15/07/2025
😥😥😥
এই ছবিটা দেখে স্তব্ধ হয়ে গেছি।
মানুষ এখন মানুষ নয়, শ্রেণিভেদে ভাগ করা এক একটা সুবিধাবাদী চরিত্র।
একজন নারী, যিনি হয়তো দরিদ্র, হয়তো চাকরির তাগিদে কারও বাসায় কাজ করেন, তাকেই কিনা গাড়ির পেছনের ট্রাংকে বসিয়ে ঘরে ফেরা হলো! অথচ গাড়ির ভেতরে ছিল পর্যাপ্ত জায়গা।
এটা শুধুই অবহেলা না, এটা লজ্জাজনক অমানবিকতা।
এই সমাজে টাকা থাকলে সম্মান পাওয়া যায়, আর গরীব হলে—ট্রাংকে ঠাঁই।
ভাবি, এতটা নিচে কীভাবে নামতে পারে মানুষ?
হেল্পিং হ্যান্ড মানে সহযোগী, সে কোনো দাসী নয়।
মানবতা যদি আমাদের কাপড় বা গাড়ির ব্র্যান্ডের মতো সীমিত হয়ে পড়ে, তাহলে আমরা মানুষ না একটা মুখোশধারী সভ্যতার ভণ্ড প্রতিচ্ছবি।
একবার নিজের জায়গায় দাঁড়িয়ে ভাবুন এভাবে কি আপনি নিজে, বা আপনার মা-বোন থাকতে পারতেন?
মানুষ হোন, শুধু ধনী না।
` #মানবতা #সমাজ #সহানুভূতি #মানুষহোন
।