27/03/2024
এমন অনেকেই আছে,ফ্রিলাঞ্চিং শিখতে টাকা লাগে এটা শুনলে চমকে যায়।কেন এটার কি কোনো গুরুত্ব নেই?লাক্সারি জিনিসপত্র কেনার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করতে পারি।
✅ কিন্তু এই টাকার মাত্র এক-তৃতীয়াংশ খরচ করেই আমরা নিজেদের Skill Development করতে পারি।
✅ ধৈর্য ধরে Skill Development করতে পারলে, কোর্সের খরচের হাজার গুণ বেশি নিয়ে আসতে পারবেন, ইনশাআল্লাহ।
🔴 এই সহজ হিসেবটা আমি বেশিরভাগ মানুষকে বুঝাতে পারি না।