Way For Ummah

Way For Ummah As Salam Wa Alaikum. In this page I will Share waz, Masael and Nasheed. Don’t forget to follow.

02/07/2024

#আয়তুল_কুরসি

28/01/2024

চলুন ঘুমানোর আগে একটু ইস্তেগফার পাঠ করি..

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযিম!
সুবহানআল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযিম সুবহনাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযিম!

ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস

হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!!

রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাছানা ওয়া ফিল আখিরাতি হাছানা ওয়া কিনা আজাবান্নার

ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া জাব্বারু,ইয়া বাসিতু,ইয়া ওয়াদুদু,ইয়া যুল যালালি ওয়াল ইকরাম,ইয়া আরহামার রহিম।

পড়া শেষ হলে বলি আলহামদুলিল্লাহ 🌸

28/01/2024

☞বিছানায় শুয়ে ঘুম না আসলে এই দুআ পড়বে

لا إِلَهَ إِلا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ

লা ইলা-হা ইল্লাল্লা-হুল ওয়াহিদুল কাহহার, রাব্বুস্ সামা-ওয়া-তি অল আরদ্বি অমা বায়নাহুমাল আযীযুল গাফফা-র

আল্লাহ ব্যতীত কোন সত্য উপাস্য নেই যিনি একক, প্রবল প্রতাপান্বিত। আকাশমন্ডলী, পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সকল বস্তুর প্রতিপালক। যিনি পরাক্রমশলী, ক্ষমাশীল।

আমালুল ইয়াওম নাসায়ী হাঃ ৮৬৪, ইবনে হিব্বান- ৫৫৩০

أَخْبرنِي زَكَرِيَّا بن يحي قَالَ حَدثنَا عَليّ بن عبد الرَّحْمَن بن الْمُغيرَة قَالَ حَدثنَا يُوسُف بن عدي قَالَ حَدثنَا عثام بن عَليّ عَن هِشَام بن عُرْوَة عَن أَبِيه عَن عَائِشَة قَالَت كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا تضور من اللَّيْل قَالَ لَا إِلَه إِلَّا ‌الله ‌الْوَاحِد ‌القهار رب السَّمَوَات وَالْأَرْض وَمَا بَينهمَا الْعَزِيز الْغفار

আয়েশা রাঃ বলেন, নবীজী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বিছানায় শুয়ে ঘুম না আসার ফলে এপাশ-ওপাশ করলে এই দোয়া পড়তেনঃ

لا إِلَهَ إِلا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ

আল্লাহ ব্যতীত কোন সত্য উপাস্য নেই যিনি একক, প্রবল প্রতাপান্বিত। আকাশমন্ডলী, পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সকল বস্তুর প্রতিপালক। যিনি পরাক্রমশলী, ক্ষমাশীল। (আমালুল ইয়াওম নাসায়ী হাঃ ৮৬৪)

☞খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখে যা করবে

সৎ ও ভাল স্বপ্ন আল্লাহর তরফ হতে হয়ে থাকে। আর মন্দ স্বপ্ন শয়তানের তরফ হতে হয়ে থাকে। তাই যখন কেউ পছন্দনীয় কোন স্বপ্ন দেখে তখন এমন লোকের কাছেই বলবে, যাকে সে পছন্দ করে। ...

আর, খারাপ বা অপছন্দনীয় কোন স্বপ্ন দেখলে যা যা করা উচিৎঃ

১. তার বাম দিকে হাল্কা থুতু ফেলবে। (৩ বার)

২. শয়তান থেকে এবং যা দেখেছে তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে প্রার্থনা করবে। (৩ বার)

৩. কাউকে এ ব্যাপারে কিছু বলবে না।

৪. অতঃপর যে পার্শ্বে সে ঘুমিয়েছিল তা পরিবর্তন করবে।

৫. যদি ইচ্ছা করে তবে উঠে সালাত আদায় করবে।

[মুসলিম, ৪/১৭৭২, ১৭৭৩, নং ২২৬১, ২২৬[২]

**সাত ব্যক্তিকে আল্লাহ তা‘আলা হাশরের দিনে তাঁর ছায়ায় ছায়া দিবেন!**আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত: রাসুলুল্লাহ (সাঃ) বলেছে...
28/01/2024

**সাত ব্যক্তিকে আল্লাহ তা‘আলা হাশরের দিনে তাঁর ছায়ায় ছায়া দিবেন!**

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত: রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন: সাত ব্যক্তিকে আল্লাহ তা‘আলা হাশরের দিনে তাঁর ছায়ায় ছায়া দিবেন যেদিন তাঁর ছায়া ব্যতিত অন্য কোন ছায়া থাকবেনা:

(১) একজন ন্যায় পরায়ণ শাসক

(২) একজন কমবয়সী ব্যক্তি যে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে বড় হয়েছে

(৩) সেই ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে যুক্ত (অর্থাৎ যে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করে)

(৪) সেই দুই ব্যক্তি যারা এক অপরকে ভালবাসে শুধু আল্লাহ তা‘আলার কারণে; পরস্পর সাক্ষাত করে এবং বিধায় নেয় একমাত্র আল্লাহ তা‘আলার কারণে

(৫) সেই ব্যক্তি যে সম্ভ্রান্ত বংশের কোন সুন্দরী নারীর পক্ষ থেকে জ্বিনা করার আহব্বানকে এই বলে প্রত্যাখান করে, “আমি আল্লাহকে ভয় করি“

(৬) সেই ব্যক্তি যে এমন গোপনে দান-খয়রাত করে যে তার বাম হাত জানেনা তার ডান হাত কি দিয়েছে

(৭) সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তা‘আলাকে স্মরণ করে এবং তার দুচোখ পানিতে ভরে যায়।

**বুখারী হাদিস নং ১৪২৩**

28/01/2024

# সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত

যে ব্যক্তি সকাল বেলা তিন বার “আউজুবিল্লাহিস সামীয়িল আলীমি মিনাশ শাইতানির রাজীম” পড়বে। এরপর সুরা হাশরের শেষ তিন আয়াত তিলাওয়াত করবে। আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য ৭০ হাজার ফেরেস্তা নিযুক্ত করেন; যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। আর এ সময়ের মাঝে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে, তাহলে তার একই মর্যাদা রয়েছে।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৩০৯০; আবু দাউদ, হাদিস : ২৯২২; মুসনাদ আহমদ, হাদিস : ১৯৭৯৫; কানজুল উম্মাল, হাদিস :

27/01/2024

আল্লাহর রাসূল ﷺ-এর সম্মুখে কঠিন কাজ হাযির হলে তিনি বলতেন,“ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিছ”হে চিরজীবি,হে চিরস্থায়ী! আমি তোমার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করি।

[তিরমিজি-৩৫২৪]

27/01/2024
27/01/2024

দরূদে ইব্রাহীম—

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ ، اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ

আল্ল-হুম্মা স্বলি ‘আলা-মুহাম্মাদ্ ওয়া ‘আলা আলি মুহাম্মাদ্ কামা স্বল্লাইতা ‘আলা ইব্রহীম্ ওয়া ‘আলা আলি ইবরাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ্
আল্লহুম্মা বারিক্ ‘আলা মুহাম্মাদ্ ওয়া ‘আলা আলি মুহাম্মাদ্ কামা বারকতা ‘আলা ইবরহীম্ ওয়া ‘আলা আলি ইবরহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ্।

হে আল্লাহ! তুমি মুহাম্মাদ ﷺ ও তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করো, যেভাবে রহমত বর্ষণ করেছ ইবরাহীম (আলাইহিস সালাম) ও তাঁর পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত।
হে আল্লাহ! বরকত অবতীর্ণ করো মুহাম্মাদ ﷺ ও তাঁর পরিবারবর্গের উপর, যেভাবে তুমি বরকত নাযিল করেছো ইবরাহীম (আলাইহিস সালাম) ও তাঁর পরিবার-পরিজনের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। (বুখারী ৩৩৭০, মুসলিম ৯৩৫)

27/01/2024

"রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ আযান ও ইক্বামাতের মধ্যবর্তী সময়ের দু’আ ফেরত দেয়া হয় না!
সুবহানআল্লাহ

__তিরমিজি (২১২)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Way For Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Way For Ummah:

Share