
18/03/2025
⏱ একটা মানুষের কোনো কাজে ফোকাস আনতে প্রায় ২৫ মিনিট সময় লাগে। তারপর সেই কাজ নিয়ে প্রশ্ন তৈরি করতে এবং উত্তর খুঁজে পেতে কয়েক ঘণ্টা এমনকি কয়েক দিনও লেগে যেতে পারে। 🤔 কিন্তু কেমন হয় যদি এই কাজটাকে AI এর মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই সম্পন্ন করা যায়❓
হ্যাঁ, ঠিক ধরেছেন! আজ আমরা কথা বলব Edraw.ai নিয়ে।
আপনি যে বিষয় নিয়ে রিসার্চ করতে চান, সেটি প্রথমে লিখুন। এরপর Edraw.ai-কে বলুন, “এই বিষয়ে ৫ থেকে ১০টি প্রশ্ন তৈরি করো।” এটি শুধু প্রশ্নই তৈরি করবে না, বরং প্রতিটি প্রশ্নের উত্তরও দিয়ে দেবে। এভাবে যতবার খুশি নতুন প্রশ্ন তৈরি করতে পারবেন, সময় ব্যয় হবে মাত্র কয়েক মিনিট।
👀 যা আপনার নিজের চিন্তা করে তৈরি করতে কয়েক দিন সময় লাগত, তা এখন হয়ে যাবে চোখের পলকে!
🛠️ এই প্ল্যাটফর্মটি ৪০টিরও বেশি AI টুল এবং 📂 ৭০০টিরও বেশি বিল্ট-ইন টেমপ্লেট ব্যবহার করে। আপনার প্রোজেক্ট অনুযায়ী যেকোনো কিছু সহজেই কাস্টমাইজ করা যাবে।
🎨 এমন চমৎকার ডায়াগ্রাম এবং AI চিত্র তৈরি করা যায়, যা একবার দেখলেই পুরো ছবিটি পরিষ্কার হয়ে যাবে আপনার মনে।
📌 Edraw.ai কোথায় ব্যবহার করা যাবে? 📊 Business & Project Management 🎓 Education & Learning 💻 Software & Network Design ⚙️ Engineering & Science 📢 Infographics & Visual Presentations 🏥 Health & Medical
🚀 Edraw.ai দিয়ে রিসার্চ করা এখন মুহূর্তের ব্যাপার! আজই চেষ্টা করে দেখুন এবং সময়ের সেরা সঙ্গী বানিয়ে নিন।