
04/07/2025
আপনারা যারা আমাকে শুরু থেকে পেইজে ফলো করেন অনেকেই জানেন যে এই পেইজটা কিংবা এই পেইজে আমি যা যা পোস্ট করি তা নিতান্তই শখের বসে করি। আমার কখনোই উদ্দেশ্য ছিল না এই পেইজকে কমার্শিয়ালি নিয়ে যাওয়ার। উল্টা-পাল্টা ভিডিও দিয়ে, লক্ষ লক্ষ ফলোয়ার যোগার করে আমি কখনোই আমার এই ভালোবাসার জায়গাকে নষ্ট করতে চাই নাই। এখনো আপনারা খেয়াল করলে দেখবেন আমি দুইদিন পোস্ট করি ২০দিন হাওয়া থাকি। জাস্ট বিকজ আমার মন চাইনাই কিছু পোস্ট করি আবার যখন মন চাই তখন ঠিকই দেই।
তারপরও আমার এই ছোট্ট জার্ণিতে আমি এমন অনেক আপুদের ভালোবাসা পেয়েছি যারা নিজ ইচ্ছায় আমাকে প্রোডাক্ট পাঠিয়েছে। আমিও তাদেরকে আমার সর্বোচ্চ দিয়ে ছবি/ভিডিও/লাইভ করে দিয়েছি। তবে হ্যাঁ সবাইকে একটা কথাই বলেছি যে আমাকে আমার মতো সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। মাশা আল্লাহ আমার আপুরাও এই ব্যাপারে আমাকে খুব সাহায্য করেছে।
আজকের এই এত লম্বা স্ট্যাটাস দেয়ার মানে হচ্ছে সবাইকে এটাই জানানো যে আমি এখনো কাজ করছি, ভালোবেসে-শখেই করছি। আমি যেহেতু খুব কমার্শিয়াল না তাই আমার চার্জ বা পেমেন্ট খুবই কম। তবে এটা খুব করে বলতে পারি যে খুব যত্ন সহকারে কাজ করব। কারণ এটা আপনার কাজের থেকে আমার শখের কাজ বেশি।
পরলেন পুরা স্ট্যাটাসটা? ধন্যবাদ……… ভালোবাসা অবিরাম আপনাদের জন্য