23/06/2025
মানুষ কে ভালবাসা কি অনেক কঠিন?? আমার তো মনে হয় না। অনেকদিন আগে এক শাড়ির দোকানে শাড়ি কিনতে যাই। দুইটা চেয়ার ফাকা ছিল। আব্বু আম্মু কে বসিয়ে দিয়ে আমি দাঁড়িয়ে ছিলাম। পাশেই একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে বললো আপু তুমি আমার চেয়ারে বসো। আমি বললাম তুমি বসো আপু আমার সমস্যা নেই। মেয়েটা জোর করেই আমাকে বসতে দিল নিজে দাঁড়িয়ে রইল। ও আমাকে চেনেনা, কিন্তু আমাকে সম্মান করেছে।
প্রায় ৩ বছর আগে মেস লাইফ শেষ করে শহর ছেড়ে নিজের শহরে চলে আসি। এখনো যখন শুনি আমার মেসের খালা আমার কথা সরন করে, র প্রতি মায়া কাজ করে। সে আমার অল্পদিনের পরিচিত। সে জানে হয়ত কোনদিন তার আর আমার দেখাই হবেনা,তবু সে আমাকে মনে করে এটাই কম কিসে। একজন কর্মজীবী সিনিয়র আপু একদিন বাসায় দাওয়াত করলেন অনেক আইটেম রান্না করেছে। আমি খেয়ে বলেছি খুব ই মজা হয়েছে আপু খাবার গুলো। কথা টা বলার পর আপু এক গাল হাসি দিল। আমি এই হাসিটুকুর জন্যই কথা টা বলেছিলাম তাকে। সে তার জীবন থেকে এতগুলো সময় আমাকে দিয়েছে আমার অবশ্যই তাকে এপ্রিশিয়েট করা উচিত এবং আমি এটা সবসময় করি। কেও আমাকে একটু মায়া দেখালে একটু ভালবাসলে আমি কখনো ভুলি না। তার সাথে যদি আমার দেখা না হয়, যোগাযোগ না থাকে তবুও আমি তাকে খালি হাতে ফেরাব না।