17/09/2025
**বৃষ্টিকে উপেক্ষা করে আজও আমরা সমবেত হয়েছি
বহলবাড়ীয়া ইউনিয়নের কাচারী বাজারস্থ বিএনপি কার্যালয়ে।**
মাঝারি থেকে ভারী বৃষ্টির মধ্যেও
আমরা কয়েকজন নিবেদিতপ্রাণ কর্মী উপস্থিত থেকে
দলের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ কর্মপন্থা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে
আলোচনা করছি।
**সংখ্যায় হয়তো কম,
কিন্তু মনোবলে আমরা অটুট।**
*দলকে ভালোবেসেই এই উপস্থিতি।*