Lira's diary

Lira's diary Alhamdulillah for everything❤️
(3)

03/08/2025

বলেন তো জ্বর ১০২ হইলে বেশি কষ্ট নাকি ১০৫ 🙃🙃🙃???

31/07/2025

Ya Allah, please grant me clarity in my thoughts, patience in my actions, and wisdom in my decisions. Guide me to always choose what pleases You and help me remain strong in the face of trials. Fill my heart with gratitude and my soul with tranquility, so that I may find peace in every step I take. Ameen

27/07/2025

বাগিচায় বুলবুলি গান টা কি সুন্দর না?
নজরুল সংগীত খুব কঠিন আসলে
অনেক ক্ষণ ট্রাই করলাম।
মন মতো হলে গেয়ে ফেলবো।
কঠিন লাগে সুর মেলাতে অনেক 🙂

ডিনার এ রুটি খাই আমরাযাতে স্লিম হইতে পারি আবার সাথে কোক খাই 🙂হবে না কাজ??
26/07/2025

ডিনার এ রুটি খাই আমরা
যাতে স্লিম হইতে পারি
আবার সাথে কোক খাই 🙂
হবে না কাজ??

পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়।ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়??🌸
24/07/2025

পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়।
ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়??🌸

23/07/2025

না পাইলট তৌকির না বাচ্চা গুলো কারো প্রাণ ই কম মূল্যবান ছিল না।
তবে আমাদের ভুল হচ্ছে এই দেশ এ জন্মানো।
যেখানে যার হাতে ক্ষমতা এমন মানুষ্ ছাড়া সবার জীবন মূল্যহীন।
পাইলট এর দোষ দিয়ে কি হবে??
বেঁচে থাকলেও একটা কথা ছিল।
আল্লাহ এই আপন জন হারানো পরিবার গুলোর সহায় হন যেন।
মনে সবুর দান করুন মহান আল্লাহ।
কেউ স্বামী হারালো, কেউ আদরের মানিক, কেউ তার মা হারালো, কোনো স্বামী হারালেন তার স্ত্রী কে।
যে যা হারালেন সেটা বোঝার নূন্যতম সামর্থ্য আমাদের নাই।
একটা কথা আছে না।
যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রনা।
এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে আর অন্যের ভুল না ধরে
নিজেকে শুধরে নিলেই হয়তো ভালো।
এই দেশ, এই ক্ষমতায় বসে মানুষেরা কখনো আমাদের নিয়ে ভাবে না।
বার বার যে দল ই আসুক এটাই করবে।

22/07/2025

আর নেয়া যাচ্ছে না আসলে 😔
ফেইসবুক এ তো ঢোকার অবস্থাই নাই।
শেষ কোথায় এসব এর 😔

21/07/2025

উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এ এয়ার ফোর্স এর যুদ্ধ বিমান বিদ্ধস্ত।
আল্লাহ সহায় হন।😔

20/07/2025

বিরাট এক জ্ঞানীর সাথে আমার বসবাস।🙂
আজকে বলতেছে
আমাদের রুম এ একটা মশা থাকে।
ওর থেকে ভাড়া নিবো।
ফ্রি তে রুম এ থাকে আবার কামড় ও মারে।
ওর থাকা, খাওয়া বাবদ ভাড়া দিতেই হবে।

ঠিকই ত নাথিং ইস ফ্রি 🙃

20/07/2025

মাঝে মাঝে আমি জ্ঞান এর সাদকা দেই 🙃🙃🙃

19/07/2025

ফেইসবুক এর প্রতি স্ক্রল এ জামাত নেতা শফিকুর রহমান সাহেব একবার করে পরে যাচ্ছেন।🙃
সব থেকে অদ্ভুত হইলো, যে উনার প্রেসার মাপার চেষ্টা করলেন ওই লোকটা।
কন্টিনিউআসলি একটা মানুষ মাইক্রোফোন এ কথা বলতেছেন,হাত নাড়াচ্ছেন দেখলাম।
উনি ব্লাড প্রেসার কিভাবে মাপবে বুঝলাম না 🙂
এত সাউন্ড এ হার্ট বীট শোনা যায়.?
এত মুভ করলে মিটার এর কাঁটা কেমনে স্ট্যাবল থাকে???

মুঝে সামঝাও ভাই 🙃

19/07/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lira's diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share