BlacK & WhitE

BlacK & WhitE �গুরুত্ব থেকেতো দূরত্বের সৃষ্টি হয়
�আর দূরত্ব থেকে অনিহা
�আর অনিহা থেকেতো অবহেলা

20/01/2024

✨মামণি✨
তোমার মুখে "ছোট মামা" ডাক
শুনার অনূভুতিটা অন্যরকম।👌
কঠোর মেজাজেও,মামা ডাক শুনে,
মেজাজ শীতল করার মতন।🥰
তুমি মানে মামার কাছে অমূল্য রতন।
🎂 শুভ জন্মদিন কলিজার স্পন্দন 🎂
®🥀~® ♥️ ®~🥀®

👉 BlacK & WhitE ❤️❤️

ছেলেটি জানে না যে নীচে একটি সাপ রয়েছে। মেয়েটিও জানে না যে ছেলেটির পিঠের ওপর একটি পাথর চাপ দিয়ে আছে।মেয়েটি ভাবছে, আমি নীচ...
17/01/2024

ছেলেটি জানে না যে নীচে একটি সাপ রয়েছে।

মেয়েটিও জানে না যে ছেলেটির পিঠের ওপর একটি পাথর চাপ দিয়ে আছে।

মেয়েটি ভাবছে, আমি নীচে পড়ে যাচ্ছি এবং আমি বেয়ে উপরে উঠতে পারব না কারণ সাপটা আমাকে কামড়ে দেবে। কেন সে আরেকটু শক্তি দিয়ে আমাকে টেনে তুলছে না?

ছেলেটি ভাবছে, আমি খুবই ব্যথা অনুভব করছি। তথাপি আমি তাকে আমার সাধ্য মতো টেনে তুলছি। কেন সে নিজে চেষ্টা করে আরেকটু উঠছে না?

শিক্ষাঃ অপরপক্ষ কতোটা চাপে আছে তা আপনি কখনো জানবেন না, এবং আপনি কতোটা চাপে আছেন তা অপরপক্ষও কখনো জানবে না। এটাই জীবন, আপনার কাজ, পরিবার, অনুভূতি, বন্ধু যাই হোক না কেন একে অন্যকে বোঝার চেষ্টা করা উচিত। তাই ভিন্ন ভাবে ভাবতে শিখুন। একে অপরকে বুঝতে চেষ্টা করুন এবং সুসম্পর্ক গড়ে তুলুন।

সকল ভুল বোঝাবুঝির অবসান হোক, সুন্দর হোক সবার জীবন।🙂❤

সংগৃহীত

পুরুষ কখনো নিজের জন্য বাঁচেনা🥺💔👉 BlacK & WhitE 💗💗
11/01/2024

পুরুষ কখনো নিজের জন্য বাঁচেনা🥺💔

👉 BlacK & WhitE 💗💗

08/01/2024

মরে যাওয়ার ৩ বছর পর কর ফাঁকির মামলা থেকে জামিন পেল ম্যারাডোনা 😡💔
It’s looking Argentina Meradonas story🤚💗

" কেউ কথা রাখেনি "—সুনীল গঙ্গোপাধ্যায়কেউ কথা রাখেনি, তেত্রিশ বছরকাটলো, কেউ কথা রাখেনি।ছেলেবেলায় এক বোষ্টুমি তারআগমনী গান...
03/01/2024

" কেউ কথা রাখেনি "
—সুনীল গঙ্গোপাধ্যায়

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর
কাটলো, কেউ কথা রাখেনি।

ছেলেবেলায় এক বোষ্টুমি তার
আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল,
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু
শুনিয়ে যাবে।
তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল
কিন্তু সেই বোষ্টুমী আর এল না
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি।

মামা বাড়ির মাঝি নাদের
আলি বলেছিল,
বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল
দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে!
নাদের আলি, আমি আর কত বড় হবো?
আমার মাথা এই ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর
তুমি আমায় তিনপ্রহরের বিল দেখাবে?

একটাও রয়ালগুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের
গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস-উৎসব
অবিরল রঙ্গের ধারার মধ্যে সুবর্ন
কঙ্কনপরা-পরা ফর্সা রমনীরা কত রকম আমোদে হেসেছে,
আমার দিকে তারা ফিরেও চায়নি!
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন,
দেখিস, একদিন আমরাও....
বাবা এখন অন্ধ, আমাদের
দেখা হয়নি কিছুই
সেই রয়্যালগুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবে না!

বুকের মধ্যে সুগন্ধি রুমাল
রেখে বরুনা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রান নিয়েছি,
দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীলপদ্ম!
তবুও কথা রাখেনি বরুনা,
এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী!

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর
কাটলো, কেউ কথা রাখে না!

👉 BlacK & WhitE 🇧🇩💜

01/01/2024

নতুন বছরের আগমন মানে হলো-
একটা বছরের আরো হায়াত কমে গেলো,
বার্ধক্যের দিকে এবং মৃত্যুর দিকে
আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম😔
BlacK & WhitE

31/12/2023

আমার কাছে ২০২৩ আর ২০২৪ স্পেশাল কোন কিছুই নাই। আমার কাছে সবকিছু সমান👀🇧🇩💙

29/12/2023

খাসির পায়া পরিবেশনা করতে না পারায়
বিয়ে ভাঙলো বর পক্ষ 😡😡

পুলিশ জনগণের বন্ধু ❤️🥰👉 BlacK & WhitE ❤️🇧🇩
26/12/2023

পুলিশ জনগণের বন্ধু ❤️🥰

👉 BlacK & WhitE ❤️🇧🇩

25/12/2023

মনিসা ভাবি,, আপনাকে রুহুল আমিন ভাইসা অনেক বেশি মিস করবেন 🥴🙄

দিন যায় কথা থাকে, প্রিয় কেউ চলে গেলে, বুকের কোনে ব্যাথা থাকে 💔🥺👉 BlacK & WhitE 💜💜
23/12/2023

দিন যায় কথা থাকে,
প্রিয় কেউ চলে গেলে,
বুকের কোনে ব্যাথা থাকে 💔🥺

👉 BlacK & WhitE 💜💜

22/12/2023

বিয়ে করা ফরজ সেটা মানেন
কিন্তু বউকে পর্দায় রাখায় ফরজ
সেটা মানেন না কেন 😡😡

21/12/2023

যদি কাউকে কষ্ট দাও, আর সে যদি চুপ থাকে
তবে তার নীরবতাকে ভয় পাও।
কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন।

হযরত আলী (রাঃ)
👉 BlacK & WhitE ❤️❤️

19/12/2023

খুব সহজে কোন গুরুত্বপূর্ণ কিছু পেয়ে গেলে
মানুষ সেটার মূল্য দিতে ভুলে যায়🔥😔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BlacK & WhitE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share