মাকতাবাতুল আকসা -Maktabatul Aqsa

মাকতাবাতুল আকসা -Maktabatul Aqsa বই হোক হৃদয়ের বিশুদ্ধতম খোরাক

09/10/2025

#বিয়েরউপহার খুঁজছেন? শাশুড়ি-বউমার বন্ধন বইটি হতে পারে নতুন পরিবারের শ্রেষ্ঠ উপহার। নতুন বধূর আদর্শ গাইডলাইন।

▪প্রত্যেক শাশুড়ি ও পুত্রবধূর যে বইটি পড়া আবশ্যক!▪ পুত্রবধূর সাথে কীভাবে চলাফেরা করবেন শাশুড়ি?▪️শশুর-শাশুড়ির সাথে কেমন আচ...
08/10/2025

▪প্রত্যেক শাশুড়ি ও পুত্রবধূর যে বইটি পড়া আবশ্যক!
▪ পুত্রবধূর সাথে কীভাবে চলাফেরা করবেন শাশুড়ি?
▪️শশুর-শাশুড়ির সাথে কেমন আচরণ করবে পুত্রবধূ?
▪️বউয়ের সাথে মা-বাবার বিরোধ হলে কোন পক্ষে যাবে ছেলে? চোখ বন্ধ করে মা-বাবার পক্ষে যাবে, নাকি বউয়ের পক্ষ নিবে?
▪ শাশুড়ি-বউমার মাঝে কি এমন বন্ধন হওয়া সম্ভব যা অটুট থাকবে কবরে, হাশরে, পুলসিরাতে এবং দুজনকে নিয়ে যাবে জান্নাতে?

যারা বউ হবেন, যারা বিয়ে করবেন, যারা পুত্রবধূর অপেক্ষায় আছেন, যারা পুত্রবধূর সাথে আছেন, আদর্শ মুসলিম পরিবারে শশুর-শাশুড়ির সাথে পুত্রবধূর সম্পর্ক কেমন হবে, তা নিয়ে যারা ভাবছেন, তাদের সবার জন্য বইটি আদর্শ গাইডলাইন হবে।

কারণ, 'শাশুড়ি-বউমার বন্ধন' বইটিতে পরিবারে বিদ্যমান সমস্যা ও সংকট চিহ্নিত করে কুরআন ও হাদিসের দিকনির্দেশনার আলোকে কার্যকরী সমাধান ও শিক্ষা উল্লেখ করা হয়েছে।

তাই আশা করা যায়, পারিবারিক বন্ধন অটুট রাখতে এবং শ্বশুর-শাশুড়ির সাথে পুত্রবধূর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বইটি।

বই: শাশুড়ি-বউমার বন্ধন
লেখকঃ শাহাদাত হুসাইন
প্রকাশনিঃ মাকতাবাতুল আকসা
ধরণঃ হার্ডকভার।
পৃষ্ঠাঃ ৩৩৬
যোগাযোগঃ 01690-036188

▪️শাশুড়ি-বউমার ধৈর্যধারণের ক্ষমতা অর্জনমানুষ জন্ম থেকে সব গুণে গুনান্বিত হয় না। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী তাকে নানান গু...
03/10/2025

▪️শাশুড়ি-বউমার ধৈর্যধারণের ক্ষমতা অর্জন

মানুষ জন্ম থেকে সব গুণে গুনান্বিত হয় না। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী তাকে নানান গুণ অর্জন করতে হয়। ছেল বিয়ে করানো অবধি শাশুড়ি ঘরের এমন সব মানুষের সাথে চলাফেরা করে, যারা তার মানসিকতা জানে। তার সাথে ওঠাবসা করে। তার ছেলে-মেয়েরা তাকে বুঝে। সে অনুযায়ী তারা কাজ করে। পুত্রবধূর আচার ব্যবহার হয় ভিন্ন৷ পুত্রবধূ এসে সাথে সাথে শাশুড়ির মানসিকতা বুঝে চলাফেরা করা সম্ভব নয়।

তাই শাশুড়ির ধৈর্য গুণ অর্জন করা। যাতে পুত্রবধূর ভুলগুলো শাশুড়ি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পারে। প্রথম থেকে অধৈর্য হয়ে, বিরক্তি নিয়ে, ত্যক্ত হয়ে ছেলের বউকে গ্রহণ করতে না হয়। যে শাশুড়ি পুত্রবধূর আচরণে ধৈর্য ধরার চেষ্টা করে, আল্লাহ তায়ালা তাকে ধৈর্য ধারণের ক্ষমতা প্রদান করেন।

পুত্রবধূ বড় হয় এক পরিবেশে। বিয়ের পর আসে নতুন পরিবেশে। নতুন পরিবেশে শশুর-শাশুড়ির নিয়ম-কানুন ও সবার মনমানসিকতা বুঝতে ধৈর্যগুণ প্রয়োজন। শশুর-শাশুড়ি কেমন, তারা কী পছন্দ করেন, কখন কী করতে হবে ইত্যাদি। ভুল হলে শশুর-শাশুড়ি শুধরে দিলে বিরক্ত না হয়ে ধৈর্যসহকারে শোনা এবং মানা। ভবিষ্যতে সেভাবে চলার চেষ্টা করা। যতবার শশুর বাড়ির লোকজন শুধরে দেবে, ততবার ঠিক করে নেওয়া। ভুলের পুনরাবৃত্তি না করা। পুত্রবধূ যদি ধৈর্য ধরার চেষ্টা করে, তবে আল্লাহ তায়ালা তাকে ধৈর্যধারণের ক্ষমতা প্রদান করেন।

আবু সায়িদ সাদ ইবনে মালিক ইবনে সিনান খুদরি রা. বলেন, রাসূল সা. বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করার চেষ্টা করবে, আল্লাহ তায়ালা তাকে ধৈর্য ধারণের ক্ষমতা প্রদান করবেন। আর কোনো ব্যক্তিকে এমন কোনো দান দেওয়া হয়নি, যা ধৈর্য অপেক্ষা উত্তম ও বিস্তর হতে পারে।

সহিহ বুখারি, হা. ১৪৬৯; সহিহ মুসলিম : হা. ১০৫৩; সুনানে তিরমিযি : হা. ২০২৪।

বইঃ শাশুড়ি-বউমার বন্ধন
লেখকঃ শাহাদাত হুসাইন
প্রকাশনিঃ মাকতাবাতুল আকসা
পৃষ্ঠাঃ ৩৩৬
মূদ্রিত মূল্যঃ ৬৬০
বইয়ের ধরণঃ হার্ডকভার
যোগাযোগঃ 01690-036188

বাবা-মা ও স্ত্রীর সুন্দর সহাবস্থানে সন্তানদের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। সুখ অনুভব হয়। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ...
24/09/2025

বাবা-মা ও স্ত্রীর সুন্দর সহাবস্থানে সন্তানদের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। সুখ অনুভব হয়। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সেই সুখ ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার ও সেই সুখ ধরে রাখার সামান্য প্রচেষ্টার নাম 'শাশুড়ি-বউমার বন্ধন'।

মানুষের জীবন ক্ষণস্থায়ী। সেই ক্ষণস্থায়ী জীবনের একটি ক্ষুদ্র অংশ হলো সংসার। ভিন্ন ভিন্ন পরিবেশে বেড়ে উঠা সংসারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হলেন শশুর, শাশুড়ি আর পুত্রবধূ। ভিন্ন পরিবেশে বড় হওয়ার কারণে তাদের মতামত, রুচিবোধ ও আচার-আচরণে প্রতিনিয়ত ভিন্নতা পরিলক্ষিত হয়। ভিন্ন ভিন্ন মতের মানুষগুলোকে একটি পবিত্র বন্ধনে আবদ্ধ রাখতে ইসলাম ধর্মের জুড়ি নেই।

মানুষের মানবিক সকল দোষত্রুটি একপাশে রেখে ও উপেক্ষা করে কেবল ভালো গুণের প্রতি লক্ষ রেখে ও ভালোগুণ ধারন করে এগিয়ে যাওয়ার প্রেরণা ও নির্দেশনা খুঁজে পাওয়া যায় পবিত্র কুরআন ও হাদিসের পরতে পরতে।

ব্যক্তি ও পরিবারের সমস্যা ও সংকটগুলো খুঁজে বের করে পবিত্র কুরআন ও হাদিস থেকে তার সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে শাশুড়ি-বউমার বন্ধন বইয়ের প্রতিটি অধ্যায়ে।

তাই শাশুড়ি-বউমার বন্ধন বইটি পারিবারিক বন্ধন অটুট রাখতে ও শশুর, শাশুড়ির সাথে তাদের পুত্রবধূর সহাবস্থান নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

বইঃ শাশুড়ি বউমার বন্ধন
লেখকঃ শাহাদাত হুসাইন
প্রকাশনিঃ মাকতাবাতুল আকসা
পৃষ্ঠাঃ ৩৩৬
কাগজঃ ৭০ গ্রাম
মূদ্রিত মূল্যঃ ৬৬০ টাকা
ISBN: 978-984-35-8297-3

24/09/2025

Address

Dhaka

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801897985634

Alerts

Be the first to know and let us send you an email when মাকতাবাতুল আকসা -Maktabatul Aqsa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাকতাবাতুল আকসা -Maktabatul Aqsa:

Share

Category