07/01/2026
২০২২ সালে আমি নিজে একজন Freelancer, Learner হিসেবে এমনই একটি networking event এ আমার বড় ভাইয়া Md. Nibras Hossin সহ আমরা অংশ নিয়েছিলাম। সেখানে Rifat M Huq ভাই, Minhazul Asif ভাইসহ অনেক সিনিয়রদের কথা শুনেছি, তাদের সাথে ছবি তুলেছি,তখন আমার freelancing career এ যত সমস্যা, confusion আর struggle ছিল সব কিছু নিয়ে আমি সরাসরি তাদের সাথে কথা বলেছিলাম। আর সবচেয়ে বড় কথা বাস্তব দিকনির্দেশনা আর ভীষণ অনুপ্রেরণা নিয়ে ফিরেছিলাম। সেদিনই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম freelancing-কে শুধু কাজ হিসেবে নয়, পুরোপুরি professionally focus করবো।
সেই dedication নিয়েই পথচলা।
আমাদের পুরো জার্নি টা না হয় অন্য এক পোষ্টে শেয়ার করব কিন্তু যতটুকু না বললেই নয়😊 সেটা হচ্ছে,
২০২৪ সালে আল্লাহ SWT আমাকে একই ধরনের একটি event- এ হিসেবে থাকার সুযোগ দিলেন।
আর ২০২৬ এর শুরুতে Freelancing & Networking Event শুরু হচ্ছে, কিন্তু এবার একজন Organizer হিসেবে।
এই journey আমাকে বারবার শিখিয়েছে
✅সঠিক জায়গায় উপস্থিত হওয়া গুরুত্বপূর্ণ
✅ সঠিক মানুষের কথা শোনা জীবন বদলে দিতে পারে
✅আর সবচেয়ে বড় কথা নিয়ত ঠিক থাকলে আল্লাহ SWT অসম্ভবকেও সম্ভব করে দেন
Alhamdulillah, I’m truly blessed for every step, every lesson, and every barakah Allah SWT has given me. 🤍
একটি Networking Event শুধু মানুষের সাথে পরিচয়ের জায়গা নয়, অনেক সময় এখান থেকেই শুরু হয় পুরো একটা professional journey।
আলহামদুলিল্লাহ, ২৬ সাল শুরু হলো এত বড় একটি event organize করার দায়িত্ব দিয়ে। সত্যি বলতে, এই জায়গাটায় আসাটা একদিনের করা কোন প্ল্যান না, এটা আল্লাহ SWT এর দেওয়া বারাকাহ।
এই event-টা শুধু একটা আয়োজন না এটা আমার নিজের গল্পেরই একটা অংশ।