Freelancer Shanta

Freelancer Shanta I am a Professional Digital Marketer & Freelancer

প্রথম দিন সিগারেট খেয়ে কেউ দ্বিতীয় দিন ক্যান্সারে আক্রান্ত হয়না। প্রথম দিন বার্গার খেয়ে কেউ দ্বিতীয় দিন মোটা হয়ে যায় না।...
14/06/2024

প্রথম দিন সিগারেট খেয়ে কেউ দ্বিতীয় দিন ক্যান্সারে আক্রান্ত হয়না। প্রথম দিন বার্গার খেয়ে কেউ দ্বিতীয় দিন মোটা হয়ে যায় না। একদিন ডায়েট কন্ট্রোল করে দ্বিতীয় দিনে কেউ স্লিম হয়ে যায় না। অথচ সিগারেট খাওয়ার কারণে ক্যান্সার হয়, বার্গার নিয়মিত খেলে যে কেউ মোটা হবে এবং প্রতিদিন ডায়েট কন্ট্রোল করলে কোনো একদিন সে স্লিম হয়। তার মানে প্রতিটি কাজের রেজাল্ট একদিন করলে পাওয়া যায় না, এমনকি বুঝাও যায় না। ধীরে ধীরে একটানা করে গেলে এই কাজের রেজাল্ট একদিন বড় আকারে চলে আসে।

সফল হওয়ার জন্য লেগে থাকুন। বিশ্বাস করুন, আপনার পৃথিবীতে আপনিই সেরা, আপনার মতো দ্বিতীয় কেউ পৃথিবীতে নেই। যে সফল হতে চায়
সৃষ্টিকর্তা সবমসময় তার পাশে থাকেন সৃষ্টিকর্তা পৃথিবীর প্রতিটি ধুলি কনা পর্যন্ত তাকে সফল হওয়ার জন্য সাহায্য করে।

আপনার সফলতার জন্য স্মার্ট ক্যারিয়ার জোন সবসময় আপনার পাশে আছে ❣️

তুমি যদি সফল হও তাহলে তোমার ছেঁড়া জামাটাও একদিন ইতিহাস হবে।তুমি যদি R15 নিয়ে কোথাও দাঁড়াও সবাই তোমার ঐ R15 কেই দেখবে, ত...
26/04/2024

তুমি যদি সফল হও তাহলে তোমার ছেঁড়া জামাটাও একদিন ইতিহাস হবে।

তুমি যদি R15 নিয়ে কোথাও দাঁড়াও সবাই তোমার ঐ R15 কেই দেখবে, তোমাকে না। মার্ক জুকারবার্গ যদি BMW নিয়ে কোথাও দাঁড়ায় সবাই জুকারবার্গকে দেখবে, তার BMW কে না।
তুমি যদি ৫০০০ টাকার একটা গেঞ্জি আর প্যান্ট পরিধান করো সবাই তোমার ঐ গেঞ্জি আর প্যান্টকে দেখবে, তোমাকে নয়।
আর বিল গেটস যদি ৫০ টাকার গেঞ্জি পরিধান করে কেউ তার গেঞ্জিটাকে দেখবে না, সবাই কিন্তু ঐ বিল গেটসকেই দেখবে।

IPhone লাগবে, DSLR লাগবে, Bike লাগবে এসব বলে বাবা-মাকে এতো চাপ না দিয়ে, ব্রান্ড এর পিছনে না ছুটে নিজেকে ব্রান্ড বানানোর চেষ্টা করো, নিজেকে এমনভাবে-এমন জায়গায় উপস্থাপিত করো যেনো নিজেই নিজেকে একটা ব্রান্ড তৈরী করো। যেনো তোমার ঐ ২০টাকা দামের ছেঁড়া রুমালটা ও নিলামে বিক্রি হয় লক্ষ টাকায়।
আর তুমি যখন ব্রান্ড হয়ে যাবে তোমার প্রত্যেকটা জিনিস ব্রান্ড হয়ে যাবে।
so নিজেকে একটা ব্রান্ড হিসেবে গড়ে তুলো।




ধন্যবাদ সবাইকে

সু খবর সু খবর সু খবর 📢📢📢স্মার্ট ক্যারিয়ার জোন মধ্যবিত্ত ফ্যামিলির  স্টুডেন্ট এবং চাকরিজীবীদের কথা চিন্তা ভাবনা করে  নিয়ে...
23/04/2024

সু খবর সু খবর সু খবর 📢📢📢

স্মার্ট ক্যারিয়ার জোন মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্ট এবং চাকরিজীবীদের কথা চিন্তা ভাবনা করে নিয়ে এলো স্পেশাল অফার যেহেতু দ্রব্য মূল্যের দাম দিন দিন বাড়তেছে যারা সামান্য টাকায় চাকরি করেন যে টাকা দিয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তারা যেন অনলাইনে স্কিল ডেভেলপমেন্ট করে আর্নিং করতে পারেন।

আগামী ১ মে এর মধ্যে যারা এডমিশন কনফার্ম করবেন শুধু তারাই পাবেন ৬০% অফার যা শুধুমাত্র ২৮ ব্যাচের জন্য প্রযোজ্য হবে।

আমাদের রেগুলার কোর্স ফি

Level-1= 10,000 Tk
Level-2= 13,800 Tk
Total Course Fee = 23,800 Tk

Level-1 Schoolership পাবেন ১০০%
Level-2 Discount Offer 60%

শুধুমাত্র ৫,৫০০ টাকায় পাচ্ছেন বেসিক টু এডভান্স পর্যন্ত ডিজিটাল মার্কেটিং কোর্স।
Total Class- 38

সপ্তাহে ২ দিন ক্লাস এবং প্রতি শুক্রবার সাপোর্ট থাকবে।

তাই আর দেরি না করে আপনার সীটটি কনর্ফম করুন।

ধন্যবাদন্তে
স্মার্ট ক্যারিয়ার জোন

পরম......🙏🙏করুণাময়ের আশির্বাদে নতুন প্রজেক্টে কাজ করার সুযোগ পেলাম। ধন্যবাদ   আমাকে smart special project এ কাজ করার সুয...
22/04/2024

পরম......🙏🙏
করুণাময়ের আশির্বাদে নতুন প্রজেক্টে কাজ করার সুযোগ পেলাম। ধন্যবাদ আমাকে smart special project এ কাজ করার সুযোগ দেয়ার জন্য। ধন্যবাদ MD Nur Nabi Pavel স্যারকে।


21/04/2024

🔴" *Heat Wave" আসিতেছে?*
----------------------------------
*তাই সাবধান হোন।*
*সম্ভবতঃ ৪০°-৫০° সে.।*
--------------------------------
*স্বভাবিক পানি পান করুন।*
*ধীরে ধীরে।*

ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

*বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।*

❌ *করণীয় ও পরিত্যজ্য--------* ❌

*১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন* চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

*২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন।*

ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

*৩) ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন* ।

অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

*৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন।*

স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

*প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময়*

ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

নিজে জানুন।
অন্যকে জানান।

আইটি সেক্টরে ক্যারিয়ার শুরু করার পূর্বে প্রথম ধাপ হিসেবে সেমিনারের গুরুত্ব অনস্বীকার্য!মনে করুন আপনি যে একটি বিষয়ে দক্ষত...
07/04/2024

আইটি সেক্টরে ক্যারিয়ার শুরু করার পূর্বে প্রথম ধাপ হিসেবে সেমিনারের গুরুত্ব অনস্বীকার্য!
মনে করুন আপনি যে একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে চাচ্ছেন কিন্তু আপনি নিশ্চিত নন। আপনার মনে ঘুরপাক করছে অনেক প্রশ্ন। তাই আপনার সকল কনফিউশন দূর করতে বিশেষ সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন ফ্রি তে!

আজ বিকাল ৩টা থেকে ফ্রিল্যান্সিংয়ের উপর একটি মেঘা সেমিনারের আয়োজন করেছে আমাদের আইটি ইনস্টিটিউট। অনলাইনে রেজিষ্ট্রেশন করে পছন্দের বিষয় নির্বাচন করে সম্পূর্ণ ফ্রি তে জয়েন্ট করতে পারবেন সেমিনারে।

ফ্রি সেমিনারটির তারিখঃ
০৭০৪- ২০২৪

🕒সেমিনারের সময় ☞ বিকাল ০৩.০০ টা

বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।
ধন্যবাদ সবাইকে

06/04/2024



Contract now 👍👍👍
29/03/2024

Contract now 👍👍👍

ডুয়েল কারেন্সি কার্ড এবং তা পাওয়ার নিয়মDual Currency Card বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে ব্যবহার হয়ে থাকে। ...
29/03/2024

ডুয়েল কারেন্সি কার্ড এবং তা পাওয়ার নিয়ম

Dual Currency Card বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে যারা অনলাইন লেনদেন করেন, বা দেশের বাইরে ভ্রমণ করেন তারা এর গুরুত্ব খুব ভালোই বুঝেন। তবে এই কার্ড সবাই নিতে পারেন না। এর জন্য কিছু ডকুমেন্ট দরকার হয়।

ডুয়েল কারেন্সি কার্ড কি?

ডুয়েল কারেন্সি কার্ড সাধারণ প্লাস্টিক কার্ডের মতোই, কিন্তু সাধারণ কার্ডের থেকে এটি কিছুটা ভিন্ন। সাধারণ কার্ড দিয়ে আমরা শুধু দেশের ভেতর লেনদেন করি। অন্যদিকে ডুয়েল কারেন্সি কার্ড এমন এক ধরণের প্লাস্টিক কার্ড যা দিয়ে আপনি চাইলে একইসাথে দুইটি আলাদা আলাদা মুদ্রায় লেনদেন করতে পারবেন।
বিশেষ করে এই কার্ড ব্যবহার করে আপনি বাংলাদেশি মুদ্রার সাথে সাথে মার্কিন ডলারও লেনদেন করতে পারবেন। এসকল কার্ড প্রভাইডার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপি বিস্ত্রিত নেটওয়ার্ক থাকায় তারা এই সুবিধা দিতে পারে। এই কার্ড সাধারণত ক্রেডিট কার্ড হতে পারে, ডেভিড কার্ড হতে পারে, অথবা প্রিপেইড কার্ডও হতে পারে।

ডুয়েল কারেন্সি কার্ডের সুবিধা গুলো কি কি?

ইন্টারন্যাশনাল লেনদেনের সুবিধার্থে ডুয়েল কারেন্সি কার্ড দরকার হয়ে থাকে। এই ডুয়েল কারেন্সি কার্ড কি কাজে লাগে এখানে নিচে আরো নির্দিষ্ট করে উল্লেখ করা হলো:
১। বিদেশ থেকে কোনো পন্য কেনার জন্য আপনার এই ডুয়েল কারেন্সি কার্ড কাজে লাগবে।
২। দেশের বাইরে ঘুরতে গেলে সেখানে খরচ করার জন্য এটি কাজে লাগবে।
৩। ডিজিটাল মার্কেটিং বা সোসাল মিডিয়ায় কোনো কিছু বুস্ট করার জন্য আপনার এই কার্ড কাজে লাগবে।
৪। ফ্রিলান্সারদের বিভিন্ন অনলাইন পেমেন্টে এই কার্ড দরকার হয়।
৫। বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইট থেকেও কেনা কাটা করার জন্য এই কার্ড কাজে লাগে।
এছাড়াও আরো অনেক কাজ এই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে করা যায়।

ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে পাবো?

ডুয়েল কারেন্সি কার্ড পেতে আপনার যে ব্যাংকে একটি ব্যাংক একাউন্ট আছে সেই ব্যাংকে যোগাযোগ করে দেখতে পারেন। তারা যদি এই কার্ড দিয়ে থাকে তবে তা নিতে পারেন, বা অন্য কোন ব্যাংকে তা দেখতে পারেন। বাংলাদেশে এখন অনেক ব্যাংকই এই ডুয়েল কারেন্সি কার্ড ইসু করে থাকে ।

ডুয়েল কারেন্সি কার্ড করতে কি কি লাগে?

ডুয়েল কারেন্সি কার্ড পেতে হলে আপনার কিছু জিনিস থাকা প্রয়োজন হবে। এর জন্য আপনার কি কি থাকতে হবে তা নিচে উল্লেখ করা হলো।
১। জাতীয় পরিচয় পত্রের কপি।
২। আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
৩। বৈদেশিক মুদ্রা ব্যবহারের অনুমোদন পেতে আপনার একটি বৈধ পাসপোর্ট।
৪। KYC ফর্ম পূরণ করতে হবে।
আবার ব্যাংকের ভিন্নতার সাথে আপনার অন্য আরো কিছু ডকুমেন্টস সাবমিট করতে হতে পারে। এগুলো সহ ব্যাংকে আবেদন করলে ব্যাংক একটি ফর্ম পূরণ করাবে আপনাকে।

ডুয়েল কারেন্সি কার্ডের পেমেন্ট লিমিট

১. একটি কার্ডে বছরে বারো হাজার ডলার এন্ডোরসম্যান্ট করা যাবে।
২. অনলাইনে দেশের বাইরে থেকে কোনো সেবা কেনার জন্য এককালীন ৩০০ ডলারের বেশি খরচ করা যাবে না।
৩. তবে বেসিস এর অন্তরভূক্ত আইটি বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের কার্ড দিয়ে ৩০০ ডলারের বেশি পে করতে পারবে।
৪. এছাড়া, ভিসা প্রসেসিং ফি, হোটেল বুকিং, মোবাইল ফোনের রোয়ামিং বিল ৩০০ ডলারের বেশি পে করতে পারবে।

বাংলাদেশের কোন কোন ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড দেয়?

বর্তমানে বাংলাদেশে অনেক ব্যাংকই ডুয়েল কারেন্সি কার্ড ইসু করে। বেশির ভাগ ব্যাংক ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড ইসু করলেও খুব কম ব্যাংক ডুয়েল কারেন্সি ডেভিড কার্ড ইসু করে।

যেসকল ব্যাংকে ডুয়েল কারেন্সি ডেভিড কার্ড পাবেন, তাদের নাম হলো:

ইসলামী ব্যাংক
ব্যাংক এশিয়া
স্টান্ডার্ড চার্টার্ড
ইস্টার্ণ ব্যাংক

যেসকল ব্যাংকে ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড পাবেন, তাদের নাম হলো:

সিটি ব্যাংক
ব্যাংক এশিয়া
ডাচ বাংলা ব্যাংক

আপনার কি ডুয়েল কারেন্সি কার্ড আছে ? আপনি কোন ব্যাংকের কার্ড ইউজ করতেছেন ? মতামত জানান ।
ধন্যবাদ সবাইকে

Address

Mirpur 1
Dhaka
4310

Telephone

+8801943123012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Shanta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Shanta:

Share