দেবাশীষ মন্ডল আশীষ

দেবাশীষ মন্ডল আশীষ গণমাধ্যমকর্মী (দৈনিক কালবেলা)
মোবাইল: 01711952372, 01711787912
Gmail: [email protected]
(4)

(My dream is to be a journalist, my mother's dream is something else.. Our eldest daughter)
22/09/2025

(My dream is to be a journalist, my mother's dream is something else.. Our eldest daughter)

✨ “নিজেকে নয়, সংবাদকেই প্রকাশ করতে চাই। প্রচারের আলোর ঝলকানিতে নয়, মেধা ও মননের দীপ্তিতেই সত্যকে সামনে আনাই আমার একমাত্র...
22/09/2025

✨ “নিজেকে নয়, সংবাদকেই প্রকাশ করতে চাই। প্রচারের আলোর ঝলকানিতে নয়, মেধা ও মননের দীপ্তিতেই সত্যকে সামনে আনাই আমার একমাত্র লক্ষ্য।” ✨

22/09/2025

ব্যবসায়ীদের প্রস্তাবের পর সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে কত টাকা বাড়ানো হবে, সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বৈঠক অনুষ্ঠিত হয় বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের সভাকক্ষে।

বৈঠক শেষে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে, তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। বিষয়টি আমরা পর্যালোচনা করছি। আগামী সপ্তাহে তাদের সঙ্গে আবার বসে ভোজ্যতেলের দাম কত টাকা বাড়ানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। কারণ হিসেবে তখন বলা হয়েছিল, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম প্রতি ব্যারেল ১ হাজার ২০০ ডলার পর্যন্ত হয়েছে।

গত ১৩ এপ্রিল প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্য তেলের দাম যৌক্তিক হারে বৃদ্ধির বিষয়ে কাজ করছে বলে জানা গেছে।

দুয়ারে কড়া নাড়ছে দেবী দুর্গার আগমনি বার্তা। সারা দেশে পূর্ণোদ্যমে চলছে পূজার প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। প্...
22/09/2025

দুয়ারে কড়া নাড়ছে দেবী দুর্গার আগমনি বার্তা। সারা দেশে পূর্ণোদ্যমে চলছে পূজার প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। প্রতিমাকে রংতুলিতে সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।

প্রতি বছরের মতো এবারও বিশেষ প্রস্তুতি চলছে বরিশাল নগরীর নতুন বাজার শ্রীশ্রী শংকর মঠ পূজামণ্ডপে। প্রতিমা তৈরি থেকে শুরু করে সাজসজ্জা—সবক্ষেত্রেই নতুনত্ব আনার চেষ্টা করছেন আয়োজকরা। মণ্ডপ চত্বরের পুকুরজুড়ে চলছে দৃষ্টিনন্দন সাজসজ্জা, ভেতরে ও বাইরে আলোকসজ্জার কাজও শেষ পর্যায়ে।

তবে শুধু শংকর মঠ নয়, বরিশাল মহানগরী ও জেলার মোট ৬৪০টি মণ্ডপেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রোববার (২১ সেপ্টেম্বর) মহালয়ার দিনে বেশিরভাগ মণ্ডপে প্রতিমার সাজসজ্জা ও রঙের কাজ শেষ হয়েছে। আজকের মধ্যে বাকি কাজও সম্পন্ন হবে বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা।

আগামী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বোধন পূজা দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা।

বরিশাল শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি লিমন সাহা কানু জানান, প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে শংকর মঠ পূজামণ্ডপে। এবার অষ্টমীর দিনে দেশের শান্তিকামনায় বিশেষ প্রার্থনা ও অঞ্জলি প্রদান করা হবে। এদিন ২৫ থেকে ৩০ হাজার ভক্তের মাঝে প্রসাদ বিতরণের প্রস্তুতিও চলছে।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে বলেন, এবারের আয়োজন গত বছরের চেয়েও জমকালো হচ্ছে। পুলিশ প্রশাসন সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমাদের পক্ষ থেকেও ৫টি পর্যবেক্ষক টিম গঠন করা হয়েছে।

এবার বরিশাল মহানগরীতে ৪৭টি মণ্ডপে পূজা হবে। এর মধ্যে ৪০টি সার্বজনীন ও ৭টি পারিবারিক। জেলায় সদর উপজেলায় ২২টি, আগৈলঝড়ায় ১৬১টি, উজিরপুরে ১২০টি, গৌরনদীতে ৮৪টি, বাকেরগঞ্জে ৭৪টি, বানারীপাড়ায় ৫৯টি, মেহেন্দিগঞ্জে ২৪টি, বাবুগঞ্জে ২৪টি, মুলাদীতে ১২টি ও হিজলায় ১৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

পূজা নিয়ে কোনো শঙ্কা না থাকলেও গ্রামপর্যায়ের মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি। তিনি বলেন, এবারের দুর্গোৎসব সুন্দর এবং সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপন হবে বলে আমরা আশা করছি। আমাদের মন্দির আমরা পাহারা দেব। পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করবে।

উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আজ থেকে নগরীর প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো এবং টহল দেবে গোয়েন্দা পুলিশের ৭টি বিশেষ টিম। ২৮ সেপ্টেম্বর থেকে প্রতিটি মণ্ডপে পুলিশ মোতায়েন করা হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। মণ্ডপ কমিটিগুলোও স্বেচ্ছাসেবক নিয়োগ করবে। তিনি আরও জানান, পূজা ও বিসর্জন ঘিরে শৃঙ্খলা রক্ষায় কড়াকড়ি থাকবে এবং মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

20/09/2025

পিরোজপুরের নেছারাবাদে আফিফা নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সারে...

নেছারাবাদ থানার সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামে গলায় ফাঁ/স দিয়ে আ/ত্ম/হ/ত্যা করেছে আফিফা আক্তার (১৬) নামে এক কিশোরী...
19/09/2025

নেছারাবাদ থানার সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামে গলায় ফাঁ/স দিয়ে আ/ত্ম/হ/ত্যা করেছে আফিফা আক্তার (১৬) নামে এক কিশোরী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত আফিফা আক্তার ওই এলাকার মৃত মনির রাঢ়ীর মেজ মেয়ে। ঘটনার দিন দুপুরে তিন বোন ও মা একসাথে খাওয়া-দাওয়া শেষে বড় বোন মেহেনাজ আঁখি ও তাদের মা বাড়ির পাশের মুরগির ফার্ম দেখতে যান। এ সময় ঘরে আফিফা ও তার ছোট বোন আফসানা অবস্থান করছিল। কিছুক্ষণ পর আফসানা তার ছোট ভাস্তিকে নিয়ে বাইরে ঘুরতে গেলে আফিফা একাই ঘরে থাকে।

পরে আফসানা ঘরে ফিরে এসে মেজ বোনকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের মাচার ওপর টিনের আড়ার সাথে র/শি দিয়ে ঝু/ল/ন্ত অবস্থায় আফিফাকে দেখতে পান। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিষয়টি স্পষ্ট হয়। খবর পেয়ে মা ও বড় বোন দ্রুত বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় র/শি কেটে তাকে নিচে নামান।

ঘটনার খবর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে আ/ত্ম/হ/ত্যা/র কারণ জানা যায়নি।

বয়স নয়, স্বপ্ন আর কর্মস্পৃহাই সাফল্যের আসল শক্তি।অদম্য পরিশ্রম আর অধ্যবসায় থাকলে সাফল্য নিজে থেকেই ধরা দেয়। 🌿💪 #অনুপ্রের...
17/09/2025

বয়স নয়, স্বপ্ন আর কর্মস্পৃহাই সাফল্যের আসল শক্তি।
অদম্য পরিশ্রম আর অধ্যবসায় থাকলে সাফল্য নিজে থেকেই ধরা দেয়। 🌿💪

#অনুপ্রেরণা #সাফল্য #কর্মস্পৃহা

17/09/2025

দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষারের রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।...

১০ বছর প্রেম করে অন্য মেয়েকে বিয়ে করলেন সাবেক প্রেমিক। রাস্তায় গাড়ি আটকিয়ে দিলেন প্রেমিকা 🥀🥲
16/09/2025

১০ বছর প্রেম করে অন্য মেয়েকে বিয়ে করলেন সাবেক প্রেমিক। রাস্তায় গাড়ি আটকিয়ে দিলেন প্রেমিকা 🥀🥲

16/09/2025

দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির জাতীয় নির্ব....

"কোটিপতি তো আমিও ছিলাম… 🍃 যখন ছোটবেলায় গাছের পাতাকে টাকা বানিয়ে খেলতাম। শৈশবের সেই নির্ভেজাল আনন্দই আসল সম্পদ। 💚"বিশেষ দ...
16/09/2025

"কোটিপতি তো আমিও ছিলাম… 🍃 যখন ছোটবেলায় গাছের পাতাকে টাকা বানিয়ে খেলতাম। শৈশবের সেই নির্ভেজাল আনন্দই আসল সম্পদ। 💚"

বিশেষ দ্রষ্টব্য: ১০ বছর আগে শপিং করতে মেয়েকে নিয়ে বাজারে যাওয়ার ছবি।

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when দেবাশীষ মন্ডল আশীষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেবাশীষ মন্ডল আশীষ:

Share