16/08/2025
এই যে আমি আপনাদেরকে চিল্লায়া চিল্লায়া বলি যে সবার স্কিনকে এক না প্রত্যেকটা মানুষভেদে একেকজনের স্কিন একেকরকম আপনারা তো বিশ্বাস করতে চান না…. ভাবেন যে যা মাইখা আমার স্কিন ভালো হয়ছে ওইটা আপনাদের বলতে চাই না……
শুধুমাত্র মানুষভেদে স্কিন আলাদা এটাও না আপনার নিজের স্কিন আপনার বয়স, ওয়েদার এমনকি কেয়ার করার ওয়ে ভেদেও আলাদা……… আমি আপনাদের সাথে আমার স্কিনের একটা রিসেন্ট ঘটনা শেয়ার করি……
আমার স্কিন অয়েলি অনেক আর নিজের একটা ভুলের কারণে বছর চারেক আগে থেকে অনেক বেশি সেনসিটিভ হয়ে গেসে। আমি ময়েশ্চারাইজার চুজের ক্ষেত্রে খুব সতর্ক থাকি...... ছবিতে যেই ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা আমাকে খুব ভালো স্যুট করছে। এখন এই ময়েশ্চারাইজারটার আবার দুইটা ধরন আছে ...... ১টা হচ্ছে ময়েস্ট ক্রিম যেটাতে ১০ ধরনের হায়ালুরোনিক অ্যাসিড আছে আরেকটা জেল ক্রিম যেটাতে আছে ৫ ধরনের। এখন ময়েস্ট ক্রিমটা নরমালি একটু হেভি যার কারনে এবারের সামার শুরু হওয়ার আগে ভাবলাম যে জেল ক্রিমটা একটু লাইট হবে এটা নেই তাহলে আর এত গরম লাগবে না মনে হয়।
কিন্তু ভাই বিশ্বাস করেন এই ময়েশ্চারাইজারটা আমি ৫ মাস আমার স্কিনে স্যুট করানোর ট্রাই করছি বাট না আমার স্কিন এটা কোনোভাবেই এক্সেপ্ট করে নাই। স্কিনে প্রচুর গুড়ি গুড়ি বাম্পস হয়ছে আর এগুলো মনের ভুলে খুটাখুটি করার কারণে স্কিনে দাগ হয়ে গেসে।
৫ মাস পর যখন আর পারিনাই তখন এই ক্রিমটা অনেকটুকু থাকার পরেও আমি আমার আগের ক্রিমে ব্যাক করছি......
এবার তাহলে একবার ভাবেন আমার নিজের স্কিন বুঝতে আমার এখনো কত টাইম লাগতেছে সেইখানে আমি কীভাবে আপনাদেরকে এক বাক্যে একটা সাজেশন দিয়ে দেই?
এখন অনেকেই বলতে পারেন তাহলে এত এত skincare enthuasist রা যে ভিডিও বানায় বা পোস্ট করে তারা কি ভুল? না তারা ভুল না তারাও এমন অনেক রিসার্চ করে টেস্ট ট্রায়াল করে তারপর বলে … তাদের কাছ থেকে আপ্নারা ইউনিভার্সল একটা সাজেশন নিতে পারেন… বাট আপনার স্কিনকে আপনার নিজেরই বুঝতে হবে সবচেয়ে বেশি…… এখন কারো সাজেশনে প্রোডাক্ট দিলেন কিন্তু আপনার স্কিনে তা স্যুট করলো না মানে যে সে খারাপ সাজেশন দিছে বা প্রোডাক্ট ভুল এমন না ……
অনেক লম্বা একটা পোস্ট দিলাম পড়ে থাকলে ভালো ধন্যবাদ…… আবার এত বড় পোস্ট না দিয়েও উপায় ছিলো না ……
Moisturiser from Chardike.com - চারদিকে