
01/09/2025
পাপী বান্দাঃ ১৭০
"রিয়াদ,
জানি না আপনি এটা দেখবেন কি না। তবুও লিখছি। আজকে চিঠি দিবস। তাই ভাবলাম যে মানুষটা এতদিন ধরে মনে রয়েছে তাকে একটা চিঠি লিখলে মন্দ হয়না।বিষয়টা আপনার কাছে খারাপ লাগলে আমি দুঃখিত। আপনাকে আমার ভালোলাগে, যদি জিজ্ঞেস করেন কি কারণে, সেটা আমিও জানিনা। হয়তো কোনো কারণ ছাড়াই ভাল্লাগে। কারণে অকারণে ভাল্লাগে। আপনাকে হুট করে একদিন দেখেই ভালো লেগে যায়নি। আপনাকে অনেক আগে থেকেই চিনি।হয়তো সেই স্কুল জীবন থেকে। আপনি হয়তো কখনো আমাকে খেয়ালও করেননি। না করারই কথা। খেয়াল করার মতো অসাধারণ আমি নই। আপনার সাথে কখনো কথা বলার সুযোগ হয়নি। আর কখনো সাহস ও হয়ে ওঠেনি। জীবনে কখনো কাউকে চিঠি লিখিনি। আজ প্রথমবার লিখছি, তাই খারাপ লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন।"