05/05/2025
আমি একটা ঘর খুজি। যে ঘরে দামি আসবাব না থাকলেও দামী ভালবাসা টুকু থাকবে। যে ঘরে আমি ছোট একটা মোম জালিয়ে ভাত ভর্তা খাব আয়েশ করে আমার ঘরের মানুষ টার সাথে। নাম দিব ক্যান্ডেল লাইট ডিনার। সপ্তাহে একদিন রিক্সায় ঘুরব। কোথায় যাব জানবো না। শুধু জানি একটু সেজেগুজে দুজন দুজনের হাত ধরে রিক্সায় ঘুরব। আমার ছোট বারান্দায় আমার প্রিয় গাছ লতাপাতার মাঝে বসে প্রিয় কাপ গুলো তে চা নিয়ে বসব দুইজন। আর একটু গল্প। আমি এমন ঘর কোথাও খুজে পেলাম না। 🌼💔