OMOR FARUK

OMOR FARUK Digital Marketing Specialist । Property Business । https://farukomor.com

হাসিনা আর আমি জন্মদিনের দিক থেকে পিঠাপিঠি
28/09/2024

হাসিনা আর আমি জন্মদিনের দিক থেকে পিঠাপিঠি

ওমর ফারুক একজন বহুমুখী প্রতিভাধর পেশাজীবী, যিনি গার্মেন্টস অ্যাক্সেসরিজ, ডিজিটাল মার্কেটিং এবং ভূমি উন্নয়নে দক্ষতা অর্জ...
27/09/2024

ওমর ফারুক একজন বহুমুখী প্রতিভাধর পেশাজীবী, যিনি গার্মেন্টস অ্যাক্সেসরিজ, ডিজিটাল মার্কেটিং এবং ভূমি উন্নয়নে দক্ষতা অর্জন করেছেন। তিনি H&N Accessories এবং H N Sourcing-এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যেখানে তিনি সোর্সিং, ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি কন্ট্রোল, ডেলিভারি এবং বাণিজ্যিক ডকুমেন্টেশন পরিচালনা করেন। তার দক্ষতার জন্য তিনি Walmart, Okaidi, Tarasima Apparels, Remi Holdings, Odintex AB-এর মতো বিখ্যাত ব্র্যান্ডের সাথে কাজ করেছেন।

ডিজিটাল মার্কেটিংয়ে, ওমর ফারুকের বিশেষ দক্ষতা রয়েছে, বিশেষ করে মেটা মার্কেটিং, গুগল অ্যাডস, ইউটিউব এসইও এবং এসইও-র বিভিন্ন দিক যেমন লোকাল, টেকনিক্যাল, অন-পেজ এবং অফ-পেজ অপ্টিমাইজেশনে। তিনি OMA Great Builders এর প্রতিষ্ঠাতা হিসেবে ভূমি উন্নয়নেও সক্রিয়, যেখানে তিনি ফ্ল্যাট কেনার জন্য সাশ্রয়ী মূল্যে জমির শেয়ার অফার করছেন।

প্যাসিভ ইনকামের সুযোগ তৈরি করার লক্ষ্যে, ওমর ফারুক Faruktion Group-এর অধীনে Faruktion Assets প্রতিষ্ঠা করেছেন, যা মধ্যবিত্তদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করে। এই উদ্যোগের মাধ্যমে মানুষ ধীরে ধীরে বিনিয়োগ করতে পারে এবং সময়ের সাথে সাথে নিয়মিত মুনাফা পেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ওমর ফারুক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নিবেদিত।

This content & image are generated with AI

18/06/2024
09/04/2024

একটি শূন্যতার তিন বছর

পরিক্ষার পর সাধারণত অনেকে টেনশন করে রেজাল্ট কেমন হয় এই নিয়ে; আমার এসএসসি পরিক্ষার পর আমি জিজ্ঞেস করলাম আম্মাকে, আপনার কোন টেনশন হয় না? আম্মা বলল; কীসের টেনশন? এখন টেনশন করে কোন লাভ আছে? আর তাছাড়া তুই ফেল করবি না, এটা আমি নিশ্চিত।
কীভাবে নিশ্চিত হল জিজ্ঞেস করলাম। বলল, আমি বুঝি।
আমাকে এই রকমভাবে বুঝতো আমার আম্মা। আমি যা করতে চেয়েছি, আমাকে তাই করতে দিয়েছেন, নয়তো বলেছেন এটা করলে কীভাবে আমি ধরা খাবো।
কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা না রাখতে বলতেন আমাকে। তাহলে সব সময় মাথা উঁচু করে চলতে পারবা। তোমার সামর্থ্যের উপর বিশ্বাস রাখবা।
এগুলো নিজের জীবনে করে এসেছেন, আমাদের ভাইদেরকেও বলতেন।
এমন মহীয়সী নারী তারিখের হিসাবে তিন বছর আগে আজকের দিনে ইহধাম ত্যাগ করেন।

তারপর থেকে একটা শূন্যতা বহন করে চলছি।

আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন।

26/12/2023

Enjoyable experience at Nijhum Dwip.
Aah sounds good on a boat trip

26/11/2023

তিতার নদীর পাড়ে

কাশবনের রাজ্যে কাশফুলের সাথে কিছুক্ষণ।আমি মূলত কাশফুলের ছবি তুলেছি এই জন্য যে, যারা প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে মারাত্মক ম...
12/10/2023

কাশবনের রাজ্যে কাশফুলের সাথে কিছুক্ষণ।

আমি মূলত কাশফুলের ছবি তুলেছি এই জন্য যে, যারা প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে মারাত্মক মারাত্মক ছবি তুলে জাত উঠেছে মনে করছে, তাদের জাত নিচে নামানোর জন্য।
আমার পর্যায়ে "ওদেরকেও" নামায়া আনলাম আরকি!

কাশফুল দেখতে সুন্দর, কিন্তু তার রাজ্যে স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা থাকতে পারে। বাতাসে নাকে মুখে ঢুকে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে।

সরকার 375 CC পর্যন্ত মোটরসাইকেল রেজিষ্ট্রেশনের সিদ্ধান্ত নিয়েছে।CC বেশি হলে রেজিষ্ট্রেশন ফিও বেশি হয়। এতটাকা দিয়ে আমি রে...
11/10/2023

সরকার 375 CC পর্যন্ত মোটরসাইকেল রেজিষ্ট্রেশনের সিদ্ধান্ত নিয়েছে।
CC বেশি হলে রেজিষ্ট্রেশন ফিও বেশি হয়। এতটাকা দিয়ে আমি রেজিষ্ট্রেশন না করে বরং যেখানে লাভ হবে বেশি, সেখানে বিনিয়োগ করবো।

এইখানে গেলে আপনি বেশি লাভ সম্পর্কে জানতে পারবেন। এইটা আমার নিজের-ই। দেখতে পারেন। কিছু জানতে ম্যাসেজ করবেন।

https://omagreatbuilders.com/shopnochura/

বাঙালীদের দুইটা জন্মদিন থাকে। তবে ইতিহাসের অংশ কেবল কয়েকজনই হয়। তারমধ্যে যেমন আছে খালেদা জিয়া, তদ্রুপ আপনাদের ভাই, এস কে...
03/10/2023

বাঙালীদের দুইটা জন্মদিন থাকে। তবে ইতিহাসের অংশ কেবল কয়েকজনই হয়। তারমধ্যে যেমন আছে খালেদা জিয়া, তদ্রুপ আপনাদের ভাই, এস কে জাফরীও আছে।
আমার আজকে বেসরকারি জন্মদিন। আমারও বয়স হয়ে যাচ্ছে, বয়স বাড়ার সাথে সাথে আমি মুত্যুর কাছাকাছি চলে আসতেছি।
এত এত দুঃখের আলাপের মাঝেও পিএম স্যারকে কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। তিনি দয়া করে আমাদের বয়স বাড়ার কথা জানিয়ে দিচ্ছেন এবং বলছেন অচিরেই মৃত্যু বরণ করতে হবে।

দোয়া করি, পিএম স্যার যেন আজীবন বেঁচে থাকেন।

24/09/2023

শনিবার একটা পাঞ্জাবি পরলাম, যেভাবেই হোক, পাঞ্জাবির পিছনে একটু ছিঁড়া ছিল। ঐটা পরেই অফিস করলাম। রবিবার মানে আজকে ছিঁড়া জামা পরেই বসুন্ধরা শপিং মলে গিয়েছি। এমনকি সন্ধ্যায় শ্বশুরবাড়ীও গেলাম। তেমন কোন সমস্যাই মনে হয় নি। মান ইজ্জত চলে যাবে, এমন কোন ভয়ও আসেনি। দিব্যি চলে গেছে।
এমনকি আগামীকাল একজনের জন্য বিবাহের মার্কেটও করতে যাবো। দোয়া করবেন মান ইজ্জত যেন থাকে!😜

25/08/2023

Alhamdulillah, my daughter was born today at 8.40 AM. Please pray for the baby's mother, the baby and me. thank you

Date:
7 Safar 1445
১০ ভাদ্র ১৪৩০
25 August 2023

২০০৯ সালে তোলা।কয়েক বন্ধু ল্যাপটপে কাজ করছিলুম। তখনই হঠাত ছবিটা তুললেন একজন। কোন ধরণের 'পোজ' ও পরিকল্পনা ছাড়া। ছবিটা উঠা...
29/07/2023

২০০৯ সালে তোলা।
কয়েক বন্ধু ল্যাপটপে কাজ করছিলুম। তখনই হঠাত ছবিটা তুললেন একজন। কোন ধরণের 'পোজ' ও পরিকল্পনা ছাড়া। ছবিটা উঠানোর পরে মনে হল, নাহ ;- আমি দেখতে খারাপ না।
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

ছবিটার পিছনে একটি গল্প আছে;
বিখ্যাত চিত্রশিল্পী __ দ্য ভিঞ্চির মোনালিসা যেমন কোন প্লান ছাড়া আকা হয়েছিল। কিন্তু সেটাই সবচেয়ে মুগ্ধতা ছড়ায়। আজ পর্যন্ত না ভিঞ্চি, না অন্য কেউ, কেউ মোনালিসার হাসির রহস্য ভেদ করতে পারেনি।
তেমনি আমি কোন দিকে কীসের জন্য তাকিয়ে আছি, সেটা না আমি বের করতে পেরেছি, না যারা ইতোপূর্বে ছবিটি দেখেছে তারা বের করতে পেরেছে।
মোনালিসার সাথে এখানেই আমার সম্পর্ক, __ দ্য ভিঞ্চির সাথে আমার বন্ধুটির সম্পর্ক একটি সৃষ্টিশীল কাজের জন্য। ( ছবিটি আসলে কে তুলেছে, সেটা আজও অজানা। থাকনা কিছু মানুষ মহান সৃষ্টিশীলতার অন্তরালে।)
নিজের ছবিই নিজের কাছে শতাব্দীর সেরা মনে হচ্ছে।
ছবিটির অরিজিন কপি হারিয়ে গেছে, এটি সেই ছবিরই মোবাইল ভার্সন।

30.07.2015

Address

3/3/15, Fatima Monjil, Bashbari, Chandmiya Housing, Mohammadpur, Dhaka-1207
Dhaka
1207

Telephone

+8801676929890

Website

https://farukomor.com/

Alerts

Be the first to know and let us send you an email when OMOR FARUK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OMOR FARUK:

Share