
04/05/2025
সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে,
হাওয়া যেন মুখে কথা বলে,
তরঙ্গেরা যে সুরে বাজে,
সে সুরে হৃদয়ও ভরে।
নীল জল, আকাশের সাথে
গুঞ্জন ছড়িয়ে এক অমৃত গান,
প্রতিটি ঢেউ যেন বলে,
‘জীবনও এক আগুনের প্রান’।
বালুচরে পা রাখতেই
ধীরে ধীরে হারাই নিজেকে,
সমুদ্রের গভীর রহস্যে
এক আলাদা শান্তি খুঁজে নেয়।
অন্তহীন, অফুরান সেই জল,
যে যায়, আবার ফিরে আসে,
একদিন চিরকাল স্থায়ী হবে,
কিন্তু সময় তার পথেই চলে যায়।
তবুও, সমুদ্রের গোপন কোলাহল
চিরকাল থাকে, হয় না ফুরায়,
তার তীরের নীরব সাক্ষী
হয়, শঙ্খের মতো সত্য, যা কখনো মুছে যায় না।
সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে,
আমি অবাক, তবে শান্তি পাই,
বিশ্বের অস্থিরতায় হারিয়ে
এখানে নিজেকে খুঁজে পাই।
🥰🥰 ঠিক বোঝাতে চেয়েছি যে জীবনে অনেক মুহুর্ত আসেবে সব মুহুর্ত মোকাবেলা করে যে টিকে থাকবে সেই সফলতার মুখ দেখতে পাবে একসময়, যেমনটা সমুদ্রের ঢেউ , বড় ঢেউয়ে কিছু বিলিন হয় আবার নতুন কিছু তৈরিও হয়।