28/05/2024
বৃষ্টি হলে নাকি গান শুনতে ভালো লাগে, মনের রোমান্টিক কথা জাগে!
কই আমার তো তা মনে হয় না আমারতো বরং দুঃখ আরো বেশি বেড়ে যায়। ফেলে আসা অতীত মনে পড়ে যায়, না পাওয়ার আক্ষেপ মনে জাগে।
মনে পড়ে যায় তার প্রতিটা অবহেলার কথা, মনে পড়ে কোথায় ছিলাম আর কোথায় এসেছি।
আমার জীবনে আর বৃষ্টি না আসুক, আমি আর সত্যি পারছিনা, আমি সব ভুলে বাঁচতে চাই 🥺আমি ভালো থাকতে চাই!