দেবাশীষ মন্ডল আশীষ

দেবাশীষ মন্ডল আশীষ গণমাধ্যমকর্মী (দৈনিক কালবেলা)
মোবাইল: 01711952372, 01711787912
Gmail: [email protected]
(4)

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্...
15/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠিতে অনুষ্ঠিত হয়েছে ‘১ম মুক্তির উন্মেষ উৎসব ২০২৫’।

বাংলাদেশ মানবকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ রয়েল স্বেচ্ছাসেবী টিমের সার্বিক সহযোগিতায় সোমবার (১৫ ডিসেম্বর) সকালে স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবটি বাস্তবায়ন করে মুক্তির উন্মেষ উৎসব উদযাপন পরিষদ।

স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ শংকর মিস্ত্রির সভাপতিত্বে এবং নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান, জলাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেহেদী সরোয়ার, স্বরূপকাঠি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুল হক, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান, পৌর যুবনেতা মামুন সরদার, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

উৎসবের অংশ হিসেবে মহান মুক্তিযুদ্ধভিত্তিক রচনা প্রতিযোগিতা, ছবি আঁকা প্রতিযোগিতা ও বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অনুভূতি ও সৃজনশীলতার প্রকাশ ঘটায়। প্রতিযোগিতাগুলো নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশ গঠন, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, বিজয় দিবস আমাদের স্বাধীনতার ইতিহাস, আত্মত্যাগ ও গৌরবময় অর্জনের স্মারক—এই চেতনাই ভবিষ্যৎ প্রজন্মের মাঝে জাগ্রত রাখতে হবে।

বর্ণাঢ্য আয়োজন ও শ্রদ্ধাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে ‘১ম মুক্তির উন্মেষ উৎসব ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়।

13/12/2025

সমঝোতা প্রশ্নে বিএনপির স্পষ্ট অবস্থান জানতে চায় শরিকরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হলেও বিএনপির সঙ্গে সমমনাদের আসন বণ্টন বা সমঝোতা ইস্যুর সুরাহা হয়নি এখনো। এ নিয়ে বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের জোটে বিরাজ করছে এক ধরনের অস্থিরতা। শরিকদের জন্য কতটি আসন ছাড়া হবে, সে বিষয়ে এখন বিএনপির স্পষ্ট অবস্থান জানতে চায় মিত্ররা। তারপর পরবর্তী করণীয় নির্ধারণ করবেন তারা। গত বুধবার যুগপতের শরিক ২৯টি দলের শীর্ষ নেতারা বৈঠক করে এমন সিদ্ধান্ত নেন। এ অবস্থায় বিএনপি মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত বৃহস্পতিবার রাতে বৈঠক ডাকলেও যুগপৎ আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার অনুপস্থিতির কারণে শেষ পর্যন্ত বৈঠকটি হয়নি। মুলতবি বৈঠকটি আজ শনিবার বেলা ১১টায় হওয়ার কথা রয়েছে। জানা গেছে, আলোচনায় সমঝোতা হলে জোটের ঐক্যের স্বার্থে ঘোষিত আসনে শরিকদের জন্য প্রার্থিতায় পরিবর্তনও আনতে পারে বিএনপি। সেক্ষেত্রে ঘোষিত দু-একটি আসনে মিত্রদের জন্য সুসংবাদও আসতে পারে।

এ দিকে নির্বাচনী সমঝোতা প্রশ্নে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের মিত্রদের সৃষ্ট দূরত্ব বা টানাপোড়েনের দিকে সজাগ দৃষ্টি রাখছে জামায়াতে ইসলামী, যারা পরিবর্তিত পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। দলটির পক্ষ থেকে যুগপৎ জোটের মনোনয়নবঞ্চিত সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বিএনপির সঙ্গে শেষ পর্যন্ত শরিকদের সমঝোতা না হলে তাদের কাছে টানতে পারে জামায়াতে ইসলামী। জানা গেছে, সেক্ষেত্রে তাদের কাউকে কাউকে দলীয় প্রার্থী করতে পারে জামায়াত।

শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের কোনো সমস্যা নেই। রাজনৈতিক দল-জোটের মধ্যে তো এগুলো (বোঝাপড়ার ঘাটতি) থাকে। আমরা চূড়ান্তভাবে তো প্রার্থী তালিকা দিইনি। প্রাথমিক কথা বলেছিলাম, এখন সেটা প্রায় চূড়ান্ত। যারা আমাদের সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করেছেন, তাদের সঙ্গে কথা বলে অবশ্যই তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে। আমি মনে করি, কোনো সমস্যা থাকবে না। আমরা অত্যন্ত আশাবাদী, যারা বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই নির্বাচনে অংশ নিতে পারব।

বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনকে অত্যন্ত কঠিন মনে করছে। এ অবস্থায় মিত্রদের জন্য ছাড়া আসন কোনোভাবেই হাতছাড়া করতে চায় না দলটি। অন্যদিকে, আসন বণ্টনের ক্ষেত্রে সংশোধিত আরপিও ভাবাচ্ছে দলটিকে। আরপিও অনুযায়ী নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে। তাই আগামী নির্বাচনে প্রতীক একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা মনে করছেন, এ অবস্থায় শরিক অন্য দলগুলোর প্রতীককে নির্বাচনী মাঠে পরিচিত করানো অত্যন্ত কঠিন হয়ে যাবে। ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নামানো যাবে, অন্য দলের প্রতীকের পক্ষে সেভাবে নামানো সম্ভব হবে না। তাই প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী এবং আরপিও বিবেচনায় নিয়ে শুধু বিজয়ী হতে পারার মতো শরিকদেরই আসন ছাড়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে বিএনপির। অবশ্য যৌক্তিকভাবে জোটের ঐক্য অটুট রাখতেও দৃঢ়প্রতিজ্ঞ দলটি। তাই মিত্রদের যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হবে না, তাদের সংসদের উচ্চকক্ষসহ ক্ষমতায় গেলে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদায়নের চিন্তা রয়েছে বিএনপির।

নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর প্রথম পর্যায়ে ২৩৭ আসন এবং এক মাস পর ৪ ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ে আরও ৩৬ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। সে হিসাবে মোট ২৭২ আসনে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। এখনো ফাঁকা রয়েছে আর ২৮টি আসন। বিএনপি থেকে বলা হয়েছে, এ ফাঁকা আসনগুলোতে মূলত শরিকরাই নির্বাচন করবেন।

অবশ্য জোট নেতাদের অভিযোগ, বিএনপির চাওয়া অনুযায়ী দল ও জোটের প্রার্থী তালিকা জমা দিলেও তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ২৭২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় তারা বিস্মিত, অনেকে ক্ষুব্ধও। কারণ, এর মধ্যে অন্তত ছয়টি আসনে অনিবন্ধিত দল ও জোটের গুরুত্বপূর্ণ নেতারা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তারা হলেন কুষ্টিয়া-২ আসন থেকে ১২ দলীয় জোটভুক্ত জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, মৌলভীবাজার-২ থেকে জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, নড়াইল-২ থেকে জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, কিশোরগঞ্জ-৫ থেকে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ঝালকাঠি-১ থেকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং যশোর-৫ থেকে ১২ দলীয় জোটভুক্ত জমিয়তের যুগ্ম মহাসচিব রশিদ বিন ওয়াক্কাস। তবে তাদের কাউকে আসন ছাড়েনি বিএনপি। এদের মধ্যে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে আহসান হাবিব লিংকন, ফরিদুজ্জামান ফরহাদ ও মোস্তাফিজুর রহমান ইরান ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করেন। অবশ্য ইরান তখন পিরোজপুর-২ আসন থেকে নির্বাচন করেছিলেন।

এ অবস্থায় করণীয় নির্ধারণে গত বুধবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণঅধিকার পরিষদ, গণফোরাম এবং একটি ইসলামী দলসহ মোট ২৯টি দল বৈঠকে বসে। জানা গেছে, বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে, আসন সমঝোতা ইস্যুতে মিত্রদের নিয়ে কী ভাবছে, সেটা স্পষ্টভাবে বিএনপির কাছে জানতে চাওয়া হবে। তারপর তারা তাদের পরবর্তী করণীয় ঠিক করবেন। বৈঠকে অধিকাংশ নেতা অভিমত দেন, উচ্চকক্ষ নয়, তারা সরাসরি নির্বাচন করে এমপি হতে চান। তারা বিএনপির কাছে রাজপথের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের যথাযথ মূল্যায়ন চান, এটা কোনো দয়া-দাক্ষিণ্যের ব্যাপার নয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সভায় তীব্র অসন্তোষ প্রকাশ করা হলেও বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো কোনো চরম পদক্ষেপ এখনই নিতে চাইছে না দলগুলো। বরং তারা এ সম্পর্কের ভিত্তিতেই নিজেদের দাবিগুলো জোরালোভাবে উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা মনে করেন, এ মুহূর্তে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান ধরে রাখা জরুরি। তাই আপাতত ক্ষোভ প্রকাশ করে বিএনপিকে আলোচনার টেবিলে আনার কৌশল নিয়েছেন তারা। অবশ্য বৈঠকে এমন আলোচনাও হয় যে, বিএনপির সঙ্গে শেষ পর্যন্ত সমঝোতা না হলে প্রয়োজনে তারা নিজেরা জোটবদ্ধ হয়ে ৩০০ আসনে নির্বাচন করবেন। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজ শনিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে বৈঠকের পর আবারও নিজেরা বসে পরবর্তী করণীয় ঠিক করবেন মিত্ররা।

নির্বাচনী সমঝোতার সম্ভাবনা নিয়ে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কালবেলাকে বলেন, সবচেয়ে দুর্দিন-কঠিন দিনগুলোতে যারা রাজপথে লড়াইয়ে শরিক ছিলেন, তাদের ক্ষেত্রে প্রধান শরিক বিএনপিকে যথাযথ বিবেচনা করতে হবে। এটা বিএনপির কোনো দয়া-দাক্ষিণ্যের ব্যাপার নয়, এটা ন্যায্যতা-মর্যাদা-প্রতিনিধিত্বের প্রশ্ন। লড়াইয়ের এ মানুষগুলো যাতে পার্লামেন্টেও আসতে পারেন, পার্লামেন্টে যাতে লড়াইয়ের একটা প্রতিনিধিত্ব থাকে এটাই বিবেচনার প্রশ্ন। বিএনপি নির্বান্ধব হওয়ার যে কৌশল নিয়েছে, আশা করি, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সেখান থেকে সরে আসবে এবং সবাইকে আস্থার মধ্যে নিয়ে তাদের মিত্র-বন্ধুর সংখ্যা বাড়াবে। কেননা, সামনে অনেক বড় ঝুঁকি আছে, সেখানে আমাদের ঐক্যবদ্ধতা লাগবে।

যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে বিএনপির মুলতবি বৈঠক প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এটা নিয়ে যাতে ভুল বোঝাবুঝি না হয় এবং অনেকেই আসতে না পারায় বিএনপি বৈঠকটি শনিবারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, বিএনপির সঙ্গে ৪০টির বেশি দল ২০২২ সাল থেকে যুগপৎ আন্দোলন করেছে। আমরা নিপীড়ন, রিমান্ড, নির্যাতন সবকিছু সহ্য করেছি। এখন নির্বাচন সামনে, প্রতিটি দলেরই প্রত্যাশা আছে। বিএনপি এরই মধ্যে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। শরিকরাও দলগতভাবে প্রার্থী ঘোষণা করেছে। এখন মূল আলোচনা হবে কতটি আসন শরিকদের জন্য ছাড়া হবে। এ বিষয়ে তারা সঠিক ও ন্যায্য সিদ্ধান্ত আশা করেন।

বিএনপি ২০১৮ সালে শরিকদের জন্য ৫৯টি আসন ছেড়েছিল। সে সময় জামায়াতকে ২২টি আসন ছাড়লেও পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনে দলটি এবার বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। তাই শরিকদের জন্য বিএনপির এবার আসন ছাড়ের সংখ্যাও কম হবে। জানা গেছে, সেই সংখ্যা ১৫-এর মতো হতে পারে। বিএনপির নেতৃত্বে নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া চলমান। ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্ররা ছাড়াও জামায়াতের বাইরে দু-একটি ইসলামী দল এ জোটে অন্তর্ভুক্ত হতে পারে বলে আলোচনা রয়েছে।

11/12/2025

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি।

সাজিদকে উদ্ধার শেষে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর রাত ১০টায় শিশুটি মা'রা গেছে বলে ঘোষণা দেন চিকিৎসকরা।

09/12/2025

বেশিক্ষণ ফোন ব্যবহার করলে কি ক্যানসারের ঝুঁকি বাড়ে?

মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে অনেকের মনে একটি প্রশ্ন সবসময় ঘোরে- এতক্ষণ ফোন ব্যবহার করলে কি ক্যানসারের ঝুঁকি বাড়ে? ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (ANSES) তাদের সাম্প্রতিক বিশ্লেষণে জানিয়েছে, মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ক্যানসারের কোনো প্রমাণিত সম্পর্ক এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সংস্থাটি প্রায় এক হাজার বৈজ্ঞানিক প্রকাশনা পর্যালোচনা করে সবচেয়ে নির্ভরযোগ্য ২৫০টি গবেষণার ডেটা বিশ্লেষণ করেছে, যেখানে মোবাইল ব্যবহারে ক্যানসারের ঝুঁকি বাড়ার কোনো প্রমাণ মেলেনি। আনাদোলু এজেন্সি ও এর নিশ্চয়তা দিয়েছে। ফরাসি চ্যানেল BFM TV ও জানিয়েছে যে রেডিওফ্রিকোয়েন্সি তরঙ্গের সংস্পর্শে ক্যানসার হওয়ার সম্ভাবনা দেখা যায়নি।

ANSES এর ইউনিট প্রধান অলিভার মার্কেল বলেছেন, বিষয়টি জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত, কারণ এখন খুব ছোট বয়স থেকেই সবাই রেডিওফ্রিকোয়েন্সি তরঙ্গের সংস্পর্শে আসে। যদিও এ পর্যন্ত কোনো সরাসরি ঝুঁকি পাওয়া যায়নি, তবুও শিশুদের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। কারণ শিশুদের মোবাইল ব্যবহারের সময় বেশি এবং তারা সম্ভাব্য প্রভাবের প্রতি কিছুটা বেশি সংবেদনশীল হতে পারে।

কিছু ল্যাব গবেষণায় দেখা গেছে, রেডিওফ্রিকোয়েন্সি তরঙ্গের সংস্পর্শে কোষে সাময়িক কিছু পরিবর্তন দেখা দিতে পারে। তবে আশার বিষয় হলো - সংস্পর্শ কমার পর কোষ আবার দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। অর্থাৎ এসব পরিবর্তন স্থায়ী নয় এবং এখনো পর্যন্ত এগুলোকে ক্ষতিকর বলা যায় না।

ANSES আরও জানায় যে ইয়ারফোন, হ্যান্ডস-ফ্রি বা স্পিকারের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় মানুষের শরীর সরাসরি যেসব তরঙ্গ পায় তা কমেছে। তবে 4G, 5G, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারের বৃদ্ধি এবং অ্যান্টেনার সংখ্যা বাড়ায় পরিবেশে তরঙ্গের উপস্থিতি কিছুটা বেড়েছে। তবুও এই মাত্রাকে বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ বলা যায় না, কারণ তা এখনো নিরাপদ সীমার মধ্যেই রয়েছে।

সংক্ষেপে বলা যায়, মোবাইল ফোন ব্যবহারে ক্যানসারের ঝুঁকি বাড়ে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। যদিও শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকা ভালো, বর্তমান গবেষণার ভিত্তিতে বলা যায় যে নিয়মিত মোবাইল ব্যবহারের কারণে ক্যানসারের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

07/12/2025

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় এক ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

07/12/2025

চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছেন প্রাথমিক শিক্ষকরা। দীর্ঘ ৬ দিন পরে পুনরায় সহকারী শিক্ষকদের সহায়তায় চলছে পরীক্ষা

07/12/2025

LIVE: নেছারাবাদ উপজেলা পরিষদ সংলগ্ন 'ক্যাফে প্লাস ফুড কর্নার' থেকে ঘুরে আসুন...

06/12/2025
06/12/2025
03/12/2025

প্রাণি হত্যার সর্বোচ্চ শাস্তি কী?
প্রাণির প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ করা, সদয় আচরণ প্রদর্শন করার লক্ষ্যে ২০১৯ সালের প্রাণি কল্যাণ আইনটি প্রণয়ন করা হয়।

আইনজীবীরা বলছেন, এই আইনের অধীনে সংঘটিত অপরাধ নন-কগনিজেবল বা অ-আমলযোগ্য এবং জামিনযোগ্য।

পোষ্য এবং মালিকবিহীন দুই ক্যাটাগরিতে প্রাণিকে ভাগ করা হয়েছে এই আইনে।

এই আইনে উল্লেখিত কোনো কারণ ব্যতীত মালিকবিহীন কোনো প্রাণিকে নিধন বা অপসারণ করা যাবে না।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, "মালিকবিহীন কোনো প্রাণি, যেসব কুকুর বা বিড়াল পোষা নয়, এমন পথকুকুর বা বিড়াল এমন প্রাণীকে কেউ যদি হত্যা করে তবে সেটা হবে অপরাধ, এই অপরাধে শাস্তির বিধানও আছে।"

প্রাণির প্রতি কি কি আচরণ নিষ্ঠুর হিসেবে বিবেচনা করা হবে তা এই আইনের ছয় ও সাত ধারায় উল্লেখ করা হয়েছে।

অঙ্গহানি করা এবং বিষ প্রয়োগে প্রাণি হত্যাকেও অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।

তবে যদি কোনো প্রাণি সংকটাপন্ন অবস্থায় থাকলে বা অনিরাময়যোগ্য অসুস্থ হলে, তাকে বাঁচিয়ে রাখা নিষ্ঠুরতা বলে মনে হলে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ক্রমে ব্যথাহীন মৃত্যু ঘটানো যাবে।

এছাড়া পোষ্য বা পথকুকুর বা বিড়ালকে হত্যা, নির্যাতন বা তার প্রতি নিষ্ঠুর আচরণ করার আইনে সুযোগ নাই বলে মন্তব্য করেন মি. মোরসেদ।

"যদি কেউ এ সমস্ত ঘটনা করে তবে তার জন্য ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা দশ হাজার টাকা জরিমানা। আর যদি দ্বিতীয়বার করে তাহলে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা.. এই শাস্তির বিধানটাও আছে " বলেন আইনজীবী মি. মোরসেদ।

এই শাস্তি পোষ্য এবং মালিকানাবিহীন বা পথকুকুর বা বিড়াল উভয়ের জন্যই এই শাস্তি প্রযোজ্য।

তিনি জানান, এই আইনের অধীনে প্রাণির প্রতি যেসব অপরাধের কথা বলা হয়েছে সেগুলোর বিচার করতে পারবে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্টও।

বাংলাদেশে বিদ্যমান প্রাণি কল্যাণ আইন অনুযায়ী, প্রাণি হত্যার সর্বোচ্চ সাজা দুই বছরই বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী।

02/12/2025

সবাই যখন দাবি আদায় করছে, সাংবাদিকরা বসে কেন?? কিছু একটা নিয়ে আন্দোলন করুন!!

01/12/2025

LIVE : প্রতিবন্ধী বিদ্যালয়ে স্বীকৃতি ও এমপিওভুক্তির লক্ষ্যে সারাদেশে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের শিক্ষক কর্মচারীগণের অবস্থান কর্মসূচি

তারিখ : ১ ডিসেম্বর ২০২৫ ইং, সোমবার
স্থান : জাতীয় প্রেসক্লাব চত্বর, ঢাকা।

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when দেবাশীষ মন্ডল আশীষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেবাশীষ মন্ডল আশীষ:

Share