BD Sports Tv

BD Sports Tv Welcome to the official page of "BD Sports Tv" where you can find the latest news, interviw

ওরা ৩জন এক সাথে, করলো চ্যাম্পিয়ন।
27/05/2025

ওরা ৩জন এক সাথে, করলো চ্যাম্পিয়ন।

Will Shakib Al Hasan Return❤️❤️
27/05/2025

Will Shakib Al Hasan Return❤️❤️

আনপপুলার অপিনিয়ন:"আল্লাহ! আমিরাতের কাছে হারলে জাত চলে যাবে" - এরকম টাইপের ভয়ের কারণেই কিন্তু পঞ্চপাণ্ডব মাশাআল্লাহ দেদ...
20/05/2025

আনপপুলার অপিনিয়ন:

"আল্লাহ! আমিরাতের কাছে হারলে জাত চলে যাবে" - এরকম টাইপের ভয়ের কারণেই কিন্তু পঞ্চপাণ্ডব মাশাআল্লাহ দেদারছে সব ছোট বড় সিরিজ খেলে গেছে। যার কারণে নতুন প্লেয়ার ইভলব হওয়ার সুযোগ পায়নি আর আমরা একটা জেনারেশনাল ভ্যাক্যুম এর মধ্যে পড়ে গেছি।

সেই জায়গা থেকে ইমন, মুস্তাফিজ, হাসান, মেহেদীকে বেঞ্চ করার সিদ্ধান্ত অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু এমন সাহস দেখাতে গেলে এরকম রেজাল্ট মাঝে মধ্যে হবেই, আর সেটার সমালোচনাও হবেই। এই সমালোচনা গায়ে মেখে আগের ভুল রিপিট করা যাবে না।

ফ্ল্যাট পিচে পাওয়ারপ্লে বোলিং, ডেথ বোলিং কীভাবে করতে হবে এগুলো শিখতে হবে, নার্ভ মেইনটেইন করা শিখতে হবে। পাকিস্তানের সাথে পাঁচ ম্যাচ সিরিজের প্রস্তুতি হিসেবে আমিরাতের সাথে এই সিরিজ তাই আমি খারাপ চোখে দেখি না, রেজাল্ট যাই হোক!

জমে ক্ষীর। সেকেন্ড হাফের অপেক্ষায়। ম্যাচ শেষে হয়তো বলবেন...হোয়াট আ ম্যাচ। চ্যাম্পিয়নস লিগে এটাই হয়তো এই সিজনের সেরা লড়াই...
06/05/2025

জমে ক্ষীর। সেকেন্ড হাফের অপেক্ষায়। ম্যাচ শেষে হয়তো বলবেন...হোয়াট আ ম্যাচ। চ্যাম্পিয়নস লিগে এটাই হয়তো এই সিজনের সেরা লড়াই হতে যাচ্ছে

বিজয়ের ছোঁয়ায় বদলে গেলো ধুকতে থাকা বাংলাদেশের ওপেনিংয়ের চিত্র? বিজয়-সাদমানে ওপেনিং জুটিতে শতরান। সাদমানের ফিফটি, বিজয়ের ...
29/04/2025

বিজয়ের ছোঁয়ায় বদলে গেলো ধুকতে থাকা বাংলাদেশের ওপেনিংয়ের চিত্র? বিজয়-সাদমানে ওপেনিং জুটিতে শতরান। সাদমানের ফিফটি, বিজয়ের টেস্ট ক্যারিয়ার সেরা ইনিংস।

25/04/2025

শচীন টেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলীকে কোনদিন দেখেছেন শ্রেয়াস আইয়ারের সাসপেনশন নিয়ে বিসিসিআই প্রাঙ্গনে এসে কথা বলতে?
সবাই বোর্ড প্রধান হতে চায়!

শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে ইজি জেতা ম্যাচ হারের পর যা বললেন 🗣️ ক্যাপ্টেন নাজমুল হোসাইন শান্ত 🗣️অতিরিক্ত আপসেট নয়, তব...
23/04/2025

শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে ইজি জেতা ম্যাচ হারের পর যা বললেন 🗣️ ক্যাপ্টেন নাজমুল হোসাইন শান্ত
🗣️
অতিরিক্ত আপসেট নয়, তবে আমরা ভালো ক্রিকেট খেলিনি_ ইনশাল্লাহ পরের টেস্টে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে ডাবল প্রতিশোধ তুলবো। সাত বছর পর জিম্বাবুয়ের কাছে ইচ্ছে করেই হেরেছি কেননা ছোট দলের বিপক্ষে ভুল থেকে শিক্ষা নিয়ে বড় দলের বিপক্ষে ভালো কিছু করার পরিকল্পনা আমাদের।

তিনি একাই একশ। তাই তার পেছনে কাউকে লাগেনা। কাউকে বলে দিতে হয় না। কাউকে অনুবাদ করতে হয় না। কোন স্ক্রিপ্ট দেখে মুখস্ত কর...
04/04/2025

তিনি একাই একশ। তাই তার পেছনে কাউকে লাগেনা। কাউকে বলে দিতে হয় না। কাউকে অনুবাদ করতে হয় না। কোন স্ক্রিপ্ট দেখে মুখস্ত করে কথা বলতে হয় না। তিনি বলেন, তিনি মন্ত্রমুগ্ধ করেন, তিনি উদ্বুদ্ধ করেন, তিনি ঐক্যের ডাক দেন। মিলিত করেন; মীমাংসা করেন। এসব অসাধারণ গুণের বহিঃপ্রকাশ এই ছবি।

দুই দেশের প্রধানের কিছুক্ষণ আগের মুহূর্ত।

Get well soon bhai… 🤲
24/03/2025

Get well soon bhai… 🤲

All the best. 👍🇧🇩
17/03/2025

All the best. 👍

🇧🇩

অবসরে গেলেন মুশফিকুর রহিম।
05/03/2025

অবসরে গেলেন মুশফিকুর রহিম।

Assalamualaikum wa rahmatullahi wa barakatuhu

I am announcing my retirement from the ODI format as of today.

Alhamdulillah for everything. While our achivements may have been limited on a global level, one thing is certain: whenever I stepped onto the field for my country, I gave more than 100% with dedication and honesty.

The last few weeks have been very challenging for me, and I have come to realize that this is my destiny. Allah says in the Quran: “Wa tu’izzu man tasha’ wa tu’zhilu man tasha’” - “And He honours whom He wills, and He disgraces whom He wills.” (3:26)

May Almighty Allah forgive us and grant righteous Iman to all. 🤲

Lastly, I would like to deeply thank my family, friends and my fans for whom I have played cricket for the last 19 years.

JazakAllah Khair. 👏

মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে রিটায়ার করেছিলো ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়ে। এর আগে কেউ একটা ক্লু পর্যন্ত পায়নি যে ধো...
05/03/2025

মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে রিটায়ার করেছিলো ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়ে। এর আগে কেউ একটা ক্লু পর্যন্ত পায়নি যে ধোনি অবসরে যেতে পারে কিন্তু ধোনি নিজে বুঝে গিয়েছিলেন যে সরে দাঁড়ানোর সময় এসে গিয়েছে।

অ্যাডাম গিলক্রিস্ট দুনিয়ার সেরা উইকেটকিপার ছিলেন। একদিন শুধু ভিভিএস লক্ষণের একটা ক্যাচ মিস করেছিলেন স্ট্যাম্পের পেছনে দাঁড়িয়ে। কমপ্যাট্রিওট ম্যাথু হেইডেনকে বললেন, " বন্ধু, আমার সময় শেষ।" এরপর চলে গেলেন স্বেচ্ছায়।

স্টিভেন স্মিথও আজ অবসরের ঘোষণা দিলো, সবাইকে ক্লুলেস রেখে দিয়ে। কারণ? গতকাল ফুলটসে বোল্ড হয়েছেন। ম্যাচের ক্রুশাল মোমেন্ট এ স্মিথ ফুলটস খেলতে গিয়ে আউট হবেন, এমন দৃশ্য বিরল। স্মিথ নিজেও হয়তো নিজের মনকে সান্ত্বনা দিয়ে উঠতে পারেননি। নিজের শেষটা নিজেই দেখে নিলেন সবার আগে।

নিজের প্রতি নিজেই অবিচার করলেন। আর একবার নিজের আগে দেশকে প্রাধান্য দিলেন। শুধুমাত্র দেশের জন্য পন্টিং, ক্লার্কদের ক্যারিয়ারের টোয়াইলাইট পিরিয়ডে বল রেখে হাতে ব্যাট তুলে নিয়েছিলেন, বেইলি - ক্লার্কদের পর অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন, নিজের ক্যারিয়ারের যে একটা কলঙ্ক, তাও নিজের জন্য না।

এতোটা নিঃস্বার্থ হলে চলে, স্মাজ? ব্যাগি গ্রিনে এখনো অন্তত বিশ্বকাপ পর্যন্ত খেলে যাওয়ার যোগ্যতা আপনার ছিলো কিন্তু নিজেকে নিজেই গুটিয়ে নিলেন এভাবে।

অ্যাডাপ্টিভ, ভার্সেটাইল - এসব টার্ম নিয়ে ক্রিকেটে আলোচনা কম হয় কিন্তু আপনাকে নিয়ে কথা উঠলে এসব বাদ দেওয়া অসম্ভব। নিজের দেশের জন্য নিজেকে আমূল বদলে ফেলার মতো ডেডিকেশন কয়জনের থাকে?

অথচ আপনি না করলেন আয়নাবাজি , না বললেন পেইনকিলারের কথা। আপনি নিজের কথা ভুলে গেলেও ক্রিকেট আপনাকে মনে রাখবে, শ্রদ্ধার সাথে।

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Sports Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Sports Tv:

Share