বায়না

বায়না _কল্পনার কল্পলোকে কল্পিত কল্পনারা সব কাল্পনিক! 🖤💫

23/06/2025

💦:হতাশা, শূন্যতা, বাস্তবতা, ছটফট করা মস্তিষ্ক ভীষণ ক্লান্ত..!! 🙂

05/12/2024

অভিশাপ দিলাম, যদি পূনর্জন্ম বলে কিছু থাকে সে জন্মে তুমি আমি হয়ে জন্মাও!😊💔

05/12/2024

একজন দুনিয়া থেকে চলে যাওয়া ব্যক্তির প্রোফাইল ঘুরলাম প্রায় ত্রিশ মিনিট যাবত। লোকটা বেশ হাসিখুশিই ছিলো দেখলাম। কিন্তু শেষ দু-মাসের একটিভিটিস খুবই হতাশা জনক ছিলো। অস্তিত্ব ফোরাবার আগে ভিতরে ভিতরে ফুরিয়ে যাচ্ছিলো একটা লোক। অথচ কেউ টেরই পেলোনা, হাসিমুখে সবাই দেখে গেলো অথচ হাসির আড়ালের নিরবতা কারোই নজর কাড়লো না।

17/11/2024

কোথায় যেনো একটা লেখা পড়েছিলাম। লেখাটা কেনো জানি মাথা থেকে সরাতে পারিনা দীর্ঘ একটা সময় যাবত। "তোমাকে একজন পেয়েছে মানে, আরেকজন কি বিভৎস ভাবেই না তোমাকে হারিয়েছে।"

লেখাটা খুব ছোট, কিন্তু পৃথিবী সমান বিশাল কথাটার গভীরতা। কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর, কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে; অপেক্ষা করে যাচ্ছে।

অথচ অন্য কেউ কোনো অপেক্ষা ছাড়া, সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেলো। সে জানেও না সে যাকে নিজের করে পেলো, তাকে পেতে একজন কতশত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মত তার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলো।

কথায় - Ashraf Ahmed Taqdeer

06/09/2024

হিরো আলম ও মাহফুজুর রহমানকে নজরদারি তে রাখুন।

এরা আবার নতুন জাতীয় সংগীত লিখা শুরু করে দিতে পারে!

30/08/2024

মায়া সত্যিই খুব ভয়ঙ্কর 😊💔

আমার নাক ফুল টা বিক্রি করে আমার কা!ফনের কাপড় কিনে দিও!🙃বিদ্ধাশ্রম থেকে এক মায়ের চিঠি.!🙂💔
11/06/2024

আমার নাক ফুল টা বিক্রি করে আমার কা!ফনের কাপড় কিনে দিও!🙃
বিদ্ধাশ্রম থেকে এক মায়ের চিঠি.!🙂💔

30/03/2024
30/03/2024

ধর্ম যার যার উৎসব সবার, হলে আসেন একসাথে সেহরি তে কালা ভুনা খাই!🙂

30/03/2024

বাড়ীর পাশেই পারিবারিক ক'ব'রস্থান!

- রোজ দুপুরে 'পাঁচ' আর 'তিন' বছরের দুই বোন-ঐ ক'ব'রের কাছে গিয়ে বলে "আম্মু শুনো, আমরা গোসল করে ঠিকমতো ভাত খেয়েছি!😢💔

- সংগ্রহ

26/03/2024

বৌকে আরবী শিখান, ঝগড়া লাগলে দুজনেই আরবীতে ঝগড়া করবেন। প্রতিবেশী ভাববে দোয়া চলতেছে

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when বায়না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share