্র ও স্বভাব বিপদের সময়ে প্রকাশ পায়, তা বোঝাতে ব্যবহৃত হয়। স্বাভাবিক পরিস্থিতিতে মানুষ তার প্রকৃত চেহারা বা অভ্যন্তরীণ গুণাবলি লুকিয়ে রাখতে পারে, কিন্তু যখন কঠিন সময় বা বিপদ আসে, তখন তারা নিজেদের প্রকৃত অবস্থান, সহানুভূতি এবং নৈতিকতার পরিচয় দেয়।

এই প্রবাদের মূল ধারণা হলো:

1. সত্যিকারের বন্ধুর পরিচয়: বিপদের সময় যারা পাশে থাকে, তারা প্রকৃত বন্ধু। এ সময়ে মানুষ তার বাস্তব সহমর্মিতা ও সাহায্য করার মানসিকতা প্রদর্শন করে।

2. মানুষের চরিত্রের গভীরতা: অনেক মানুষ প্রতিদিনের জীবনে সদাচরণ করলেও, তারা বিপদের মুখোমুখি হলে কেমন আচরণ করবে, সেটিই তাদের আসল চরিত্র নির্ধারণ করে।

এই কারণে কঠিন সময় বা বিপদকে মানুষের নৈতিকতা ও বন্ধুত্বের প্রকৃত পরীক্ষা হিসেবে দেখা হয়।

14/09/2024

যারা বলে ভালোবাসা সুন্দর তারা জীবনে শুধু ঝিরিঝিরি বৃষ্টিতেই ভিজেছে! ☺️🥰
তারা কখনো কাল বৈশাখী ঝড়ের আঘাতে বিধস্ত হয়নি!! 😔😥

13/09/2024

যে মেয়েরা Priority চায়, টাকা আছে কি-না সেটা তওয়াক্কাও করে না, যে মেয়েরা দামী restaurant-এ নয় রাস্তায় বসে থাকা চায়ের দোকানে বা ঝালমুড়িতে খুশি হয়, দামি gift নয় ছোট একটা ফুল পাওয়াতেই খুশি হয়, যে মেয়েরা যত্ন, ভালোবাসা চায় ঠিক সেই মেয়েরাই দিনশেষে হয় মূল্যহীন, যত্ন নামক শব্দ'টার পরিবর্তে হয় অবহেলিত।🖤
...তাছলিমা....

Address

Dhaka
1829

Alerts

Be the first to know and let us send you an email when Niqabi Queen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Niqabi Queen:

Share