Islamic media

Islamic media সত্যের সাথে, সঠিক তথ্য নিয়ে।

আলহামদুলিল্লাহ!Adibazar   চলে এসেছে —স্বল্প পরিমাণে খাঁটি মধু ও খাঁটি ঘি!স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করুন —দেরি কিসের? এখ...
28/04/2025

আলহামদুলিল্লাহ!

Adibazar চলে এসেছে —
স্বল্প পরিমাণে খাঁটি মধু ও খাঁটি ঘি!

স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করুন —
দেরি কিসের? এখনই অর্ডার করতে ইনবক্সে নক দিন!
অথবা সরাসরি কল করুন 01608-803666 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমু যেকোনো এক জায়গায় নক দিতে পারেন।

সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করুন বিশুদ্ধতার স্বাদ।
বিশ্বাসের সাথে পেয়ে যান ঘরের প্রয়োজনীয় খাঁটি পণ্য।

খাঁটি পণ্যের বিশ্বস্ত ঠিকানা — আদিবাজার!

#আদিবাজার #খাঁটিপণ্য #মধু #ঘি #বিশুদ্ধতা #বিশ্বস্তঠিকানা #সাশ্রয়ীমূল্য

৫ই আগস্টের পরবর্তী সময়ে বিএনপি এবং জামায়াত উভয় দলই ভারতের সঙ্গে ভালো যোগাযোগ বজায় রাখছে। কারণটা একেবারেই স্পষ্ট—১/১১...
25/04/2025

৫ই আগস্টের পরবর্তী সময়ে বিএনপি এবং জামায়াত উভয় দলই ভারতের সঙ্গে ভালো যোগাযোগ বজায় রাখছে। কারণটা একেবারেই স্পষ্ট—১/১১-এর মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো এবং পরবর্তী ১৬ বছর তাকে টিকিয়ে রাখা শুধুমাত্র ভারতের সহায়তায়ই সম্ভব হয়েছে। এমনকি আওয়ামী লীগ নিজেরাই স্বীকার করেছে, “দিল্লি আছে তো আওয়ামী লীগ আছে।” অর্থাৎ, ভারত স্বামী আর আলগা মোমেনসহ আওয়ামী লীগ স্ত্রী।

এখন বিএনপি-জামায়াতের স্পষ্ট উপলব্ধি—ক্ষমতায় যেতে হলে এবং তা টিকিয়ে রাখতে হলে ভারতের বিকল্প নেই। ভারত যদি যেকোনো এক দলকে স্ত্রীর মর্যাদা দেয়, তাহলেই সেই দল আগামী বাংলাদেশের ক্ষমতাধর হবে। তাই দেখা যায়, উভয় দলই আজ প্রকাশ্যে বলছে—“এখন হাসিনা নেই, আমাকে তোমার বিছা*নায় নাও। আমি হাসিনার চেয়ে বেশি মজা দিতে পারব।” (এই শব্দ ব্যবহারের জন্য দুঃখিত।)

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—ভারত কি এদের কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে? আওয়ামী লীগের বিকল্প ভাববে?
উত্তর: না। তবে যেহেতু এরা বিছানায় যেতে চাইছে, ভারত তাদের দিয়ে ম*জা লুটবেই। ছল-চাতুরী আর মি*থ্যা প্রেম দেখিয়ে প্রথমে ব্যবহার করবে, তারপর আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনবে। তখন বলবে—“যা বে((শ্যা, তোদের আর দরকার নেই।” কারণ, ভারত কখনো তার ‘ধর্মের আওয়ামী লীগ’ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করে না।

★ এখন আপনি হয়তো বলবেন—“ওই ব্যাটা, তারা ধ+র্ষিতা হতে চাইলে তোর কী?”
আসলে ভাই, তারা বা তাদের চৌদ্দগুষ্টি মজার পাত্র হলে আমার আপত্তি নেই। কিন্তু ব্যাপারটা যখন রাষ্ট্রীয়, তখন একজন সচেতন নাগরিক হিসেবে আমার সমস্যা থাকবেই।

১/ জিয়াউর রহমানের একটি রাজনৈতিক ভুল আমাদের ওপর আওয়ামী লীগকে চাপিয়ে দিয়েছে।
২/ জামায়াত আওয়ামী লীগের সঙ্গে মিলে বিএনপিকে ক্ষমতাচ্যুত করেছিল—এর ভোগান্তি শুধু জামায়াত না, গোটা জাতিকেই পোহাতে হয়েছে।

এটা যদি শুধু দলীয় রাজনীতির বিষয় হতো, তাহলে কিছু বলার দরকার হতো না। কিন্তু যেহেতু এর প্রভাব আমাদের সবার ওপর পড়ছে, তাই সামান্য হলেও প্রতিবাদ আমাদের করতেই হবে।

মুফতি আব্দুল মালিক হাফিঃ কেমন!পড়ুন আজকের কারগুজারি।খতিব আব্দুল মালিক হাফিঃ প্রোগ্রাম শেষ হবার পর স্টেজে বসে আছেন। গেস্ট ...
13/04/2025

মুফতি আব্দুল মালিক হাফিঃ কেমন!
পড়ুন আজকের কারগুজারি।

খতিব আব্দুল মালিক হাফিঃ প্রোগ্রাম শেষ হবার পর স্টেজে বসে আছেন। গেস্ট সবাই চলে গেছেন একা উনিই বসা শরীর অনেকটা অসুস্থ। সর্বশেষ উনাকে নিয়ে মন্দির গেইটে যাওয়া হয় পায়ে হেঁটে সেখান থেকে কাকরাইল যাবেন কিন্তু একটা গাড়ি নেই রিক্সা ও পাওয়া যাচ্ছেনা।
অনেক কষ্টের পর একটা ছোট ভ্যান পাওয়া যায় মুফতি আব্দুল মালিক হাফিঃ চালকের কাছে গিয়ে বলতেছেন ভাই কষ্ট হবে, যেতে পারবেন?!

অবশেষে হুজুর সাধারণ মানুষের মতো ভ্যানে বসে কাকরইল গেইটে আসেন আমাদের আস সুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা দৌড়ে হুজুরের সাথে কাকরাইল গেইটে আসেন। হুজুর ভ্যান থেকে নামলেন পকেট থেকে একটা টাকার খাম বের করে ভ্যান চালকের হাতি দিয়ে আস্তে করে বললেন ভাই এগুলো আমাদের পক্ষ থেকে আপনাকে হাদিয়া!
টাকা না গুণেই দিয়ে দিছেন।

কতটা দুনিয়া বিমুখ একটু চিন্তা করুন!
বারাকাল্লাহু ফি হায়াতিহ।
সালিকুর রাহমান

বর্তমান মুসলিম বিশ্বের সবচেয়ে জটিল ও কৌশলী তিন রাজনৈতিক মস্তিষ্ক—একই ফ্রেমে। তাঁদের সঙ্গে রয়েছেন ইন্দোনেশিয়ার প্রধানম...
12/04/2025

বর্তমান মুসলিম বিশ্বের সবচেয়ে জটিল ও কৌশলী তিন রাজনৈতিক মস্তিষ্ক—একই ফ্রেমে। তাঁদের সঙ্গে রয়েছেন ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীও।

সম্ভাব্য ক্যাপশন:
হাকান ফিদানকে কী বলছেন আহমাদ শারা?
— “স্যার ফিদান, শুরু থেকেই আপনি যেভাবে নির্দেশনা দিয়েছেন, অক্ষরে অক্ষরে তা অনুসরণ করেছি। আর সে কারণেই আজ আমি দামেস্কের মসনদে।”

11/04/2025

আজ সকল মুসলিম শাসকদের ওপর জি-'হা'-দ ফরজে আইন।

পাকিস্তানে আয়োজিত ফি'লি'স্তিন বিষয়ক জাতীয় কনফারেন্সে শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানি দা.বা.-এ ফতোয়া দিয়েছেন।

10/04/2025

দুই দেশ। মাঝখানে সীমানা প্রাচীর। এক পাশে ফিলিস্তিনের গাজা, আরেক পাশে মিশরের রাফাহ।
গাজা জ্বলছে আগুনে, রক্তে। আর রাফাহতে চলছে নাচ-গান, উৎসবের আমেজ।
এটাই তো জাতীয়তাবাদ!
ভিন্ন সীমানা, ভিন্ন পতাকার নিচে উম্মাহ বিভক্ত।
উম্মাহর এক অঙ্গে কান্না, আরেক অঙ্গে আনন্দ!

10/04/2025

একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারুন এবং একটা আব্দুল্লাহ ইবনে উবাইকে এক সাথে একটা গ্লাসের মধ্যে মিক্সড করলে একটা শেখ হাসিনা হয়।

এরপরেও কি আবু বকর জাকারিয়া নামক মূর্খকে মুসলমান বলার সুযোগ আছে? তার খোদা মাঝে আর হিন্দুদের দেবতার মাঝে কি পার্থক্য রইলো?...
02/10/2024

এরপরেও কি আবু বকর জাকারিয়া নামক মূর্খকে মুসলমান বলার সুযোগ আছে? তার খোদা মাঝে আর হিন্দুদের দেবতার মাঝে কি পার্থক্য রইলো? এই জানো)য়ার খারেজী খারেজী খেলতো এখন সেই সুযোগ পাচ্ছে না বলে পাগলের মতো বকছে

এতো পাগলামি না করে। মানুষ তোমাদের বিশ্বাস করে দিয়েছে কুমিল্লায় একে সুষ্ঠু বন্টন করলে ভবিষ্যতেও এই রকম উদ্যোগ নেওয়া যেতো।
01/10/2024

এতো পাগলামি না করে। মানুষ তোমাদের বিশ্বাস করে দিয়েছে কুমিল্লায় একে সুষ্ঠু বন্টন করলে ভবিষ্যতেও এই রকম উদ্যোগ নেওয়া যেতো।

❝মাঠপর্যায়ের কাজ করতে গিয়ে আমাদের সামান্য ভুল হতেই পারে! কাজ করলে ভুল হবেই! সুতরাং আমাদের কোনও কথা বা কাজের মাধ্যমে যদি ...
28/09/2024

❝মাঠপর্যায়ের কাজ করতে গিয়ে আমাদের সামান্য ভুল হতেই পারে! কাজ করলে ভুল হবেই! সুতরাং আমাদের কোনও কথা বা কাজের মাধ্যমে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন; তাহলে উম্মাহর বৃহৎ ঐক্যের স্বার্থে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাদের ক্ষমা করে দিন।❞🌺

পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহু💝

এবার অন্ধ মুরিদ তোমারা যদি ভালো না হও তাহলে স্পষ্ট তোমরা পীরকে মানো না।

যারা ইসলামি আন্দলোনের যদি ভালো চাচ্ছেন! তাদের বলবো নায়েবে আমির কি বক্তব্য দিবে তা আগে লিখে দেওয়ার ব্যবস্থা করেন। অন্যথায়...
26/09/2024

যারা ইসলামি আন্দলোনের যদি ভালো চাচ্ছেন! তাদের বলবো নায়েবে আমির কি বক্তব্য দিবে তা আগে লিখে দেওয়ার ব্যবস্থা করেন। অন্যথায় সারাজীবন কষ্ট করবে কিন্তু ফল ঘরে তুলতে পারবেন না।

★ উনি ৪-৫ তারিখে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়ে মাঠে নেমেছে। এই সাহস অন্য কোন দলের প্রধান, নেতা বা কর্মী দেখায়নি। ওনার এই দুঃসাহসিক অবদান কে স্মরণীয় করে রাখতে পারতো। কিন্তু ওনার দুই একটা কথায় তা উল্টো দিকে গেছে। কারণ সবাই জানেন মানুষ শুধু হাসিনাকে নয় বরঞ্চ তার ব্যবস্থাকে ঘৃণা করে। তাই আওয়ামী লীগকে চরম ঘৃণা করবে এটাই স্বাভাবিক। সেখানে হাসিনার অন্যতম দোসর ফ্রড কে উনি সমর্থন করে বসে আছে। এই রকম বেশকিছু বিষয় ওনাকে সহজেই হিতে বিপরীতে নিয়ে গেছে।
এখন কেউ যদি ওনাকে বক্তব্য লিখে দিত এটা হওয়ার সম্ভাবনা ছিল না।

★ এই দলকে দ্বিতীয় ক্ষতি করছে ওনাদের অন্ধ মুরিদেরা পীরের প্রকাশ্য ভুলের প্রতিবাদ না করে বিপরীতে সাফাই গাওয়া অন্যতম ক্ষতির কারণ। একটা উদাহরণ নেন কয়েক বছর আগে উনি সিয়ারের স্থান সির বলেছে ট্রল হয়েছে। প্রশ্ন হলো ওনার সামনে যারা ছিল তারা কি এই বিষয় বুঝতে পারে না-ই? অবশ্যই বুঝেছে কিন্তু পীর সাহেব যেহেতু বলেছে তাই কিছু বলা যাবেনা। এই জন্য কেউ কিছু বলেনি। আচ্ছা সেসময় যদি কানের একজন এসে বলতো হুজুর এটা "সীর নয় সিয়ার" তাহলে কি এই বিতর্ক হতো। তাই অন্ধ মুরিদ দিয়ে দলের লাভ হয় না ক্ষতি ছাড়া। সর্বশেষ কথা হলো কে কার কথা শুনে ছোট হবে? সবাই পীর সাহেব।

Address

Mirpur
Dhaka
8330

Telephone

+8801608803666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic media:

Share