স্বাধীন গ্যালারী

স্বাধীন গ্যালারী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্বাধীন গ্যালারী, News & Media Website, Dhaka.
(1)

🚩 স্বাধীন গ্যালারী
✅ বাংলাদেশ পুলিশের নিয়োগ, পরীক্ষার তারিখ, সিলেবাস ও গুরুত্বপূর্ণ তথ্য ।
📢 লক্ষ্য: পুলিশে ক্যারিয়ার গড়তে প্রার্থীদের সাহায্য করা।
🔔 ফলো করে রাখুন!

কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫
19/08/2025

কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫

14/08/2025
কনস্টেবল নিয়োগ পরীক্ষা জুন-২০২৫বিষয়: মাঠে উপস্থিতির জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাপ্রার্থীগণকে নিম্নলিখিত মূল কাগজপত্র...
10/08/2025

কনস্টেবল নিয়োগ পরীক্ষা জুন-২০২৫

বিষয়: মাঠে উপস্থিতির জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

প্রার্থীগণকে নিম্নলিখিত মূল কাগজপত্র ও ডকুমেন্ট সঙ্গে আনতে হবে—

১। এডমিট কার্ড – ২ কপি (অবশ্যই রঙিন প্রিন্ট)।

২। এসএসসি সনদপত্রের মূল কপি। সনদপত্র না থাকলে মার্কশিটের মূল কপি আনতে হবে। তবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর মূল সনদপত্র জমা দিতে হবে।

৩। চারিত্রিক সনদপত্রের মূল কপি – সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত।

এসএসসি পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট হাই স্কুল থেকে সংগ্রহ করবেন।

এইচএসসি পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট কলেজ থেকে সংগ্রহ করবেন।

৪। নাগরিকত্ব সনদপত্রের মূল কপি – সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত।

৫। অবিবাহিত সনদপত্রের মূল কপি – যদিও নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, তবুও নিয়ে আসা বাঞ্ছনীয়। নাগরিকত্ব সনদপত্র যে কর্তৃপক্ষ প্রদান করবেন, সেখান থেকেই এই সনদ সংগ্রহ করা যেতে পারে।

৬। অভিভাবক সম্মতিপত্রের মূল কপি – কম্পিউটার কম্পোজের মাধ্যমে প্রস্তুত করে অভিভাবকের স্বাক্ষরসহ আনতে হবে। প্রয়োজনে স্থানীয় জনপ্রতিনিধির স্বাক্ষর গ্রহণ করা যেতে পারে, তবে এটি বাধ্যতামূলক নয়।

৭। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি – জাতীয় পরিচয়পত্র না থাকলে পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি আনতে হবে।

৮। সদ্য তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি – সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত।

৯। কোটা সংক্রান্ত কাগজপত্র – যাদের কোটা রয়েছে, তারা প্রমাণস্বরূপ যথাযথ মূল কাগজপত্র সঙ্গে আনবেন।

বিঃদ্রঃ সাধারণ প্রার্থীরা ১ থেকে ৮ পর্যন্ত সকল কাগজপত্র আনবেন।

কোটা প্রার্থীরাও ১ থেকে ৮ পর্যন্ত সকল কাগজপত্রসহ কোটা সংক্রান্ত প্রমাণপত্র আনবেন।

ধন্যবাদ, সবার সফলতা কামনা করছি।

29/07/2025

শরীর ক্লান্ত হয়, মন নয় — এটাই কমান্ডো ট্রেনিং

28/07/2025

পুলিশ সিএনজি ধরে কেনো ডিউটিতে করায়?
এর পেছনের বাস্তবতা জানালেন ওসি মোরশেদ আলম।
সমালোচনার আড়ালে আছে কষ্ট, দায়বদ্ধতা আর বাস্তবতা।

#বাংলাদেশপুলিশ #ওসিমোরশেদআলম #সিএনজি #পুলিশজীবন #স্যালুটপুলিশ

🎖️ মানবিকতার এক নতুন ইতিহাস গড়ল নাটোর জেলা পুলিশ।অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার মাধ্যমে মানবিকতার ...
26/07/2025

🎖️ মানবিকতার এক নতুন ইতিহাস গড়ল নাটোর জেলা পুলিশ।

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার মাধ্যমে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো নাটোর জেলা পুলিশ।

এটি বাংলাদেশ পুলিশের ইতিহাসে একটি প্রশংসনীয় ও যুগান্তকারী পদক্ষেপ, যা অবসরপ্রাপ্ত সদস্যদের প্রতি দায়িত্ববোধ ও শ্রদ্ধার প্রতিফলন। সারাজীবন দেশের নিরাপত্তা ও জনকল্যাণে নিরলসভাবে দায়িত্ব পালনকারী এই সদস্যরা অবসরের পরে যে সম্মান ও সহানুভূতির যোগ্য, নাটোর জেলা পুলিশের এই উদ্যোগ তা অত্যন্ত মানবিকভাবে তুলে ধরেছে।

এ ধরনের কার্যক্রম শুধু অবসরপ্রাপ্ত সদস্যদের মনোবল বৃদ্ধিতে সহায়ক নয়, বরং পুরো বাহিনীর প্রতি জনগণের আস্থা ও শ্রদ্ধাও বহুগুণে বৃদ্ধি পাবে।

নাটোর জেলা পুলিশকে এই মহতী ও প্রেরণাদায়ক উদ্যোগের জন্য আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই।
আশা করি, এই উদ্যোগ অন্যান্য জেলাতেও অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে ছড়িয়ে পড়বে।






#পুলিশ_জনতার_বন্ধু।

22/07/2025

পুলিশের ইন্সপেক্টরের কন্ঠে অসাধারণ ইসলামিক সঙ্গিত পরিবেশন

#পুলিশ #বাংলাদেশ_পুলিশ #বাংলাদেশ

এখন থেকে সাধারণ জনগণ অনলাইনে জিডি করতে পারবে। (স্যালুট)প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেব...
21/07/2025

এখন থেকে সাধারণ জনগণ অনলাইনে জিডি করতে পারবে। (স্যালুট)

প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় সশরীরে উপস্থিত না হয়েও ঘরে বসে সকল ধরনের জিডি করার সুবিধা চালু করছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যায়। এখন থেকে অনলাইনে সকল ধরনের জিডি করা সম্ভব হবে।

অনলাইন জিডি উদ্বোধন করার ফলে সাধারণ মানুষ এখন খুব সহজেই এই সেবা ব্যবহার করে হুমকি, হারানো, পারিবারিক দ্বন্দসহ এসব বিষয়েও ঘরে বসেই থানায় জিডি করা যাবে বা প্রাপ্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে পুলিশের কাছে তথ্য জানাতে পারবে।

অনলাইন জিডি করার জন্য প্রথমে গুগোল প্লে স্টোর থেকে "অনলাইন জিডি" নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর নিবন্ধন সম্পন্ন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে অনলাইনে জিডি করা যাবে। এই পদ্ধতিতে জিডি করার ফলে জনগণের সময় ও শ্রম সাশ্রয় হবে এবং পুলিশও দ্রুত সেবা প্রদান করতে পারবে এবং জনগনের ভীতি দুর হবে।

জিডি এন্ট্রি করার পর জিডির তদন্তকারী অফিসার যিনি হবেন তার নাম ও ফোন নম্বর এসএমএস এর মাধ্যমে সেবা গ্রহনকারীর মোবাইলে জানানো হবে।

এছাড়াও, এই অনলাইন জিডি সিস্টেমের মাধ্যমে মানুষ তার আবেদন করা জিডির অবস্থা অর্থ্যাৎ ড্রাফট তদন্তাধীন ও নিস্পত্তি কোন অবস্থায় আছে তা জানতে পারবে ঘরে বসেই।

21/07/2025

ট্রেইনি রিক্র্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন - ২০২৫ (ইনডিমিনিটি ঘোষণাপত্র) #পুলিশ

16/07/2025

জনাব মোঃ তরিকুল ইসলাম

লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার।

অ্যাকশন শুরু.. চাঁ*দাবাজরা সাবধান..পল্লবীতে "৫ কোটি টাকা চাঁ*দা চেয়ে গু*লির ঘটনায়" কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। চাঁ*দাবা...
13/07/2025

অ্যাকশন শুরু.. চাঁ*দাবাজরা সাবধান..

পল্লবীতে "৫ কোটি টাকা চাঁ*দা চেয়ে গু*লির ঘটনায়" কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। চাঁ*দাবাজি, আন্ডারওয়ার্ল্ডগিরি, ডনগিরি ভরে দেয়া হচ্ছে। কোন দলের নেতা দেখার সময় নাই। অপশন দুইটা, হয় ভালো হয়ে যান, নাহলে হাতে হাড়িকেন আর পিছনে বাঁশ।

Saleh Mohammod Zakaria
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।

- স্যালুট

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাধীন গ্যালারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বাধীন গ্যালারী:

Share

বাংলাদেশ পুলিশ গ্যালারী

আপনার ইউনিফর্মের প্রতি গর্ব এবং সম্মান করার এটাই উপযুক্ত সময়। সংক্ষিপ্ত বিবরণ সহ আমাদের কাছে আপনার সেরা ইউনিফর্ম পরিহিত ফটোগুলি সেন্ড করুন।