Rainbow 2.0-রংধনু

Rainbow 2.0-রংধনু A small effort to keep everyone happy with beautiful stories that are full of entertainment and information. I am kawsar Ahmed my home town singra.
(6)

I also want to give away small entertainment-based content.

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত কে অপরাধী সিনেমায় সালমান শাহ্, শাবনূর ও দিলদার । উল্লেখ্য ঢাকাই চলচ্চিত্রের ‘হাসির রাজা’খ্যাত অভ...
13/07/2025

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত কে অপরাধী সিনেমায় সালমান শাহ্, শাবনূর ও দিলদার । উল্লেখ্য ঢাকাই চলচ্চিত্রের ‘হাসির রাজা’খ্যাত অভিনেতা দিলদারের ২২তম মৃত্যুবার্ষিকী তেরই জুলাই অর্থাৎ আজ । ২০০৩ সালের এই দিনে ৫৮ বছর বয়সে তিনি জীবনের মায়া কাটিয়ে চিরদিনের মতো পৃথিবী ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রোকেয়া বেগম এবং মাসুমা আক্তার ও জিনিয়া আফরোজ নামে দুই কন্যাসন্তান রেখে গেছেন। ১৯৭২ সালে ‘কেন এমন হয়’ নামের সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন দিলদার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দুর্দান্ত অভিনয় দিয়ে হয়ে ওঠেন দর্শকপ্রিয় অভিনেতা। দিলদারের তুমুল জনপ্রিয়তা দেখে তাকে নায়ক করে নির্মাণ করা হয়েছিল ‘আব্দুল্লাহ’ সিনেমা। এটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এতে দিলদারের নায়িকা ছিলেন নূতন। চলচ্চিত্রে সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়ে গেছেন- ‘বেদের মেয়ে জোসনা’, ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘কন্যাদান’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘শুধু তুমি’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘অজান্তে’, ‘প্রিয়জন’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘নাচনেওয়ালী’সহ আরও অনেক জনপ্রিয় সিনেমা। দিলদার সেরা কৌতুক অভিনেতা হিসেবে ২০০৩ সালে ‘তুমি শুধু আমার’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন। আমার সবচেয়ে প্রিয় কৌতুক অভিনেতা দিলদারকে আল্লাহ তায়ালা যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এই সেই চিত্রনায়ক মান্না সাহেব অভিনীত * আম্মাজান  * চলচ্চিত্রের নবাব জ্যাকি আলমগীর ।    আম্মাজান সিনেমার সেই নবাব চরিত্রে...
13/07/2025

এই সেই চিত্রনায়ক মান্না সাহেব অভিনীত * আম্মাজান * চলচ্চিত্রের নবাব জ্যাকি আলমগীর ।
আম্মাজান সিনেমার সেই নবাব চরিত্রের কথা কি আপনার মনে আছে? নিশ্চয়ই জ্যাকি আলমগীর সাহেবের এই হাসিটিই মনে করিয়ে দেয় আম্মাজান সিনেমার কথা কিংবা মহা নায়ক মান্না সাহেবের কথা ।
জ্যাকি আলমগীর সাহেব ১৯৫৪ সালে ৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন । বর্তমানে তার বয়স ৭১ বছর । তিনি অভিনয়ে যাত্রা শুরু করেন ১৯৮২ সাল থেকে ২০২৫ এখনো তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন । সেই সুত্র ধরে তার চলচ্চিত্রে অভিনয়ের ক্যারিয়ার ৪৩ বছর । এছাড়াও তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছে ।
আমি সব সময় আল্লাহতালার কাছে জ্যাকি আলমগীর সাহেবের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি ।

বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম সাহেব যেখানে ঘুমিয়ে আছেন । ১৯৯৮ সালে অর্থাৎ ২৭ বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান শক...
13/07/2025

বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম সাহেব যেখানে ঘুমিয়ে আছেন । ১৯৯৮ সালে অর্থাৎ ২৭ বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান শক্তিমান চিত্রনায়ক জসিম সাহেব। ঢাকা বনানীর ক/বর/স্থানেই সমাহিত করা হয়েছেন আমাদের প্রিয় এই নায়ককে ।
বিনম্র শ্রদ্ধা বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় চিত্রনায়ক জসিম সাহেব ।এবং সকলের কাছে জসিম সাহেবের জন্য দোয়া প্রার্থনা করছি ।

আপনার কাছে বেস্ট মনে হয় কোনটা শাকিব খান অভিনীত কিছু স্মরণীয় চরিত্র, যা তার দীর্ঘ ক্যারিয়ারে মাইলফলক হয়ে আছে। শুরু থেকে ২...
13/07/2025

আপনার কাছে বেস্ট মনে হয় কোনটা
শাকিব খান অভিনীত কিছু স্মরণীয় চরিত্র, যা তার দীর্ঘ ক্যারিয়ারে মাইলফলক হয়ে আছে। শুরু থেকে ২০১০ পর্যন্ত জনপ্রিয় সব চলচ্চিত্রের চরিত্র—যেগুলোর মাধ্যমে শাকিব খান ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

শাকিব খানের ফ্যানদের জন্য একধরনের নস্টালজিয়ার টান—যেখানে আমরা তার ক্যারিয়ারের সোনালি সময়ের চিত্র দেখতে পাই।

আমার দুঃখ আছে কিন্তু কষ্ট নাই... কি সংলাপ ছিলো... মনে আছে কি মাত্র ৪৭ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যাওয়া বাংলা চলচ্চিত্রের জ...
13/07/2025

আমার দুঃখ আছে কিন্তু কষ্ট নাই... কি সংলাপ ছিলো...
মনে আছে কি মাত্র ৪৭ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যাওয়া বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা নাসির খান সাহেবের কথা ?
১৭ ই সেপ্টেম্বর ১৯৫৯ সালে জন্ম নেয়া এই গুণী অভিনেতা ১২ ই জানুয়ারি ২০০৭ সালে পৃথিবী ত্যাগ করেন । চলচ্চিত্রের অভিনয় জীবনে প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করে গেছেন । আল্লাহতালা এই গুণী অভিনেতাকে সর্বোচ্চ জান্নাত প্রধান করুক... আমিন ।
এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এই গুণী অভিনেতাকে। ভালো থাকবেন ওপারে ।

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের বিয়ের ছবি ও দুই সন্তান -স্ত্রী সহ অসাধারণ মুহূর্ত । ২৪ ডিসেম্ব...
13/07/2025

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের বিয়ের ছবি ও দুই সন্তান -স্ত্রী সহ অসাধারণ মুহূর্ত ।
২৪ ডিসেম্বর ১৯৫৬ সালে জন্ম নেয়া জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের বর্তমান বয়স ৬৯ বছর ।
১৯৭৭ সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে আসা এই জনপ্রিয় নায়ক ক্যারিয়ারে প্রায় ৩০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন ।
১৯৭৯ সালে জাহানারা কাঞ্চনকে তিনি বিয়ে করেন। ১৯৮৩ সালে তাকে ঘরে তুলে নেন। সুন্দর ও সুখী দম্পতির তার স্ত্রী ১৯৯৩ সালের ২২ অক্টোবর বান্দরবানে ইলিয়াস কাঞ্চন সাহেবের চলচ্চিত্রের দৃশ্যায়ন দেখতে যাওয়ার পথে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে সড়ক দু/র্ঘটনায় পৃথিবীর মায়া ত্যাগ করেন।তাদের দুই সন্তান । এক পুত্র এক মেয়ে। ছেলের নাম মীরাজুল মঈন ও মেয়ের নাম ইশরাত জাহান ইমা।
বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের দুটি সুন্দর মুহূর্তের ছবি নিয়ে আপনার অনুভূতি কি ?
আল্লাহতালা ইলিয়াস কাঞ্চন সাহেবকে সব সময় সুস্থ রাখুক ভালো রাখুক... আমিন ।

I've just reached 15K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
13/07/2025

I've just reached 15K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

🎬  #প্রবীর_মিত্র: বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি অভিনেতা🌹🌹বাংলাদেশের চলচ্চিত্র জগতে প্রবীর মিত্র এক উজ্জ্বল নাম। ছয় দশক...
13/07/2025

🎬 #প্রবীর_মিত্র: বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি অভিনেতা🌹🌹

বাংলাদেশের চলচ্চিত্র জগতে প্রবীর মিত্র এক উজ্জ্বল নাম। ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাঁর অতুলনীয় অভিনয় প্রতিভা দিয়ে। নায়ক থেকে শুরু করে পার্শ্বচরিত্র, এমনকি খলচরিত্রেও তিনি ছিলেন সমান দক্ষ ও জনপ্রিয়। তাঁর অভিনয়জীবন শুধু একটানা দীর্ঘই নয়, তা ছিল গুণে-মানেও অতুলনীয়।

🧒 শৈশব ও শিক্ষাঃ প্রবীর মিত্রের জন্ম ১৯৪১ সালের ১৮ আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের চাঁদপুর বা কুমিল্লার চান্দিনায়। তিনি ঢাকার পোগোস স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীতে সেন্ট গ্রেগরিজ ও জগন্নাথ কলেজ থেকে উচ্চশিক্ষা অর্জন করেন। শিক্ষাজীবনেই নাটকের প্রতি তাঁর গভীর আগ্রহ গড়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে প্রহরী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তাঁর মঞ্চযাত্রা।

🎭 অভিনয়জীবনের শুরুঃ পুরনো ঢাকার লালকুঠি থিয়েটার থেকে অভিনয় জীবন শুরু করেন প্রবীর মিত্র। ১৯৬৯ সালে পরিচালক এইচ আকবরের জলছবি সিনেমায় প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেন, যা মুক্তি পায় ১৯৭১ সালে। এই সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার প্রবীর মিত্রের অনবদ্য অভিনয়শৈলীর সাক্ষাৎ পান।

🌟 দীর্ঘ ক্যারিয়ার ও উল্লেখযোগ্য সিনেমাঃ প্রবীর মিত্র প্রায় ৪০০-র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ছিলেন এমন একজন শিল্পী যিনি একইসঙ্গে নায়ক, খলনায়ক ও পার্শ্বচরিত্রে সমান দক্ষতায় অভিনয় করেছেন। তাঁর কিছু স্মরণীয় চলচ্চিত্র হলো:

তিতাস একটি নদীর নাম (১৯৭৩)

নবাব সিরাজউদ্দৌলা (১৯৮৯)

বড় ভালো লোক ছিল (১৯৮২)

অ্যামার প্রাণের প্রিয়া (২০০৯)

কুসুম কুসুম প্রেম (২০১১)

🏆 পুরস্কার ও সম্মাননাঃ প্রবীর মিত্র তার অসামান্য অভিনয় প্রতিভার জন্য বহু সম্মানে ভূষিত হয়েছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো: জাতীয় চলচ্চিত্র পুরস্কার – শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (১৯৮২, বড় ভালো লোক ছিল)

বাচসাস পুরস্কার – পার্শ্ব চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য দুইবার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা – ২০১৮ সালে

🕌 ব্যক্তিগত জীবনঃ ১৯৭২ সালে বিয়ের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

🎬 প্রবীর মিত্র: ছয় দশকের চলচ্চিত্র ইতিহাস যার নামেই লেখা ✨🎭 বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের অবদান কখনো মুছে যাওয়ার নয়। ঠিক তেমনই একজন কিংবদন্তি — প্রবীর মিত্র।
তাঁর অভিনয় মানেই ছিল এক অন্যরকম অনুভব। নায়ক, খলনায়ক, কিংবা পার্শ্বচরিত্র — যেকোনো রূপেই তিনি ছিলেন পরিপূর্ণ ও প্রভাবশালী।

🧒 জন্ম, শৈশব ও পড়াশোনা
১৮ আগস্ট ১৯৪১ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের চান্দিনা, কুমিল্লায় জন্ম গ্রহণ করেন প্রবীর মিত্র। ঢাকার পোগোস স্কুলে পড়ালেখা করেন এবং সেন্ট গ্রেগরিজ ও জগন্নাথ কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন। ছাত্র
জীবনে নাট্যচর্চার শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে প্রহরী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।

🎭 রূপালি পর্দায় আগমন
লালকুঠি থিয়েটার থেকে মঞ্চাভিনয়ের শুরু হলেও চলচ্চিত্রে যাত্রা শুরু ১৯৬৯ সালে, এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে।
১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির মাধ্যমে দর্শক প্রথম পরিচিত হন তাঁর পরিণত, অনুভবনির্ভর অভিনয়শৈলীর সঙ্গে।

🌟 ৬০ বছরের ক্যারিয়ার, ৪০০+ সিনেমা!
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে সক্রিয় থেকে এত গুণগত অভিনয় করার নজির বিরল।
তিনি নায়ক হিসেবেও সফল ছিলেন, খলনায়ক হিসেবেও প্রশংসিত, আর পার্শ্বচরিত্রে ছিলেন অনন্য।

🎞️ উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রঃ
তিতাস একটি নদীর নাম (১৯৭৩)

বড় ভালো লোক ছিল (১৯৮২)

নবাব সিরাজউদ্দৌলা (১৯৮৯)

আমার প্রাণের প্রিয়া (২০০৯)

কুসুম কুসুম প্রেম (২০১১)

🏆 সম্মাননা ও অর্জন
🎖️ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৮২) — শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র (বড় ভালো লোক ছিল)

🏅 বাচসাস পুরস্কার — একাধিকবার

🌟 জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা – ২০১৮

🕌 ব্যক্তিগত জীবনের পেছনের গল্প
১৯৭২ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম নেন হাসান ইমাম। তাঁর স্ত্রী অজন্তা মিত্র ২০০০ সালে মারা যান। চার সন্তানের মধ্যে একজন ২০১২ সালে মারা যান, যা প্রবীর মিত্রের জীবনে গভীর শোকের ছায়া ফেলে।

🕊️ বিদায় কিংবদন্তি…
২০২৫ সালের ৫ জানুয়ারি, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে প্রবীর মিত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গন হারায় এক অনন্য রত্নকে। আজিমপুর কবরস্থানে জানাজা শেষে তাঁকে সমাহিত করা হয়।

#প্রবীর_মিত্র #প্রবীর_মিত্র_চলচ্চিত্র #প্রবীর_মিত্র_মৃত্যু #বাংলাসিনেমা #বাংলাদেশের_গর্ব

প্রবলেম কিছু নাই এত এনগেজমেন্ট এবং ভিউ নিয়েও যদি মনিটাইজেশন না পাই তাইলে কি করবো
12/07/2025

প্রবলেম কিছু নাই এত এনগেজমেন্ট এবং ভিউ নিয়েও যদি মনিটাইজেশন না পাই তাইলে কি করবো

স্মৃতির পাতায় বাংলা চলচ্চিত্রের তৎকালীন সময়ের সবচেয়ে স্টাইলিশ চিত্রনায়ক জাফর ইকবাল সাহেব,স্ত্রী সোনিয়া জাফর , ছেলে ও ফটো...
12/07/2025

স্মৃতির পাতায় বাংলা চলচ্চিত্রের তৎকালীন সময়ের সবচেয়ে স্টাইলিশ চিত্রনায়ক জাফর ইকবাল সাহেব,স্ত্রী সোনিয়া জাফর , ছেলে ও ফটোগ্রাফার সৌখিন সাহেব ।

ছবি: হিলস্টোন লাইব্রেরি

বেঁ/চে নেই জনপ্রিয় কৌতুক অভিনেতা বাপ্পু......১০ বছর আগে অনেকটা নীরবেই তিনি চলে গেছেন। যার কারনে হয়তো অনেকের জানাই নেই যে...
12/07/2025

বেঁ/চে নেই জনপ্রিয় কৌতুক অভিনেতা বাপ্পু......
১০ বছর আগে অনেকটা নীরবেই তিনি চলে গেছেন। যার কারনে হয়তো অনেকের জানাই নেই যে তিনি আর নেই....
পাপ্পু নামটা বর্তমান প্রজন্মের কাছে কৌতুক অভিনেতা হিসেবে খুবই অপরিচিত হয়তো। কিন্তু তিনি একসময় নাটক এবং চলচ্চিত্রে জনপ্রিয় একজন কৌতুক অভিনেতা ছিলেন । ২৯ জুন ২০১৫ সালে অর্থাৎ আজ থেকে ১০ বছর আগে তিনি মাত্র ৪৭ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন ।
বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান "শুভেচ্ছা " ও মোল্লা সল্ট লবনের বিজ্ঞাপনের মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেন ।
শ্রদ্ধা ভরে স্বরণ করার পাশাপাশি আমি পাপ্পু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি ।

আহারে এমন সিনেমা কি আর বাংলা চলচ্চিত্রে নির্মাণ হবে? একই সাথে এক সিনেমাতে কিংবদন্তী অভিনেত্রী রোজী আফসারী,বুলবুল আহমেদ, ...
12/07/2025

আহারে এমন সিনেমা কি আর বাংলা চলচ্চিত্রে নির্মাণ হবে? একই সাথে এক সিনেমাতে কিংবদন্তী অভিনেত্রী রোজী আফসারী,বুলবুল আহমেদ, আলী রাজ ও সালমান শাহ। একজন ছাড়া তিনজনই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন । সবই স্মৃতি আর ইতিহাস ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rainbow 2.0-রংধনু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share