নিষ্ঠুর পৃথিবী

নিষ্ঠুর পৃথিবী নিষ্ঠুর পৃথিবী

Follow to Follow Follow to Follow
(1)

সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে,হাওয়া যেন মুখে কথা বলে,তরঙ্গেরা যে সুরে বাজে,সে সুরে হৃদয়ও ভরে।নীল জল, আকাশের সাথেগুঞ্জন ছড়িয়ে এক ...
04/05/2025

সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে,
হাওয়া যেন মুখে কথা বলে,
তরঙ্গেরা যে সুরে বাজে,
সে সুরে হৃদয়ও ভরে।

নীল জল, আকাশের সাথে
গুঞ্জন ছড়িয়ে এক অমৃত গান,
প্রতিটি ঢেউ যেন বলে,
‘জীবনও এক আগুনের প্রান’।

বালুচরে পা রাখতেই
ধীরে ধীরে হারাই নিজেকে,
সমুদ্রের গভীর রহস্যে
এক আলাদা শান্তি খুঁজে নেয়।

অন্তহীন, অফুরান সেই জল,
যে যায়, আবার ফিরে আসে,
একদিন চিরকাল স্থায়ী হবে,
কিন্তু সময় তার পথেই চলে যায়।

তবুও, সমুদ্রের গোপন কোলাহল
চিরকাল থাকে, হয় না ফুরায়,
তার তীরের নীরব সাক্ষী
হয়, শঙ্খের মতো সত্য, যা কখনো মুছে যায় না।

সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে,
আমি অবাক, তবে শান্তি পাই,
বিশ্বের অস্থিরতায় হারিয়ে
এখানে নিজেকে খুঁজে পাই।
🥰🥰 ঠিক বোঝাতে চেয়েছি যে জীবনে অনেক মুহুর্ত আসেবে সব মুহুর্ত মোকাবেলা করে যে টিকে থাকবে সেই সফলতার মুখ দেখতে পাবে একসময়, যেমনটা সমুদ্রের ঢেউ , বড় ঢেউয়ে কিছু বিলিন হয় আবার নতুন কিছু তৈরিও হয়।

হাসি এমন একটা জিনিস—যেটা শব্দ না হয়েও অনেক কিছু বলে দেয়।হাসি লুকিয়ে রাখতে পারে দুঃখ,আবার ছোট্ট একটা হাসিভেঙে দিতে পারে দ...
04/05/2025

হাসি এমন একটা জিনিস—
যেটা শব্দ না হয়েও অনেক কিছু বলে দেয়।
হাসি লুকিয়ে রাখতে পারে দুঃখ,
আবার ছোট্ট একটা হাসি
ভেঙে দিতে পারে দিনের সব ক্লান্তি।

হাসি ছড়ায় আলোর মতো,
একজনের হাসি ছুঁয়ে যায় অন্যজনের মন।
হাসি কখনও হয় নিঃস্বার্থ, কখনও লাজুক,
আবার কখনও হয় জীবন জয়ের ঘোষণা।

একটা সত্যিকারের হাসি—
স্নিগ্ধতা, শান্তি আর ভালোবাসার প্রতিচ্ছবি।🥰🥰

04/05/2025

মানুষ বা সময়, একবার চলে গেলে আর ঠিক আগের মতো করে ফিরে আসে না। হয়তো ফিরে আসে, কিন্তু বদলে যায়; আর আগের সেই অনুভূতিটা থাকে না।😢

04/05/2025

হারালেও সব, ভেঙো না মন,
মেঘ ঢেকে রাখে না চিরকাল যে জীবন।

টাকার ছিল স্বপ্ন, ঘামে গড়া ছবি,
হঠাৎ ঝড়ে উড়ে গেলেও, তুমি এখনও জীবিত কবি।

যতটা হারাও, ততটাই শেখো —
কষ্টের ভেতরে থাকে নতুন রেখো।

আজ যা নেই, কাল তা হবে —
যদি আজও দাঁড়িয়ে বলো, "আমি আবার হবো।"

04/05/2025

মনের কথা লিখে ফেললে মনে কিছুটা হালকা লাগে। অগোছালো ভাবনাগুলোও তখন কিছুটা গুছিয়ে আসে।

04/05/2025

চুপচাপ সন্ধ্যা নামে জানালার পাশে,
হৃদয়ে বাজে এক পুরনো হাহাকারের বাঁশে।

কেউ বোঝে না — তুমি কেন নিঃশব্দে কাঁদো,
কারো প্রশ্ন নেই, কেন তবুও সব সহ্য করো।

দিনের আলোয় হাসলেও ভিতরটা ক্লান্ত,
রাতের তারা বলে, “তুমি কি নেই আমার মত শান্ত?”

মনে রেখো — প্রতিটি কাঁটা একেকটা শিক্ষা,
তুমি আজ যে চুপ, সে এক বিপুল দীপ্তি রচনা।

কষ্টই গড়ে এমন এক অন্তর,
যেখানে ছোট জয়েরও হয় উৎসবের অর্ঘ্য।

তাই আজ ভাঙলেও, একদিন গড়বে —
যে তুমি, কেবল তোমার জন্যই জ্বলে রবে।

27/04/2025

মনটা ভিশন খারাপ 😥

27/04/2025

হাইরে🙄

26/04/2025

চাইলেই কি সবকিছু পাওয়া যায়, ভাগ্য লাগে ভাগ্য 🙄

26/04/2025

কেউ কেউ কনটেন্ট তৈরি করা ছাড়াই কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে আবার কেউ জীবন দিয়েও পাচ্ছে না, এটাই বাস্তব 🙄

26/04/2025

শুভ দুপুর

26/04/2025

কি অবস্থা সবার কেমন।আছেন?

Address

Faridpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when নিষ্ঠুর পৃথিবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category