亗Danger King"

亗Danger King" DANGER KING�

জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত ...
30/04/2024

জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয়, মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।

সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন। তখন বুঝতে পরবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে, কত ভয়ের কারণ হয়ে উঠে, কত আতঙ্কের কারণ হয়ে যায়।

সুযোগ পেলে মৃত ব্যাক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নিবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব-প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারন করে।

সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন- খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা।

জীবনে সুযোগ পেলে মাঝেমধ্যে কবরস্থানে গিয়ে নিরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাবে এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন? কাদের রেখে গেছেন? যাদের রেখে গেছেন তারা কি কখনও এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে?

আমাদের সবার শরীরেই কমবেশী রক্তকণা আছে। একথা চিরসত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরে খুবই গুরুত্ব বহন করে। অথচ আমাদের শরীর থেকে কোন রক্তকণা বেরিয়ে গেলে সেটির যেমন কোন গুরুত্ব থাকে না তদ্রুপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরেরও অন্যের কাছে কোন মূল্য থাকে না।

আমাদের জীবনটা বড় বৈচিত্রময়। বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই, কত ভালবাসা দেখাই। এ আমার ছেলে তো সে আমার মেয়ে, এ আমার ভাই তো সে আমার বোন। অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোড়জোড় শুরু করে কিভাবে মৃতকে দাফন করা যায়! কত দ্রুত মৃতকে কবরস্থ করা যায়! সেই চিন্তায় সবাই তটস্থ থাকে।

আমাদের জীবনটা আসলেই সাময়িক। এই সাময়িক জীবনটা মাত্র চল্লিশ-পঞ্চাশ-ষাট অথবা বড়জোর সত্তর বছরের সমষ্টি। অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অঢেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকি।

এই পৃথিবীতে যার অঢেল সম্পদ আছে সে আরো সম্পদ চায়। যার সম্পদ নেই সে সম্পদ নেই ভেবে সর্বদা দুশ্চিন্তায় সময় কাটায়। আমাদের ১০% মানুষ ব্যতীত ৯০% মানুষেরই ধান্ধা ইহকাল আগে এবং পরকাল পরে। সম্পদ আগ

30/04/2024

কি অ'দ্ভুত জীবন তোমার নারী!
এক সংসারে জন্ম নিয়ে টানো
অন্য সংসারের ঘানি,
সেই ঘানি টানার জন্যও আবার-
তোমার পিতা-মাতাকে দিতে হয়
পণ নামের বি'ষা'ক্ত আহুতির খনি।

কি অ'দ্ভুত জীবন তোমার নারী!
জীবনের অর্ধেক সময় তোমার কা'টে এক সংসারে
আর অর্ধেক কাটে আরেক সংসারে
কারো কারো তো শেষ আশ্রয় হয়
বৃদ্ধাশ্রম কিংবা রাস্তাঘাটে,
নি'ষ্ঠু'র এই জগৎ সংসারে।

কি অ'দ্ভুত জীবন তোমার নারী!
তুমি ভালো কাজ করলেও ঘুমটার আড়ালে
তোমার মুখ ডেকে রাখতে হয়
অথচ পুরুষদের বেলায় দেখো
কত পুরুষ হাজার অ'পকর্ম করেও
মুখ না লুকিয়ে হামেশায় বুক ফুলিয়ে রয়।

কি অ'দ্ভুত জীবন তোমার নারী!
জীবনের অর্ধেক সময় চলে যায় বাবা-মা, ভাই-বোনদের বুঝতে, বাকি অর্ধেকটা চলে যায়
শ্বশুর-শ্বাশুড়ি, দেবর-ননদকে বুঝতে
নিজেকে বোঝার সময় তুমি পাও না।
এমন করে চলতে চলতেই তোমার ডাক আসে শেষ ঠিকানার।

কি অ'দ্ভুত জীবন তোমার নারী!
তুমি সবার জন্য ভেবে মরলেও
তোমার জন্য প্রকৃতপক্ষে কেউ, ভাবারই থাকে না
তাই তো পান থেকে চুন খসলেই
তোমার দিকে অভিযোগের আঙ্গুল তুলতে
কারো দ্বিতীয়বার ভাবতে হয় না।

কি অ'দ্ভুত জীবন তোমার নারী!
সমাজের যত তু'চ্ছতাচ্ছিল্য সব
তোমার ভাগ্যেই জোটে
অথচ সেই তুমি বিনা যে
স্রষ্টার সৃষ্টি যাবে
একেবারে টুটে।

কি অ'দ্ভুত জীবন তোমার নারী!
সারাটি জীবন কে'টে যায়
তোমার অন্যদের জন্য
অথচ শেষ যাত্রায় কিন্তু কেউই কারো
সঙ্গে যাওয়ার জন্য
মোটেও হয়না গণ্য।

M1 Ki Panel use'ar🤔 Apnar ki Mone hoi😮‍💨 commant a bolen👇
29/04/2024

M1 Ki Panel use'ar🤔 Apnar ki Mone hoi😮‍💨 commant a bolen👇

31/01/2024

গেমিং ভিডিও কার কার ভালো লাগে?

25/01/2024

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when 亗Danger King" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share