দৈনিক ঝাল টক মিষ্টি

দৈনিক ঝাল টক মিষ্টি write about problem in all sector.as like as report human,roads,drugs,police,public figer etc.

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধনমোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।। গাজীপুরের চৌরাস্তায় ম...
09/08/2025

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।
গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে উত্তরা প্রেসক্লাব। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উত্তরা পূর্ব থানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, “পুলিশ সংস্কারে আর কত সময় লাগবে? আর কত প্রাণ গেলে এ দেশের পুলিশ ও বিচারব্যবস্থার সংস্কার হবে? ন্যায়বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে?” তারা প্রশাসনের ‘গ্রেফতার নাটক’ বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন, এই বিচার না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না।

এদিন সকাল সাড়ে ১০টায় উত্তরার ঐতিহাসিক বিএনএস সেন্টারের সামনে উত্তরায় বসবাসরত সাংবাদিকদের উদ্যোগে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

উত্তরা প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন—সংগঠনের সভাপতি ও বিজয় টেলিভিশনের সিটি রিপোর্টার আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম, দৈনিক খোলা কাগজের সিটি রিপোর্টার মাহফুজুল আলম খোকন, টাফ রিপোর্টার শিপার মাহমুদ, ভিন্নমাত্রার প্রকাশক মাসুম বিল্লাহ, দৈনিক ইত্তেফাকের উত্তরা প্রতিবেদক মুহাম্মদ জাহাঙ্গীর কবির, এশিয়ান টেলিভিশনের উত্তরা প্রতিবেদক ফরিদ আহমেদ নয়ন, নারী সম্পাদক ও মাই টিভির উত্তরা প্রতিবেদক মাহমুদা আক্তার পুষণ , সিনিয়র সাংবাদিক এস এম মনির হোসেন জীবন, একুশে টেলিভিশনের প্রতিবেদক মো. ইমন, দৈনিক যুগান্তরের পূর্ব থানা প্রতিবেদক এ্যাডভোকেট আরিফ হোসেন চৌধুরী সহ উত্তরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় ৭ জন গ্রেফতারমোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।। গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান...
09/08/2025

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় ৭ জন গ্রেফতার
মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা মামলার প্রধান আসামী সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে জিএমপি বাসন মেট্রো থানা পুলিশ ও র‌্যাব-১ এর যৌথ অভিযান।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কেটু মিজান (ফয়সাল), স্বাধীন, আল আমীন এবং গোলাপি। হত্যাকাণ্ডের সময় ধারণকৃত সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদের সনাক্ত ও আটক করা হয়েছে। পুলিশ জানায়, গোলাপি ওই সন্ত্রাসী নারী, যিনি হামলার মূল কেন্দ্রবিন্দুতে ছিল। এছাড়া কেটু মিজান ও গোলাপি স্বামী-স্ত্রী এবং স্বাধীন ও আল আমীন, সুমন,ফয়সাল, শাহ আলম অন্যান্য সহযোগী আসামি।

মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান শুক্রবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশের একাধিক টিম তদন্তে নিয়োজিত ছিল এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে এই ৫ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং অন্যান্য সহযোগীদের ধরার জন্য চেষ্টা চলছে।”

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ। আমরা ফাঁসির রায় কার্যকর করে এই নির্মম হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধের জন্য শক্তিশালী আইন প্রয়োগের অনুরোধ জানাচ্ছি। অপরদিকে উত্তরায় মানববন্ধন করেছেন উত্তরা প্রেস ক্লাব। উত্তরা প্রেস ক্লাবের সভাপতি এম এ আজাদ বলেন আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মেয়ে নাচানোর প্রতিযোগিতায় নেমেছে হোটেল জাভান কাঠের চশমা পরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।মোঃরফিকুল ইসলাম মিঠু :(গাজীপুর থেকে...
09/08/2025

মেয়ে নাচানোর প্রতিযোগিতায় নেমেছে হোটেল জাভান
কাঠের চশমা পরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মোঃরফিকুল ইসলাম মিঠু :(গাজীপুর থেকে ফিরে)
টঙ্গীতে হোটেল জাভানে শেষ অভিযানটি হয়েছিল ২০২৪ সালের ৪ নভেম্বর।এই অভিযানে নারী-পুরুষদের আটকের পর হোটেলটি সিলগালা করা হয়।এ সময় হোটেলে অভিযান চালিয়ে ৩ হাজার ৪৯৪ ক্যান বিয়ার, ৫৯৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।এই সকল মদের কোন অনুমতি ছিলো না। পতিতাবৃত্তির অপরাধে ২৭ জন নারী, হোটেলটিতে আসা ৩২ জন পুরুষ ও হোটেল পরিচালনায় নিয়োজিত ১৮ জনকে আটক করা হয়েছিলো।অভিযানের কিছুদিন পরে আবার গোপনে চালু হয় হোটেল জাভান।বর্তমানে হোটেলটি স্থানীয় প্রশাসন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কে ম্যানেজ করে অনুমোদনহীন দেশি বিদেশি বিভিন্ন ব্রান্ডের মত বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে।রাত ৮ টার পর থেকেই মাতালদের একটি নিরাপদ স্থান হিসেবে বেশ পরিচিতিও পেয়েছে হোটেলটি।সরেজমিনে গিয়ে দেখা গেছে,লাল নীল আলোক সজ্জিত
মিউজিকের তালে তালে অশ্লীল ভঙ্গিতে নৃত্য করছে মেয়েরা।
নৃত্যের মাঝখানে টাকা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে মাতালরা।একটি কালচার প্রোগ্রামের অনুমতি নিয়ে চলছে অশ্লীল ডান্স।১০ তলা বিশিষ্ট এই হোটেলের সুইমিংপুল থেকে শুরু করে মিনি স্পা,ফ্যামিলি রুম,সুইট রুম সহ ৬৬ টি কক্ষ রয়েছে।যে কেউ চাইলে এই কক্ষ গুলোতে নারীসহ প্রবেশ করতে পারে।পারমিট ছাড়া উঠতি বয়সের ছেলে মেয়ে থেকে শুরু করে সহ ধরনের লোকজন হরহামেশাই প্রবেশ করছে।বিক্রি করা হচ্ছে পার্সেল।এই সকল অনিয়মের বিষয় হোটেল জাভানের মালিক সায়মন বলেন,একদিন আসেন কথা বললো।এই সকল অনিয়মের বিষয়ে গাজীপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল হক মিঠুন বলেন, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।তবে কবে ব্যবস্থা নিবেন তা স্পষ্ট করে জানেন নি।

তুরাগ- উত্তরায় নিরবে চলছে "দখলবাজি চাঁদাবাজী, দলবাজি ও হরিলুটস্টাফ রিপোর্টার :- রাজধানীর অভিজাত এলাকা হলো উত্তরা মডেল টা...
06/08/2025

তুরাগ- উত্তরায় নিরবে চলছে "দখলবাজি চাঁদাবাজী, দলবাজি ও হরিলুট

স্টাফ রিপোর্টার :- রাজধানীর অভিজাত এলাকা হলো উত্তরা মডেল টাউন। সময়ের সাথে পাল্লা দিয়ে তুরাগ, উত্তরাসহ ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় নীরবে দখলবাজি, চাঁদাবাজী, দলবাজি, হরিলুট ও সন্রাসের নগরীতে পরিণত হয়েছে। ছয়টি থানা এলাকা ঘিরে এক শ্রেণির চাঁদাবাজ, ধান্দাবাজ, দলবাজ ও সমাজের একশ্রেণির সুবিধাবাদীরা আস্তানা গড়ে তুলেছে। এছাড়া উত্তরা, বিমানবন্দর ও তুরাগে ছিনতাই, ডাকাতি, মদ, জুয়া, মদের বার, নামমাত্র ক্লাব, অসামাজিক কার্যকলাপ (নারী ব্যবসা), ধর্ষণসহ অপরাধ মূলক কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। খবর আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট সূত্র সহ একাধিক নির্ভরযোগ্য সূত্রের।

সংশ্লিষ্ট ব্যক্তি ও সচেতন মহল মনে করছেন, প্রতিদিন ছয়টি থানা এলাকায় কয়েক কোটি টাকা চাঁদাবাজীর মতো ঘটনা ঘটে থাকে। তাহলে জনমনে প্রশ্ন জাগে, এত টাকা যায় কোথায়? কারা খায় এই বিপুল পরিমান টাকা। কে কত পরিমাণ ভাগ বাটোয়ারার টাকা অংশ পায়, কেবল এটিই এখন দেখার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এসব চাঁদাবাজদের খুঁটির জোর কোথায়! কে তাদের আশ্রয় ও শেল্টার দাতা। সাধারণ মানুষের মনে এমন প্রশ্ন ; তাহলে তাদের আসল গডফাদার কে? কি তার পরিচয়!

আজ বুধবার সকালে তথ্য অনুসন্ধান, সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র, ভুক্তভোগী ও স্হানীয় লোকজনের সঙ্গে আলাপকালে জানা গেছে, উত্তরা বিভাগে চাঁদাবাজী ও দখলবাজীর বড় একটা খাত হলো উত্তরায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠা বিভিন্ন নামসর্বত্র ক্লাব কিংবা মদের বার, ফ্ল্যাট বাসায় জুয়ার স্পট, উত্তরা সোনার গাঁও জনপথ সড়কের ১১, ১৩ নম্বর সেক্টরের কাঁচা বাজার, বিশাল ফার্নিচার মার্কেট, উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস, তুরাগের (ডিয়াবাড়ি) বিআরটিএ অফিস, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ফুটপাত, আব্দুল্লাহপুর মাছের আড়ৎ, কামার পাড়া ও স্লুইস গেইট কাঁচা বাজার, তুরাগের ১২ নং সেক্টর (খালপাড়) রুপায়ন সিটি ও খালপাড় বাজারের সামনের ফুটপাত, সোনার গাঁও জনপদ সড়কের উভয় পাশে সরকারি পরিত্যক্ত রাজউকের জমির ওপর গড়ে উঠা অবৈধ গাড়ির চাকার দোকান পাট, বড় বড় দু'টি ভাঙারির দোকান, উত্তরার কার হাউজ, (গাড়ি বেচাকেনার বিশাল হাট), নার্সারি দোকান, অবৈধ বালুর ট্রাক ষ্ট্যান্ড, সুন্দরবন কুরিয়ার সার্ভিস সংলগ্ন রাজউকের জমির ওপর একাধিক খাবার হোটেল, সেলুন, চা পানের দোকানপাট, চোরাই তেলের দোকান, লেগুনা ও কাভার্ডভ্যান ষ্ট্যান্ড, রেলের জায়গায় উপর অবৈধ দোকানপাটসহ হাউজ বিল্ডিং থেকে খালপাড় হয়ে ডিয়াবাড়ি পর্যন্ত লেগুনাস্ট্যান্ড, কয়েকশ অবৈধ রিকসার গ্যারেজ, গ্যাসের বোতল বিক্রির দোকান, মেট্রোরেল স্টেশনের আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ দোকানপাট, ব্যাটারি চালিত অটোরিকশা, খাবারের দোকান, ট্রাকস্ট্যান্ড, দলিপাড়া পাকার মাথা থেকে শুরু করে বাউনিয়া বটতলা হয়ে ইসিবি পর্যন্ত লেগুনাস্ট্যান্ড, আজমপুর, আব্দুল্লাহ হতে উত্তরখান মাজার, মৈনারটেক, দক্ষিণ খান, আশকোনা পর্যন্ত লেগুনাস্ট্যান্ড গুলো টাকার তোলার মূল উৎস বা খাত। এছাড়া কামারপাড়া, রানাভোলা, নয়ানগর ও মেট্রোরেল এলাকায় অবাদে কয়েক হাজার লেগুনা গাড়ি এবং হাজার হাজার অটোরিকশা মাসিক মাসোহারা (জিপি')র ভিত্তিতে প্রকাশ্যে চলাচল করছে। উত্তরা বিভাগের ট্রাক পুলিশ মাঝ মাঝে লোক দেখানো অভিযান চালায়। তার মধ্যে তুরাগের ধউর, কামারপাড়া, আব্দুল্লাহপুর, হাউজ বিল্ডিং, জসিমউদদীন রোড, ১১, ১২,১৭ ও ১৮ নং সেক্টর, খালপাড়, ডিয়াবাড়ি মেট্রোরেল ও পঞ্চবটী এলাকা বিশেষ ভাবে উল্লেখযোগ্য।

সংশ্লিষ্ট এলাকাবাসী, গোয়েন্দা সূত্র ও সচেতন মহলের অভিযোগ, অভিজাত উত্তরায় কমহলেও অন্তত ৮/১০টি মদের বার ও শীষার বার রয়েছে। সাবেক মহানগর উত্তর যুবলীগের প্রভাবশালী এক নেতা, আওয়ামী লীগের কতিপয় নেতা, কতিপয় সিনিয়র সাংবাদিক, শিল্পপতি, কোটিপতি ব্যবসায়ী এই অবৈধ ব্যবসার সাথে জড়িত। এসব বারে, ফ্ল্যাট ও ক্লাবে দিবারাত্রি জুয়ার আসর বসে। তার মধ্যে উত্তরা ১৩ নং সেক্টর অবস্থিত রয়্যাল ক্লাব, বাংলাদেশ ক্লাব, এভিয়েশন ক্লাব, উত্তরা ক্লাব, অসংখ্য নামি-দামি রেষ্টুরেন্ট অ্যান্ড বারসহ রাতভর জুয়ার আসর চলার অভিযোগ পাওয়া গেছে। এসব জায়গায় নামি-দামি কল গার্ল, সুন্দরী তরুণী, নৃত্য শিল্পী, সমাজের উচ্চবিত্ত জুয়াড়ি, শিল্পপতি ও কোটিপতি ব্যক্তিরা নিয়মিতভাবে ভিড় জমান এবং মোটা অঙ্কের টাকার বাজি ধরা হয়। ক্লাব গুলোকে ঘিরে প্রায় সময় বহিরাগতদের আনাগোনা লক্ষ্য করা গেছে, যা এলাকার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

স্থানীয় প্রশাসন এ বিষয়ে অবগত থাকলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি ও সুশীল সমাজ।
এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অপরদিকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)'র পরিত্যক্ত খালি জায়গা গুলোতে হাজার হাজার অবৈধ স্হাপনা বসতি রাতারাতি গড়ে উঠেছে। এসব খাত থেকে রাজউক, সিটি কর্পোরেশন, স্হানীয় পুলিশ প্রশাসন, বিআরটির কর্মকর্তা, পাসপোর্ট অফিসকে ঘিরে এক শ্রেণির দালাল চক্রের বিশাল সিন্ডিকেট রয়েছে। তারা অবৈধ ভাবে কৌশলে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে লাখ লাখ টাকা উপার্জন করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করে জানিয়েছে।

একাধিক নির্ভরশীল সুত্র জানান, উত্তরা বিভাগের ৬টি থানা উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব, উত্তর খান,
দক্ষিণখান, বিমানবন্দর ও তুরাগ থানা এলাকায় সরকার দলীয় পরিচয়ে এক শ্রেণির চাঁদাবাজদের ঘাটীতে পরিণত হয়েছে। উত্তরা ১৬ নং সেক্টরস্হ তুরাগ থানা মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর প্রায় ৩ বিঘা সরকারি পরিত্যক্ত জমি কৌশলে জবরদখল করে সেখানে অবৈধ ভাবে বিশাল একটি বালুর ট্রাক স্ট্যান্ড গড়ে তুলেছে স্হানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক মহল। এই ট্রাক স্ট্যান্ড প্রায় ৬০/৬৫ টি ট্রাক রয়েছে। এছাড়া খালপাড় পুরাতন ট্রাক স্ট্যান্ডে ২০/২৫ ট্রাক রয়েছে। কোন্দল ও মানাবিধ সমস্যার কারণে আজ উত্তরা ট্রাক স্ট্যান্ডে দুই ভাগে বিভক্ত । একটি গ্রুপ হল বরিশাল গ্রুপ, অপরটি স্হানীয় গ্রুপ। তবে, বরিশাল গ্রুপে ট্রাকের সংখ্যা তুলনামূলক বেশি। তাই তাদের শক্তি ও বেশি।

বালু ব্যবসায়ীরা জানান, পেশীশক্তি আর ক্ষমতার বলে ট্রাক স্ট্যান্ডের সভাপতি হলেন মো: মনছুর নামে এক শ্রমিক দলের নেতা। তিনি উত্তরা পশ্চিম থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি দাবিদার । মুনছুর ও তার সাঙ্গপাঙ্গ এবং সহকর্মীরা দখলে নেতৃত্ব দিচেছ ট্রাকস্ট্যান্ড। এছাড়া মঞ্জু খা, রবিউল ইসলাম শুক্কুর, শ্রমিক ইউনিয়নর সাধারণ সম্পাদক মো: রানা ও শেখ লেবু গংরা। এই প্রভাবশালী চক্রটি প্রতিটি ট্রাক থেকে মাসিক ২/৩ হাজার টাকা করে চাঁদা উত্তোলন করছেন বলে অভিযোগ রয়েছে। অথচ এই বিশাল জমির মালিক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

তুরাগের ডিয়াবাড়ি ও স্হানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ইতিপূর্বে এই ট্রাক স্ট্যান্ডটি ১২ নং সেক্টর খালপাড় সোনারগাঁও জনপথ সড়ক রুপায়ন সিটির সামনে ছিল। দলীয় ও ব্যবসায়ী কোন্দলের কারণে আজ ট্রাকস্ট্যান্ড দু'ভাগে বিভক্ত। এখানকার অধিকাংশ ট্রাকের মালিক হলো বরিশাল গ্রুপের ।
এই ট্রাক স্ট্যান্ড হওয়ার পর থেকে বেপরোয়া গতিতে রাস্তায় গাড়ি চলাচল করতে দেখা যায়। অনেক সময় সড়কে মারাত্বক দুর্ঘটনাসহ হতাহতের ঘটনা ও ঘটে।

উত্তরা পশ্চিম থানা পুলিশ বলছে, গত ১৮ এপ্রিল, ২০২৫ দুপুরে উত্তরার ৫ নং সেক্টর ৬ /এ নং সড়কের ১৩ নং বাড়ি বায়োটেক কর্পোরেশন নামের একটি মেডিকেটেড কসমেটিকস প্রতিষ্ঠানে গিয়ে সমন্বয়ক’ পরিচয়ে প্রায় ১০ কোটি টাকা চাঁদার দাবিতে ভাঙচুর-লুটপাট এবং অপহরণের ঘটনা ঘটে। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রিয়াজুল ইসলামকে উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

পুলিশ আরো জানান, আটককৃতরা হলো- কাজী জোবায়ের ও আবির হাসান। ইতিপূর্বে কাজী জোবায়ের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দু'জনসহ ১১ জনের নাম উল্লেখ এবং ২ থেকে ৩ জনকে অজ্ঞাত নামা আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ২০২৫ ইং দুপুরে ও বিকেলে উত্তরা ১০ নং সেক্টর সংলগ্ন স্লুইচ গেট এলাকার ফলের আড়ৎ হতে বিএনপি’র বহিঃস্কৃত নেতা চাঁদাবাজ মিলনসহ ৬ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর তুরাগ- উত্তরার (দিয়াবাড়ি আর্মি ক্যাম্প)'র সেনা সদস্যরা।

আটককৃত ব্যক্তিরা হলো মোঃ মিলন, মোঃ সেলিম রানা, মোঃ সাইদুল ইসলাম, মোঃ কাজিম উদ্দিন ও
মোঃ আব্দুর রহিম মান্নান। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে উত্তরা পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এছাড়া গত ৪ আগষ্ট ২০২৫ ইং তারিখ দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মাসুদ রানা (৩৫)কে আটক করে। এসময় তার নিকট থেকে চাঁদা আদায়ের (দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার মূলে জব্দ করা হয়।

সূত্র জানিয়েছে, গত (৩ আগস্ট,২০২৫) দিবাগত রাতে তিন যুবককে ব্যক্তিগত টর্চার সেলে বন্দী করে নির্যাতন চালিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করেন এই শীর্ষ সন্ত্রাসী। ইতিপূর্বে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক চাঁদাবাজ মিলন, মাসুদ রানা ও তার সহযোগীদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম, তুরাগ ও খিলক্ষেত থানাসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি-সন্ত্রাসী এবং রাজনৈতিক মামলা রয়েছে।

06/08/2025

আমার মা অসুস্থ। সকলের কাছে দোয়া চাই।

আশুলিয়ায়  অভিনব কায়দায় দেহ ব্যাবসা, নারীসহ আটক ১২মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।। ঢাকার আশুলিয়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে...
06/08/2025

আশুলিয়ায় অভিনব কায়দায় দেহ ব্যাবসা, নারীসহ আটক ১২
মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।
ঢাকার আশুলিয়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ৷
মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সি থেকে তাদের আটক করা হয়।
আটকরা নিয়মিত ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতো।
আটকরা হলেন- শিল্পী (২৬), বিথী (২০), মৌ (২০), ইভা (২৫), মিম (২২) ও মিষ্টি (২৭), ইছহাক হক (৩৮), আব্দুর রশিদ (৪৫), প্রসেনসিৎ (২৪), আনিস ব্যাপারী (৫০), সুজন শেখ (৩৯), আনোয়ার হোসেন (৩৪)।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত ৬জন নারী ও ৬জন পুরুষসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, বাসাবাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জন নারীসহ ১২ জনকে আটক করে থানায় আনা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ (বুধবার) তাদের আদালতে পাঠানো হবে।

ওমান প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহতওমান প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহতনোয়াখালীর বেগমগঞ্জে মর্মান...
06/08/2025

ওমান প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত

ওমান প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত
নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। আজ (বুধবার) ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তারা সবাই ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন। ঢাকা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, একটি প্রাইভেটকার ও হাইস মাইক্রোবাসে করে ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন কয়েকজন। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে। সে সময় লোকজন কিছু বুঝে উঠতে পারেননি। পরে আলো দেখে আশপাশের মানুষ এগিয়ে এসে মরদেহ উদ্ধারে সহায়তা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত দুটি মরদেহ পেয়েছি। ধারণা করা হচ্ছে তারা ঘটনাস্থলেই মারা গেছেন। বাকিদের মরদেহও আসছে, বিস্তারিত পরে বলা যাবে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান ঢাকা পোস্টকে, রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়িটি খাল থেকে তোলা হয়েছে। ঘটনাস্থলে আর কোনো মরদেহ নেই। ওমান প্রবাসী বেঁচে আছেন। নিহতদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে।

তিন যুবককে আটকে রেখে নির্যাতন: স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তারমোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।  তিন যুবককে টর্চার সেলে আটকে ...
05/08/2025

তিন যুবককে আটকে রেখে নির্যাতন: স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

তিন যুবককে টর্চার সেলে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাঁর কাছ থেকে মুক্তিপণের টাকা ও ইয়াবা জব্দ করা হয়।
রূপগঞ্জের পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত রোববার রাতে তিন যুবককে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এক টর্চার সেলে আটকে রেখে নির্যাতন করে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ (৩৫)। নির্যাতনের শিকার তিন যুবকের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় গতকাল সোমবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে সেনাবাহিনী তাঁর কাছ থেকে মুক্তিপণের ২ লাখ ৩০ হাজার টাকা ও পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থার জন্য মাসুদকে খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক পূর্বাচল আর্মি ক্যাম্পের এক সেনা কর্মকর্তা বলেন, ভুক্তভোগী তিন যুবককে সারা রাত টর্চার সেলে আটকে রেখে ২ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায় করেন মাসুদ। পরদিন সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর তাঁরা পূর্বাচল আর্মি ক্যাম্পে অভিযোগ দিলে অভিযান চালানো হয়।
তিনি বলেন ইতিপূর্বে মাসুমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ছিল। ওই মামলায় তিনি জামিন পেয়ে পুনরায় একই কাজে লিপ্ত হয়।

https://www.facebook.com/share/p/1BtADX7sdW/
04/08/2025

https://www.facebook.com/share/p/1BtADX7sdW/

সুখবর!
এখন থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা – প্রাইমারি পিসিআই (Primary PCI) সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে!

সরকারি অর্থে রিং বসানোসহ সমস্ত খরচ কভার করা হচ্ছে।
👉 যারা হার্ট অ্যাটাক (Acute STEMI) করেন, তাদের ১২ ঘন্টার মধ্যে ক্যাথ ল্যাবে এনে ব্লক খুলে দেওয়া হয় — জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি এটি।

এটি শুধু কার্ডিওলজিতে নয়, বাংলাদেশের স্বাস্থ্যখাতেও এক বিপ্লবী পরিবর্তন।

🫀 সঠিক সময়ে চিকিৎসা না পেলে অনেকেই প্রাণ হারান বা জটিলতায় ভোগেন। তাই এই বার্তাটি যত বেশি সম্ভব মানুষকে পৌঁছে দিন।
💰 এই চিকিৎসা প্রাইভেটে করতে গেলে যেখানে ২-৪ লাখ টাকা লাগে, সেখানে এখানে সবকিছুই ফ্রি!

📌 হেলথ অ্যালার্ট: হার্ট অ্যাটাক হলে ১২ ঘন্টার মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছান।

✍️ কৃতজ্ঞতা: ডা. মারুফ রায়হান খান
৩৯তম বিসিএস, হৃদরোগ বিশেষজ্ঞ

Address

Uttara Dhaka
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক ঝাল টক মিষ্টি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক ঝাল টক মিষ্টি:

Share