Meher Afroj Akhi

Meher Afroj Akhi Assalamualaikum. I am a Digital Marketer�

27/03/2024

এমন অনেকেই আছে,ফ্রিলাঞ্চিং শিখতে টাকা লাগে এটা শুনলে চমকে যায়।কেন এটার কি কোনো গুরুত্ব নেই?লাক্সারি জিনিসপত্র কেনার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করতে পারি।

✅ কিন্তু এই টাকার মাত্র এক-তৃতীয়াংশ খরচ করেই আমরা নিজেদের Skill Development করতে পারি।

✅ ধৈর্য ধরে Skill Development করতে পারলে, কোর্সের খরচের হাজার গুণ বেশি নিয়ে আসতে পারবেন, ইনশাআল্লাহ।

🔴 এই সহজ হিসেবটা আমি বেশিরভাগ মানুষকে বুঝাতে পারি না।

এমন অনেক মানুষ আছে বলে ফ্রিল্যানসিং ভুয়া।কোন ইনকাম হয় না।আরে ভাই/বোন তুমি ২০-২৫ বছর পড়াশোনা করে ঘুরে বেরাচ্ছো প্রতিযোগিত...
19/03/2024

এমন অনেক মানুষ আছে বলে ফ্রিল্যানসিং ভুয়া।কোন ইনকাম হয় না।আরে ভাই/বোন তুমি ২০-২৫ বছর পড়াশোনা করে ঘুরে বেরাচ্ছো প্রতিযোগিতার বাজারে টিকতে পারছো না।তাহলে কীভাবে ভাব একটা কাজ পুরোপুরি না শিখেই তুমি ইনকাম করবে?Skill বাড়াও,ধৈর্য্য ধর।অবশ্যই freelancing করে ইনকাম করা যায়।প্রপার Skill আর ধৈর্য থাকতে হবে।তবেই সম্ভব।ইনশাআল্লাহ।

আমি কেন ফ্রিল্যান্সিং করি-১-এটি একটি মুক্ত পেশা।২-এই কাজের জন্য কোন ধরাবাঁধা সময় লাগেনা।৩-এই কাজের জন্য আমার উপর কতৃত্ত ...
17/03/2024

আমি কেন ফ্রিল্যান্সিং করি-

১-এটি একটি মুক্ত পেশা।
২-এই কাজের জন্য কোন ধরাবাঁধা সময় লাগেনা।
৩-এই কাজের জন্য আমার উপর কতৃত্ত সৃষ্টি করার মতো কেউ থাকবেনা। আমি নিজেই আমার বস হিসেবে কাজ করতে পারব।
৪-আমার সুবিধা মতো সময়ে কাজ করে ইনকাম করতে পারব।
৫-এই কাজের মাধ্যমে নিজেকে একজন দক্ষতাসম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। ইনশাআল্লাহ।


🥰🥰

আজ কিছু বলতে চাই নিজেকে নিয়ে,খুজে পাচ্ছি না কি বলব।বিয়ের পর পড়াশোনা তা আর বেশি দূর করা হল না।ভেবেছি আমার ক্যারিয়ার এখান...
17/03/2024

আজ কিছু বলতে চাই নিজেকে নিয়ে,খুজে পাচ্ছি না কি বলব।বিয়ের পর পড়াশোনা তা আর বেশি দূর করা হল না।ভেবেছি আমার ক্যারিয়ার এখানেই শেষ। আমি কিছুই পারব না,আমার জন্য কোনো জব নেই,যেহেতু ম্যারিড বাহিরে গিয়ে কাজ করার অনুমতি নেই।নিজেকে খুব ছোট,অসহায় ভাবতাম।ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বড় হয়ে এটা হবো সেটা হবো,কারো বোঝা হবো না।তা আর হলো না।তারপর একদিন আমার বেস্ট ফ্রেন্ড,বাল্য কালের সাথি, আমার" mentor" Fatema Akhter Supti আমাকে freelancing সেক্টর নিয়ে জানায়।আমি কখনো ভাবিনি এতো কম পড়ে,ঘরে বসে ক্যারিয়ার গঠন করতে পারবো।আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, এখন আমি Nextgen Technical Institute e স্কিল ডেভেলপমেন্ট করতেছি।"Thanks" my mentor Fatema Akther Supti and my teacher Mizànur Rahman Armani & M. Baijid Hossain sir.Thanks to all.🤲দোয়া করবেন যেন ভাল কিছু করতে পারি।

16/03/2024

My Dream🤩
My love😍
My hobby👍
My Institute Nextgen Technical Institute 🤗

07/02/2024
ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:১.ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কোন...
06/02/2024

ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:
১.ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কোনো দায়বদ্ধতা থাকে না।
২.ঘরে বসে কাজ করা যায়। কোন অফিস এর প্রয়োজন হয় না।

৩.কাজের কোনো লিমিট নেই। যত বেশি কাজ তত বেশি
টাকা।

৪.মাসে একাধিক পেমেন্ট পাওয়া যায়। যেটা কোন অফলাইন চাকরি থেকে পাওয়া সম্ভব নয়।

৫.একটি নরমাল জবের চাইতে অনেক বেশি টাকা আয় করা সম্ভব হয়।

৬.কম সময় ব্যয় করে বেশি টাকা আয় করা সম্ভব হয়।

৭.কোন ধরনের ইনভেসমেন্ট করা লাগে না।

প্রথমে শিখতে হবে তারপর আয় করতে হবে!

আলহামদুলিল্লাহ 🌺 বিশ্বের শেরা একশটা চাকরির মধ্যে ডিজিটাল মার্কেটিং ৩১ তম🎉এছাড়া একজন ডিজিটাল মার্কেটার এর বাৎসরিক আয় ৮৯...
06/02/2024

আলহামদুলিল্লাহ 🌺
বিশ্বের শেরা একশটা চাকরির মধ্যে ডিজিটাল মার্কেটিং ৩১ তম🎉

এছাড়া একজন ডিজিটাল মার্কেটার এর বাৎসরিক আয় ৮৯ লক্ষ টাকা❣

ডিজিটাল মার্কেটার এর বেকারত্বের হার ১.৮%💯💢

• ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেষা🌹। এখানে প্রত্যক ব্যক্তি তার ইচ্ছা স্বাধীন অনুযায়ী কাজ করতে পারে...
06/02/2024

• ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেষা🌹। এখানে প্রত্যক ব্যক্তি তার ইচ্ছা স্বাধীন অনুযায়ী কাজ করতে পারে।যে কোন সময় যে কোন স্থানে ঘড়ে বা অফিসে বসে কাজ করতে পারে।🥰

• আমরা কেন ফ্রিল্যান্সিং করব?🌹🥰❤️💯
প্রথম আলোর একটি প্রতিবেদনে দেখতে পাই পৃথিবিতে মানুষ দ্বারা যে সমস্ত কাজ সম্পন্ন হয়। সে সকল কাজের চাহিদা দিন দিন কমছে। আর প্রযুক্তি নির্ভর কাজের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছ। তার মধ্য অন্যতম পেশাটি হলো ফ্রিল্যান্সিং🥰। তার চাহিদা বেড়েই চলেছে। মানুষ ঘরে বসেই দেশ বিদেেশর সকল কাজ নির্দিষ্ট অর্থ বিনিময়ে করে দিতে পারছে এটাই ফ্রিল্যান্সিং..🥰🌹

My design 🥰
06/02/2024

My design 🥰

Address

Dhaka
2122

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meher Afroj Akhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share