15/06/2025
৫৪ বছরের চেতনা, পতাকা আর রঠার গান দিয়ে আর কতকাল?
🇧🇩 দুনিয়াতে একটাই দেশ আছে — বাংলাদেশ!
যে দেশে না আছে কোনো মিসাইল, না আছে ডিফেন্স সিস্টেম, না আছে ফাইটার জেট!
আছে শুধু ৫৪ বছর আগের কিছু শব্দ —
চেতনা, পতাকা, একটা রঠার গান (জাতীয় সংগীত), আর আছে সভাপতি/সহ-সভাপতি!
🎙️ একটা প্রশ্ন করি —
সারা দুনিয়া যখন সামরিক শক্তিতে এগিয়ে যাচ্ছে,
সেটেলাইট পাঠাচ্ছে, সাইবার ডিফেন্স গড়ছে,
আমরা এখনও শুধু 'চেতনা' বিক্রি করে ভোট নিই!
🔻 আমাদের নেই কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা
🔻 নেই মেডিকেল-সাপোর্টেড সেনাবাহিনী
🔻 নেই সাইবার ওয়্যারফেয়ার ইউনিট
🔻 নেই স্থানীয় অস্ত্র তৈরির কারখানা
🥀 কিন্তু কী আছে?
🔹 নেতাদের বিলাসী জীবন
🔹 বিদেশে ফ্ল্যাট-বাড়ি
🔹 কোটি কোটি টাকার দুর্নীতি
🔹 চেতনা বিক্রি করে মানুষকে ভুলিয়ে রাখা
🛑 একজন বাংলাদেশি হিসেবে আমি লজ্জিত, আবার রাগান্বিত।
আমার দেশ শুধু আবেগ দিয়ে চলে না, আমার দেশকে নিরাপত্তা, প্রযুক্তি, এবং স্বাধীনতার বাস্তব রূপ দরকার!
🔊 আমরা আর ‘রঠার গান’ গেয়ে কান্না করতে চাই না
🔊 আমরা চাই গর্ব করে বলার মতো বাংলাদেশ
🔊 আমরা চাই এমন একটা দেশ, যেটা সত্যিকারের স্বাধীন
📢 আসুন, প্রশ্ন করি –
সরকার কী শুধু রাজনীতি করবে, নাকি ১৭ কোটি মানুষের ভবিষ্যৎ গড়বে?
এটা সময় 'চেতনার ব্যবসা' বন্ধ করার,
এটা সময় বাস্তব উন্নয়নের পথে হাঁটার।
আমি একজন বাংলাদেশি। আমি উন্নত, নিরাপদ, গর্বিত বাংলাদেশ চাই — কাগজে নয়, বাস্তবে!