নিয়মিত সকল পোস্ট সবার আগে পেতে পেজটি ফলো দিয়ে "favourites" করে রাখুন।
17/09/2025
আমার গ্রুপের সকল মেম্বারদের জন্য সুখবর।।।
আমাদের আগামীকালকে ২৩ হাজার টাকার যে অফারটি আছে সেটা সব লেভেল থেকেই পেতে পারে।। তাই আপনারা আপনাদের যে ফোন নম্বর গুলা আছে তা দিয়ে বেশি বেশি করে একাউন্ট করুন।।একেক জন সর্বনিম্ন পাঁচটা করে একাউন্ট করবেন।। কারণ আগামীকালকের যে অফারটা আছে এটা আপনার ভাগ্যের লেগে যেতেও পারে।।। তাই আপনাদের যে ফোন নম্বর গুলো আছে চেষ্টা করবেন যে নম্বর দিয়ে করা আছে সেটা দিয়ে তো আর করতে পারবেন না বাকি যে নম্বরগুলো আছে এগুলো দিয়ে বেশি বেশি করে একাউন্ট করার চেষ্টা করবেন।।।
রেফার লিঙ্ক :- https://geeu.pro/clOcex
12/09/2025
আমরা সবাই জানি, জীবনে টিকে থাকতে এবং সুন্দরভাবে বাঁচতে সবারই অর্থের প্রয়োজন।
আর সেই অর্থ আসে একটি নির্ভরযোগ্য আয়ের সিস্টেমের মাধ্যমে।
🔹 BeeTech সেই আয়ের সিস্টেমটি তৈরি করেছে---
যেখানে প্রতিদিনের সাধারণ কেনাকাটাই ধীরে ধীরে আপনাকে নিয়ে যাবে অর্থনৈতিক স্বচ্ছলতার পথে।
👉 একবার ভেবে দেখুন,
আমরা প্রতিদিনই কেনাকাটা করে থাকি। কিন্তু যদি সেই কেনাকাটা থেকেই আয়ের সুযোগ তৈরি হয়, তাহলে কি সেটা আমাদের জন্য একটি সুযোগ নয়?
BeeTech সেই সুযোগটাই বাস্তবায়ন করছে।
অনেকেই BeeTech-এর সাথে এগিয়ে যাচ্ছে।
আর যারা ভালোভাবে জানবে এবং বোঝবে, তারাও নিশ্চয়ই এগিয়ে আসবে ইনশাআল্লাহ।
মনে রাখুন, কেনাকাটার মাধ্যমেই এখন থেকে সংগ্রহ করবেন পয়েন্ট- সেখান থেকেই নিশ্চিত হবে দুই ধরনের ইনকাম!
১/ক্লাব ইনকাম ২/ক্লাব বোনাস!
BeeTech মানেই সচ্ছলতা, BeeTech মানেই অর্থনৈতিক মুক্তির পথ।
ফ্রিতে রেজিষ্ট্রেশন করুন
👇 https://beetc24.com/index.php?route=account/register&ref=380884
Be the first to know and let us send you an email when সুহাসিনী ২.০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
আমর বিল মারুফ (বামিহাল-কলেজ):-রহমত ইকবাল অনার্স কলেজ নাটোর জেলার সিংড়া থানায় অবস্থিত।প্রাকৃতিক সৌন্দর্য্যে ও সম্পদে ভরপুর চলনবিলের প্রাণকেন্দ্র 'শিক্ষা পল্লী' বামিহালে ১৯৯০ সাল থেকে শুরু করে আজ অব্দী 'প্রকৃতির রাজ প্রাসাদ' হয়ে দাঁড়িয়ে আছে রহমত ইকবাল অনার্স কলেজ। এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টা ও সরকারী তত্ত্বাবধানে তিলে তিলে গড়ে উঠেছে আমাদের এই কলেজটি। কলেজটির দিন দিন যেমন অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে তেমনি উন্নতি হচ্ছে শিক্ষার মানেরও। কলেজটি কে সিংড়া তথা নাটোরের একটি মডেল কলেজে পরিণত করতে উন্নয়নের ধারাকে সচল করে রেখেছেন, আমাদের সিংড়ার গর্ব, বিশ্ব যুব নেতা, মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক।
কলেজটির শিক্ষার মান উন্নয়নে, কলেজ ক্যাম্পাস কে দর্শনীয় করে রাখতে, আদর্শ পাঠদানের পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছেন। জ্ঞান তাপস্ব, রবীন্দ্র ভক্ত, সরল ও উদার মনের অধিকারী, তিনি যেন সকল আদর্শের আদর্শ। আমাদের সবার প্রিয় অধ্যক্ষ স্যার জনাব মুনসুর রহমান মুকুল। আদর্শ পাঠদানে ঘাম ঝড়িয়ে যাচ্ছেন, এ কলেজের প্রতিটি শিক্ষক।
★১৯৯০ সালে কলেজটি স্থাপিত হয়। শুরুতেই অল্প কিছু ছাত্র-ছাত্রী নিয়ে কলেজটি যাত্রা শুরু করে। একটি মাত্র টিনের ঘর নিয়ে ক্লাস শুরু হয়।১৯৯৭ সালে কলেজটি এমপিও ভূক্ত হয়। শুরুতে কলেজটিকে সচল করতে কলেজের অধ্যক্ষ মহোদয় স্যার ও কর্মচারীরা গ্রামে গ্রামে গিয়ে ধান তুলেছেন।এমপিও ভূক্ত হোয়ার পর কলেজটিকে আর পিছনে তাকাতে হয়নি।১৯৯০ থেকে শুরু করে ২০১৭ সাল তথা এই দীর্ঘ ২৭বছরে কলেজের উন্নয়ন তরঙ্গে গতিতে চলছে।নিচে তার কয়েকটি তুলে ধরা হলো।
★উচ্চমাধ্যমিক পর্যায়ে আমাদের
পঠিত বিভাগ সমূহ :-
#মানবিক
#বানিজ্য
#বিজ্ঞান
★স্নাতক সম্মান পর্যায়ে আমাদের
পঠিত বিভাগ সমূহ :-
১/ বাংলা
২/ সমাজ বিজ্ঞান
৩/ রাষ্ট্র বিজ্ঞান
৪/ মনোবিজ্ঞান
৫/ ইতিহাস
৬/ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
৭/ সমাজ কর্ম
৮/ ভূগোল ও পরিবেশ বিদ্যা
৯/ দর্শন
১০/ অর্থনীতি
** প্রত্যেক বিষয়ে ৫০ টি করে আসন মাত্র।
** আরও দুইটি বিষয় আওতাধীন আছে।
★স্নাতক পর্যায়ে আমাদের
পঠিত বিভাগ সমূহ :-
* বিবিএ
* বিএসএস
* বিএ
* বিএসসি প্রোগ্রাম প্রক্রিয়াধীন আছে।
★আমাদের কলেজের বৈশিষ্ট্য সমূহ।
* গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ -সুবিধা।
* প্রতি সপ্তাহে ক্লাস টেস্ট পরীক্ষার ব্যবস্থা।
*অভিজ্ঞ, সুদক্ষ ও যোগ্যতা সম্পূর্ণ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদানের ব্যবস্থা।
* কলেজের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বছরে তিনটি পরীক্ষা গ্রহন।
* প্রতিবছর পাবলিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন।
* ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ একটি সু-সজ্জিত আধুনিক কম্পিউটার ল্যাব।
* বহিরাগত ছাত্র-ছাত্রীদের থাকার জন্য হোস্টেলের সুব্যবস্থা।
*লেখা পড়ার পাশাপাশি নিয়মিত চিত্ত বিনোদের সুব্যবস্থা।
* প্রতিটি পাবলিক পরীক্ষায় ভালো ফলাফলের করার জন্য সংবর্ধনার ব্যবস্থা।এছাড়াও নবীন বরণ,বিদায় অনুষ্ঠান,সাংস্কৃতিক অনুষ্ঠান,মিলাদ মাহফিল,পুজা ও বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
★কলেজে রয়েছে সুদীর্ঘ খেলার মাঠ।
★কলেজের ভবন সমূহ :-
* বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন।
* শেখ কামাল আইসিটি ভবন।
* রবীন্দ্র বাংলা ভবন।
* শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাস।
* এম এ ওয়াজেদ বিজ্ঞানাগার।
* কেন্দ্রীয় মসজিদ ও পাঠাগার।
* পল্লী কবি জসিম উদ্দীন ছাত্রাবাস।
* লালন শাহ্ সংগীত ও নাট্য ভবন।
★নির্মানাধী ভবন সমূহ:-
* কলেজ মার্কেট।
* কলেজর অভ্যন্তরীণ গ্যারেজ।
* স্মৃতি কেন্দ্র।
* ক্যান্টিন।
★সুদক্ষ অধ্যক্ষ মহোদয় স্যার ও কলেজ পরিচালনা কমিটির তত্ত্বাবধানে কলেজটি খুব সুন্দর পরিচালিত হচ্ছে।
"সাহিত্য মানুষের মনের খোরাক
তাই বেশি বেশি করে সাহিত্য পড়ে জ্ঞান চর্চা করুন"