CBM News

CBM News CBM NEWS TV. একটি অনলাইন চ্যানেল, C.B.M.NEWS TV. সত্যের সন্ধানে সারাক্ষণ, যেকোনো অনিয়ম দুর্নীতির তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন

29/10/2025

,,,,দয়াল,, নবী,, কোথায়,, রইলা,, আমিনুল,, সরকারের,, বাউল, গান,,

খুলনা কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু হাসানের বিরুদ্ধে ৫০০০/৭০০০‌,টাকা নিয়ে ...
29/10/2025

খুলনা কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু হাসানের বিরুদ্ধে ৫০০০/৭০০০‌,টাকা নিয়ে পানির ট্যাংক সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ।

কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু হাসানের নামে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তিনি বহুদিন যাবত বিভিন্ন অনিয়মের সাথে জোড়িত আছেন বলে জানা গেছে।তিনি বিভিন্ন দিন যাবত পানির ট্যাংক দেওয়ার নাম করে তার ওয়ার্ডের বিভিন্ন লোকের থেকে ৫০০০/৭০০০,টাকা নিছেন বলে জানা গেছে ।

আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা🥰 সারা জীবন সুস্থ থাকেন।মহান আল্লাহ তায়ালা আপনাকে দীর্ঘায়ু করুক🤲। দুনিয়ার সব ...
29/10/2025

আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা🥰 সারা জীবন সুস্থ থাকেন।মহান আল্লাহ তায়ালা আপনাকে দীর্ঘায়ু করুক🤲। দুনিয়ার সব সুখ আপনার হোক ,সবাইকে নিয়ে সুখে থাকেন❤️❤️❤️
🥰🥰 শুভ জন্মদিন প্রিয় ভাই 🥰🥰

আশুলিয়ার জামগড়ায় ভূঁইয়াপাড়া বাঁশতলা মোড়ে আফজাল খানের নেতৃত্বে চলছে জোয়ার বোর্ড ও মাদকের ব্যবসা।ঢাকা জেলা আশুলিয়া জামগর...
29/10/2025

আশুলিয়ার জামগড়ায় ভূঁইয়াপাড়া বাঁশতলা মোড়ে আফজাল খানের নেতৃত্বে চলছে জোয়ার বোর্ড ও মাদকের ব্যবসা।

ঢাকা জেলা আশুলিয়া জামগরা এলাকায় আফজাল খানের নেতৃত্বে চলছে জোয়ার বোর্ড ও মাদকের ব্যবসা।

যুব সমাজের ধ্বং'সে'র লীলা খেলা,,,মোঃ শাহিন মিয়া জোয়া খেলায় বাধা দিলে

প্রাণনাশের হু'ম'কি দেন,সন্ত্রাসী আফজাল খান।
এমনকি লোহার রড নিয়ে, হু'ম'কি-ধমকি দেয় এলাকা ছাড়া নির্দেশ দেয়, কে এই সন্ত্রাসী আফজাল খান। আফজাল খানের খুটির জোর কোথায়।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, আশুলিয়া শিল্পাঞ্চল জামগড়া এখানে অনেক শ্রমজীবী মানুষ এই জোয়ার আসরে নষ্ট হয়ে যাচ্ছে।

প্রতিদিন বহু মানুষ এই জোয়ার ও মাদকের আসরে লিপ্ত হয়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে যুব সমাজ, জোয়ার ও মাদকের টাকার জন্য বেড়েই চলছে, চুরি ছিনতাই ডাকাতি।

স্থানীয়রা জানায় প্রশাসনের উদ্যোগে যেন আফজালের এই জোয়া না চালাতে পারে
এলাকার সচেতন মহল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি,, এই সন্ত্রাসী আফজাল খান কে আইনের আওতায় আনা হোক

আশুলিয়া জামগড়া ভূইয়াপাড়া  বাঁশতলা মোড়ে আফজাল খানের নেতৃত্বে চলছে,,  জোয়ার বোর্ড ও যুব সমাজের ধ্বং'সে'র লীলা খেলা,, জো...
29/10/2025

আশুলিয়া জামগড়া ভূইয়াপাড়া বাঁশতলা মোড়ে আফজাল খানের নেতৃত্বে চলছে,, জোয়ার বোর্ড ও যুব সমাজের ধ্বং'সে'র লীলা খেলা,, জোয়া খেলায় বাধা দেন,,মোঃ শাহিন মিয়া,জোয়া খেলায় বাধা দেওয়া প্রাণনাশের হু'ম'কি দেন,সন্ত্রাসী আফজাল খান,,এমনকি লোহার রড নিয়ে, হু'ম'কি-ধমকি দেয় এলাকা ছাড়া নির্দেশ দেয়, কে এই সন্ত্রাসী আফজাল খান।

এলাকাবাসীর দাবি,, এই সন্ত্রাসী আফজাল খান কে আইনের আওতায় আনা হোক।।

29/10/2025

শুভ সকাল আমার ভালোবাসা সবার জন্য রইল বিশেষ করে,
আপনারা যারা নতুন একদিন না একদিন সফলতা আসবেই, আপনাদের জন্য শুভ কামোনা রইলো 👇💯💚

Md Ibrahim Khan
29/10/2025

Md Ibrahim Khan

29/10/2025

শুভ সকাল

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালীবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...
28/10/2025

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালী
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এই র‍্যালী টঙ্গীর রাজপথ মুখরিত করে তোলে।
​অনুষ্ঠানের মূল আকর্ষণ ও র‍্যালীর নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য রাজীব বিন শহীদ রিগান। তার গতিশীল নেতৃত্বে র‍্যালিটি সফলভাবে সম্পন্ন হয় এবং নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
​যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই র‍্যালীতে যুবদলের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে স্লোগানে টঙ্গীর পরিবেশ প্রাণবন্ত করে তোলেন। দলের আদর্শ ও আগামীর আন্দোলন-সংগ্রামের বার্তা ছড়িয়ে দিতেই এই র‍্যালীর আয়োজন করা হয়।

28/10/2025

আমি নতুন বন্ধুদের ⭐ ১০ টা করে স্টা*র দিচ্ছি। তাদের কাজের গতি বাড়ানোর জন্য....
নতুন বন্ধুরা সাড়া দাও.....

বিট ও কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের মাধ্যমে মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই দমন করা হবে -- তারেক আল মেহেদী। আজ ২৮ অক্টোবর...
28/10/2025

বিট ও কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের মাধ্যমে মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই দমন করা হবে -- তারেক আল মেহেদী। আজ ২৮ অক্টোবর ২০২৫ খ্রি. (মঙ্গলবার) বিকেল ০৪.১৫ ঘটিকায় ফতুল্লা থানার ধর্মগঞ্জে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান "জাগরণী ক্রীড়া চক্র" এর আয়োজনে "সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার "ক" সার্কেল, নারায়ণগঞ্জ । এস.এম শহীদুল ইসলাম সভাপতি, জাগরণী ক্রীড়া চক্র; মোঃ শওকত আলী খান জুময়া, সাধারণ সম্পাদক জাগরণী ক্রীড়া চক্রসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, স্কুল-কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

রূপসায় জামায়াতে ইসলামীর পল্টন ট্রাজেডি দিবসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত রূপসায় জামায়াতে ইসলামীর পল্টন ট্রাজেডি দিবস...
28/10/2025

রূপসায় জামায়াতে ইসলামীর পল্টন ট্রাজেডি
দিবসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
রূপসায় জামায়াতে ইসলামীর পল্টন ট্রাজেডি দিবস-২০০৬ উপলক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। উপজেলা জামায়াতের উদ্যোগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-৪ আসনে এমপি প্রার্থী ও জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ। ছিলেন।

Address

Norsinghpur Saver
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when CBM News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CBM News:

Share