17/09/2024
ইসলাম ধর্মে পুরুষদের একাধিক বিয়ে করার অনুমতি আছে। কিছু দিন আগে একজন শায়েখের বয়ানে শুনলাম একজন সামর্থ্য বান পুরুষ একাধিক বিয়ে না করলে সেই পুরুষের গুনাহ হবে।
কিন্তু এই সামর্থ্য বান পুরুষ একাধিক বিয়ে না করে একাধিক মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে যাচ্ছে ,অনেক অর্থ সম্পদ নষ্ট করতেছে ,পরিবারের অশান্তি তৈরি করতেছে। এরকম এখন অহরহ হচ্ছে। প্রতিটি গলিতে গলিতে হচ্ছে।
আবার কিছু ছেলে আছে একটাও বিয়ে করার খবর নাই কিন্তু স্বপ্ন দেখে একাধিক বিয়ে করার শুধু তাই নয় তাদের মানসিকতা আরো ভয়াবহ। তাদের মন মানসিকতার ধরন টা দেখেন ,যেমন ধরেন -
১.এক বউ থাকবে নিজের গ্রামের বাড়িতে তার মা বাবার সেবা যত্ন করার জন্য ,
২.নিজের পছন্দের সুন্দরী মেয়ে বিয়ে করবে নিজের সাথে রাখার জন্য ,
৩.ডিভোর্সি মেয়ে বিয়ে করবে অর্থ সম্পদ ওয়ালা যেনো নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করতে প্রতিষ্ঠিত হতে পারে ,
৪.বিধবা অর্থ সম্পদ ওয়ালার অসহায়ত্ব দূর করার বাহানা দেখিয়ে চুপ করে নিজেকে প্রতিষ্ঠিত করার ধান্দায় করে ,,
আবার নবী সুন্নাতের বাহানা দেখিয়ে পারলে আরো দশ টা করে,,এভাবে আমাদের নবী করীম সাঃ কে দুনিয়ার মানুষের কাছে ছোট করা ভয়ানক অন্যয়।
কেন রে ভাই এমন কেন মনমানসিকতা ,,!?
আবার লম্বা লম্বা বয়ান দেয়,,একাধিক বিয়ে করা নবীর সুন্নত। নবীর আরো সুন্নত চোখে পরে না সেগুলো পালন করেন।
আর নবীজির তো সরাসরি আল্লাহ তায়ালার দেয়া নির্দেশে একাধিক বিয়ে করেন ,,একাধিক বিয়ে করার জন্য নবী করীম সাঃ এর অবশ্য যৌক্তিক নির্দিষ্ট কারন ছিল। তার জীবনী পরলেই ভালো ভাবে জানা যায়।
আর আপনাদের একটা পালন করার ক্ষমতাও নাই স্বপ্ন দেখেন ৪ টা বিয়ে করার ,সুযোগ পেলে আরো বেশি করার। বলি আপনাদের এই নির্দেশ কে দিয়ে গেলো,,!!
এই দুই জাতের পুরুষের মধ্যে দুই ধরনের নেশা
১.নারীর নেশা(মারাত্মক গুনাহ)
২.অর্থ সম্পত্তির নেশা (এটা কে সহজ কথায় বলে লোভ)
এখন কথা হলো ,
প্রথমত যে পুরুষ নারীদের পিছনে যেসব অর্থ সম্পদ নষ্ট করতেছে তা দিয়ে দুইটা বউ পালন করতে পারবে। যেহেতু ইসলামে পুরুষের সামর্থ্য অনুযায়ী একাধিক বিয়ে করার অনুমতি আছে এবং একাধিক বিয়ে করার জন্য তাদের কোনো বউয়ের অনুমতির প্রয়োজন নেই।
আর দ্বিতীয়ত আরেকজনের অর্থ সম্পদ দিয়ে নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করে নিজকে প্রতিষ্ঠিত করার লোভে একাধিক বিয়ে করার মতো মনমানসিকতা দূর করে অল্পতে সন্তুষ্ট থেকে একজনকে নিয়ে সুন্দর ভাবে জীবন যাপন কারাই উত্তম।
কথাগুলো বলার জন্য যদি কারোর মনে আঘাত লেগে থাকে তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।
তাছলিমা