
10/02/2025
চরমোনাই মাহফিলে মুজাহিদ প্রকাশনীর স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে।
====================================
চরমোনাই বার্ষিক মাহফিল (ফাল্গুন/১৪৩১) উপলক্ষ্যে মাহফিল ময়দানে মুজাহিদ প্রকাশনীর লাইব্রেরি/স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে। মাহফিল ময়দানে মুজাহিদ প্রকাশনীর লাইব্রেরি/স্টল বরাদ্দ পেতে ১৬/০২/২০২৫ ইং তারিখের মধ্যে নিম্ন-স্বাক্ষরকারী বরাবর আবেদনপত্র জমা দেওয়ার জন্য বলা হচ্ছে। আবেদনপত্রের সাথে যা থাকতে হবে-
১. থানা ও জেলা/মহানগর শাখা মুজাহিদ কমিটির সুপারিশ।
২. ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪. মুজাহিদ শুমারির ফটোকপি।
এ ছাড়াও স্টল সংক্রান্ত যেকোনো তথ্য জানতে যোগাযোগ করুন:- 01622-255522, 01710-626260 নাম্বারে।
(খন্দকার গোলাম মাওলা)
সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ মুজাহিদ কমিটি।