Saifull Islam

Saifull Islam আমার গোলাপে বারুদ। প্রেমে জিহাদ। কামনায় শাহাদাত। আর মঞ্জিলে মাকসাদ;কেবলই জান্নাত।
-- সাইফুল ইসলাম।

22/09/2025

জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী "এক নজরে কুরআন" নামক একটি বই লিখেছেন। বইটা প্রকাশ হওয়ার পর থেকে অনেকেই দাবী করেছেন যে, এই বইটি আসলে "মাআ'লিমুস সুওয়ার" নামক আরেকটি বই থেকে অধিকাংশই কপি করা। অথচ আজহারী বা তার প্রকাশনা সংস্থা সেটা কখনো উল্লেখ করেননি।

তো এই অভিযোগের বাস্তবতা কতোটুকু?
📖 আসলেই কি পুরো বইটা নিজের লেখা? নাকি অন্য কারো লেখা থেকে কপি?
সব কিছু নিয়েই এই ভিডিও।

😮 সত্য জানুন, সচেতন হোন।
🔔 সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন!

মহান আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সঠিক জানার, বুঝার, অনুধাবন করার ও সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমীন।।

জাযাকুমুল্লাহু খাইরান।

#মিজানুর_রহমান_আজহারী
ে_কুরআন
#মাওলানা_সাইফুল_ইসলাম

---------------------------------




19/09/2025

গিয়াস উদ্দিন তাহেরীকে অনেকে বড় আলেম মনে করেন। কিন্তু তার মৌলিক দ্বীনি জ্ঞানেই আছে অসংখ্য ভুল।
একটা আয়াত বা হাদীস পাঠেও তার ভুল চোখে পড়ার মতো। এমনকি ফতোয়া দিতেও করে উদ্ভট কথাবার্তা।
ওহাবিদের পেছনে নামাজ পড়া যাবে না বলে যে ফতোয়া দিয়েছেন, তার দলীলও ছিল মনগড়া। সেখানেতো সরাসরি কোরআনের ভুল আর মনগড়া ব্যাখ্যা দিয়েছে।

এই ভিডিওতে তার ভ্রান্তি ও মিথ্যা ফতোয়ার প্রকৃত চিত্র এক্সপোজ করা হয়েছে, যেন সাধারণ মুসলমান সত্যটা বুঝতে পারে।

👉 ভ্রান্ত আলেমদের থেকে বাঁচুন, কোরআন-হাদীসে ফিরে আসুন।
🔔 চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।

মহান আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সঠিক জানার, বুঝার, অনুধাবন করার ও সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমীন।।

জাযাকুমুল্লাহু খাইরান।

#সুন্নি_আলেম
#গিয়াস_উদ্দিন_তাহেরী
#মাওলানা_সাইফুল_ইসলাম

-------------------------------------




12/09/2025

কোরআন ও হাদীসে স্পষ্ট উল্লেখ আছে— সবচেয়ে ফজিলতপূর্ণ রাত হলো লাইলাতুল ক্বদর।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম রজনী নিঃসন্দেহে মহান, কিন্তু ক্বদরের রাতের ফজিলত আল্লাহ্‌ নিজেই সূরা ক্বদরে ঘোষণা করেছেন।

তথাকথিত কিছু ভ্রান্ত আলেম যেমন গিয়াস উদ্দিন তাহেরি ও হাসান আজহারী অসম্পূর্ণ একটি মতামত পেশ করে দাবি করেন যে, মিলাদুন্নবীর রাতই শ্রেষ্ঠ। এই ভিডিওতে তাদের সেই দাবি কোরআন-হাদীসের আলোকেই খণ্ডন করা হয়েছে।

👉 সত্য জানুন, ভ্রান্তি থেকে দূরে থাকুন।
🔔 আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।

মহান আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সঠিক জানার, বুঝার, অনুধাবন করার ও সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমীন।।

জাযাকুমুল্লাহু খাইরান।

#সুন্নি_আলেম
#গিয়াস_উদ্দিন_তাহেরি
#হাসান_আজহারী
#মাওলানা_সাইফুল_ইসলাম

---------------------------------------




10/09/2025

গিয়াস উদ্দীন তাহেরি ও হাসান আজহারীকে অনেক সুন্নি অনুসারীরা বড় আলেম মনে করেন। তাদেরকে নিয়ে বড়াইও করেন। কিন্তু বাস্তবতা হলো, তাদের বেসিক দ্বীনি শিক্ষাটুকুও প্রশ্নবিদ্ধ। কোরআন-হাদীসের রেফারেন্স দিতে গেলেই অগণিত ভুল করে বসে থাকেন।

তাই অন্ধভক্তি বাদ দিয়ে বাস্তবতা যাচাইয়ের অনুরোধ রইলো। মনে রাখবেন..
📌 মৌলিক জ্ঞান ছাড়াই বড় বক্তা সাজা তাদের মূর্খতার প্রমাণ।

👉 এই ভিডিওর উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেনো এ ধরনের ভ্রান্ত বক্তাদের থেকে দূরে থাকে এবং আসল দ্বীনের সঠিক শিক্ষার দিকে মনোযোগী হয়।

📢 সচেতন হোন, অন্যকেও সতর্ক করুন।
🔔 সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।

মহান আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সঠিক জানার, বুঝার, অনুধাবন করার ও সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমীন।।

জাযাকুমুল্লাহু খাইরান।

#গিয়াস_উদ্দিন_তাহেরি
#হাসান_আজহারী
#মাওলানা_সাইফুল_ইসলাম

------------------------------------




আলহামদুলিল্লাহ... অবশেষে মুক্ত বাতাসে আমাদের মুহাব্বতের ফারাবী ভাই ❤❤
22/08/2025

আলহামদুলিল্লাহ... অবশেষে মুক্ত বাতাসে আমাদের মুহাব্বতের ফারাবী ভাই ❤❤

08/08/2025

মাদরাসা শিক্ষায় পারদর্শী কেউ বিচারক, মেজিস্ট্রেট বা আইনজীবী হতে না পারলে, অনেকেই মনে করেন এটা তাদের ব্যর্থতা।
কিন্তু আসলেই কি তাই?

📚 যারা ইফতা পড়েন তারা ইসলামের উচ্চতর আইন শাস্ত্রে দক্ষ হন।
⚖️ তারা শরিয়াহ মোতাবেক ফয়সালা দিতে পারেন, দেন বিচার — দিতে পারেন পরামর্শ ও রায়।
🔍 এই ভিডিওতে আলোচনা করা হয়েছে বিচারকের সংজ্ঞা ও ইসলামিক বিচার ব্যবস্থায় একজন আলেমের ভূমিকা নিয়ে।

✅ দৃষ্টিভঙ্গি বদলান, বাস্তবতা বুঝুন।

মহান আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সঠিক জানার, বুঝার, অনুধাবন করার ও সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমীন।।

জাযাকুমুল্লাহু খাইরান।

#ইসলামিক_বিচারব্যবস্থা
#ইসলামী_আইন_ও_বিচার
#মাওলানা_সাইফুল_ইসলাম

----------------------------------




05/08/2025

আধুনিক যুগে নারী অধিকারের কথা বারবার উচ্চারিত হয়। "লেডিস ফার্স্ট" একটা টার্মই প্রচলিত হয়ে গিয়েছে সব জায়গায়। অথচ মূল সত্যতা কী? চলুন জেনে নেয়া যাক, বুঝে নেয়া যাক।

এই ভিডিওতে আলোচনা করা হয়েছে—
✅ নারীর উপরে পুরুষের বিশেষ মর্যাদা
✅ আধুনিক সভ্যতার একচোখা ফেমিনিজম
✅ পুরুষের বিশেষ মর্যাদার সত্যতা

📢 ভারসাম্যপূর্ণ সমাজ গড়তে চাইলে প্রয়োজন ভারসাম্যপূর্ণ চিন্তা।
🔔 সাবস্ক্রাইব করে সত্যভিত্তিক চিন্তার পাশে থাকুন।
🤝 ভিডিওটি শেয়ার করুন অন্যদের চোখ খুলে দিতে।

মহান আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সঠিক জানার, বুঝার, অনুধাবন করার ও সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমীন।।

জাযাকুমুল্লাহু খাইরান।

#পুরষের_মর্যাদা
#বর্তমান _সভ্যতা
#মাওলানা_সাইফুল_ইসলাম

--------------------------------------




01/08/2025

অনেকে বলেন, কুরআনে নাকি অর্থনীতি বা ব্যবসার আলোচনা নেই,
আর মাদ্রাসাতেও অর্থনীতি নিয়ে পড়ানো হয় না। ফলে মাদ্রাসার শিক্ষা নাকি বাস্তবতা বহু থেকে দূরে। সত্য বলতে এটা একেবারেই ভুল ধারণা!

আর দুঃখনজনক হলেও সত্য যে, কিছু মাদ্রাসা ব্যক্তিত্বও এটা সমর্থন করে। আফসোস তাদের জন্য। হয়তো তারা ঠিকমতো লেখাপড়া করেনি... অন্যথায় তারা পথভ্রষ্ট। কেননা...

📘 কিতাবুল বুয়ু নামে ব্যবসা ও অর্থনীতির ওপর আলাদা সাবজেক্ট আছে মাদ্রাসায়।
💼 কুরআনে প্রায় ৭০+ আয়াতে বর্ণিত হয়েছে বায়, রিবা, ওজনে কারচুপি, লেনদেন, ইনসাফ– এসব স্পষ্ট ইকোনমিক টার্ম।

👉 এই ভিডিওতে অজ্ঞদের দাবীর প্রেক্ষিতে প্রমাণসহ আলোচনা করা হয়েছে।

✅ সত্য জানুন, প্রচার করুন।
📲 ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

মহান আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সঠিক জানার, বুঝার, অনুধাবন করার ও সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমীন।।

জাযাকুমুল্লাহু খাইরান।

#ইসলাম_ও_অর্থনীতি
#ইসলামিক_ইকোনমিক্স
#মাওলানা_সাইফুল_ইসলাম

-----------------------------------




আলহামদুলিল্লাহ! আমাদের প্রিয় ফারাবী ভাইয়ের জামিন মঞ্জুর হয়েছে।আল্লাহ চাহে তো খুব দ্রুতই মুক্ত বাতাসে ভাইকে আমরা দেখতে পা...
30/07/2025

আলহামদুলিল্লাহ! আমাদের প্রিয় ফারাবী ভাইয়ের জামিন মঞ্জুর হয়েছে।

আল্লাহ চাহে তো খুব দ্রুতই মুক্ত বাতাসে ভাইকে আমরা দেখতে পাবো।

29/07/2025

আমাদের সমাজে কিছু গুরুত্বপূর্ণ আরবী শব্দের অর্থ এখন বিকৃত বা হালকা করে উপস্থাপন করা হয়।

যেমন — কাজী, মুন্সি, খলিফা, আমীর — এই শব্দগুলো কেবল পেশা বা উপাধি নয়, বরং এগুলোর রয়েছে গভীর ইসলামি ইতিহাস ও দায়িত্ববোধ।

কিন্তু আজ এসব শব্দ নিয়ে ঠাট্টা, উপহাস কিংবা হালকা ব্যবহার হয়ে থাকে।
এটা কোনো সাধারণ সমস্যা নয় — বরং এক প্রকার বুদ্ধিবৃত্তিক পরাজয়।

এই ভিডিওতে আলোচনা করা হয়েছে:
✅ গুরুত্বপূর্ণ কিছু আরবী শব্দের আসল মানে
✅ সমাজে এদের ভুল ব্যবহার
✅ মুসলিমদের পরিচয়হীনতার কারণ

📢 ভাষাগত সচেতনতা গড়ে তুলুন।
🔔 সাবস্ক্রাইব করে সত্যের সাথে থাকুন।
🤝 ভিডিওটি শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন।

মহান আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সঠিক জানার, বুঝার, অনুধাবন করার ও সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমীন।।

জাযাকুমুল্লাহু খাইরান।

#আরবী_শব্দ
#বুদ্ধিবৃত্তিক_পরাজয়
#মাওলানা_সাইফুল_ইসলাম

----------------------------------------




Address

Dhaka

Telephone

+8801983190652

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saifull Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share