05/03/2025
মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে রিটায়ার করেছিলো ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়ে। এর আগে কেউ একটা ক্লু পর্যন্ত পায়নি যে ধোনি অবসরে যেতে পারে কিন্তু ধোনি নিজে বুঝে গিয়েছিলেন যে সরে দাঁড়ানোর সময় এসে গিয়েছে।
অ্যাডাম গিলক্রিস্ট দুনিয়ার সেরা উইকেটকিপার ছিলেন। একদিন শুধু ভিভিএস লক্ষণের একটা ক্যাচ মিস করেছিলেন স্ট্যাম্পের পেছনে দাঁড়িয়ে। কমপ্যাট্রিওট ম্যাথু হেইডেনকে বললেন, " বন্ধু, আমার সময় শেষ।" এরপর চলে গেলেন স্বেচ্ছায়।
স্টিভেন স্মিথও আজ অবসরের ঘোষণা দিলো, সবাইকে ক্লুলেস রেখে দিয়ে। কারণ? গতকাল ফুলটসে বোল্ড হয়েছেন। ম্যাচের ক্রুশাল মোমেন্ট এ স্মিথ ফুলটস খেলতে গিয়ে আউট হবেন, এমন দৃশ্য বিরল। স্মিথ নিজেও হয়তো নিজের মনকে সান্ত্বনা দিয়ে উঠতে পারেননি। নিজের শেষটা নিজেই দেখে নিলেন সবার আগে।
নিজের প্রতি নিজেই অবিচার করলেন। আর একবার নিজের আগে দেশকে প্রাধান্য দিলেন। শুধুমাত্র দেশের জন্য পন্টিং, ক্লার্কদের ক্যারিয়ারের টোয়াইলাইট পিরিয়ডে বল রেখে হাতে ব্যাট তুলে নিয়েছিলেন, বেইলি - ক্লার্কদের পর অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন, নিজের ক্যারিয়ারের যে একটা কলঙ্ক, তাও নিজের জন্য না।
এতোটা নিঃস্বার্থ হলে চলে, স্মাজ? ব্যাগি গ্রিনে এখনো অন্তত বিশ্বকাপ পর্যন্ত খেলে যাওয়ার যোগ্যতা আপনার ছিলো কিন্তু নিজেকে নিজেই গুটিয়ে নিলেন এভাবে।
অ্যাডাপ্টিভ, ভার্সেটাইল - এসব টার্ম নিয়ে ক্রিকেটে আলোচনা কম হয় কিন্তু আপনাকে নিয়ে কথা উঠলে এসব বাদ দেওয়া অসম্ভব। নিজের দেশের জন্য নিজেকে আমূল বদলে ফেলার মতো ডেডিকেশন কয়জনের থাকে?
অথচ আপনি না করলেন আয়নাবাজি , না বললেন পেইনকিলারের কথা। আপনি নিজের কথা ভুলে গেলেও ক্রিকেট আপনাকে মনে রাখবে, শ্রদ্ধার সাথে।