Tech With Debasish

Tech With Debasish Android l Tech l Technology I Tips & Tricks সম্পর্কিত কনটেন্ট তৈরি করে থাকি। ফলো দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন।
(8)

শুভ সকাল
25/08/2025

শুভ সকাল

শুভ সন্ধ্যা
24/08/2025

শুভ সন্ধ্যা

দিনের সব ক্লান্তি, দুঃখ আর ব্যস্ততা ভুলে যাক আজকের এই রাতের অন্ধকারে।তারাদের মিষ্টি আলো আর চাঁদের কোমল ছোঁয়া আপনার ঘুমক...
22/08/2025

দিনের সব ক্লান্তি, দুঃখ আর ব্যস্ততা ভুলে যাক আজকের এই রাতের অন্ধকারে।
তারাদের মিষ্টি আলো আর চাঁদের কোমল ছোঁয়া আপনার ঘুমকে করুক শান্তিময়।
নতুন ভোর আনুক নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনা।

💤 শুভ রাত্রি 🌌😴

Big shout out to my new rising fans! মো রিফাত হোসেন রিফাত, Md Easin Kan, Jember Melga, Sunil Mallick, রিমঝিম বৃষ্টি, Moh...
22/08/2025

Big shout out to my new rising fans! মো রিফাত হোসেন রিফাত, Md Easin Kan, Jember Melga, Sunil Mallick, রিমঝিম বৃষ্টি, Mohammad Rasel, Md Shakib Mia, Sultana Yesmin, Diner Alo, হাফেজ নাহিদ, Lobna Nahida, এম 卝 তাওসিফツ, Mohosin Islam, মোঃরিয়াজুল মোঃরিয়াজুল, SG Sabbir Uddin, Emran Mia, Md Shanto Islam, Sanjay Ranjan, মোঃ সোহেল রানা, Sk Akash

নতুন দিনের আলো মানেই নতুন আশার শুরু।হাসি মুখে দিনটা শুরু করুন, দেখবেন চারপাশও হাসিমুখে সাড়া দেবে। মন ভালো থাকলে প্রতিটি ...
20/08/2025

নতুন দিনের আলো মানেই নতুন আশার শুরু।
হাসি মুখে দিনটা শুরু করুন, দেখবেন চারপাশও হাসিমুখে সাড়া দেবে। মন ভালো থাকলে প্রতিটি সকালই হয়ে ওঠে আশীর্বাদ।
আপনার প্রতিটি মুহূর্ত হোক আনন্দে ভরা।

☀️ শুভ সকাল 🌼💖

ফেসবুকে সফল কনটেন্ট ক্রিয়েটর হতে হলে কোন কোন অভ্যাস গড়ে তুলতে হবে এবং কোন কোন কৌশল মেনে চলতে হবে। যারা নতুন শুরু করছেন...
19/08/2025

ফেসবুকে সফল কনটেন্ট ক্রিয়েটর হতে হলে কোন কোন অভ্যাস গড়ে তুলতে হবে এবং কোন কোন কৌশল মেনে চলতে হবে। যারা নতুন শুরু করছেন বা ইতিমধ্যেই কনটেন্ট তৈরি করছেন কিন্তু সাফল্য পাচ্ছেন না, তাদের জন্য এই গাইডলাইন খুবই কাজে আসবে।”

১️⃣ অভ্যাস (Habits to Build)

🕒 ১. নিয়মিত কনটেন্ট আপলোড করা

প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত ৩-৪ বার কনটেন্ট পোস্ট করার অভ্যাস করুন।

নিয়মিততা ফলোয়ারদের কাছে আপনাকে ভরসাযোগ্য করে তোলে।

---

📖 ২. শিখতে থাকা ও গবেষণা করা

ট্রেন্ড, অডিয়েন্সের চাহিদা ও নতুন টুলস সম্পর্কে আপডেট থাকুন।

প্রতিদিন ১৫-২০ মিনিট সময় দিন শেখার জন্য।

---

📝 ৩. কনটেন্ট প্ল্যানিং অভ্যাস

হুট করে কনটেন্ট না বানিয়ে আগেই লিস্ট তৈরি করুন।

নোটবুক বা মোবাইল অ্যাপসে আইডিয়া লিখে রাখুন।

---

🎥 ৪. প্র্যাকটিস ও ইম্প্রুভমেন্ট

প্রথম ভিডিও নিখুঁত হবে না, তাই বারবার রেকর্ড করার অভ্যাস করুন।

নিজের পুরানো কনটেন্ট দেখে ভুলগুলো সংশোধন করুন।

💬 ৫. অডিয়েন্সের সাথে সংযোগ রাখা

কমেন্ট, মেসেজে রিপ্লাই দিন।

ফলোয়াররা যেন অনুভব করে, আপনি তাদের ভ্যালু দেন।

😌 ৬. ধৈর্য ও মানসিক দৃঢ়তা

একদিনে বা একমাসে সফলতা আসবে না।

ধৈর্য ধরে কাজ চালিয়ে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

২️⃣ কৌশল (Strategies to Follow)

🎯 ১. নিস (Niche) নির্বাচন

কোন বিষয়ে কনটেন্ট করবেন সেটি স্পষ্ট করুন (যেমন: শিক্ষা, বিনোদন, টেক, ভ্রমণ, অনুপ্রেরণা ইত্যাদি)।

স্পেসিফিক নিস ফলোয়ারদের মনে আলাদা পরিচয় তৈরি করে।

📊 ২. অডিয়েন্স অ্যানালাইসিস

আপনার দর্শক কোন বয়সের, কোন বিষয়ে আগ্রহী, কোন সময় বেশি সক্রিয় – এগুলো খুঁজে বের করুন।

সেই অনুযায়ী কনটেন্ট তৈরি করুন।

🎨 ৩. ভিজ্যুয়াল ও প্রেজেন্টেশন

ভিডিওতে পরিষ্কার ভয়েস, ভালো লাইটিং ও আকর্ষণীয় থাম্বনেইল ব্যবহার করুন।

লিখিত পোস্ট হলে সুন্দর ভাষা ও ইমোজির ব্যবহার রাখুন।

🔑 ৪. ভ্যালু প্রদান

শুধু বিনোদন নয়, দর্শক যেন কিছু শিখতে পারে বা ইনস্পায়ার হয়।

প্রতিটি কনটেন্টে একটি মেসেজ বা ভ্যালু থাকতে হবে।

📈 ৫. ট্রেন্ড ও ভাইরাল কনটেন্ট ব্যবহার

বর্তমানে কোন বিষয় বা চ্যালেঞ্জ ট্রেন্ড করছে, তা নিয়ে কনটেন্ট বানান।

তবে নিজস্ব স্টাইল ও ইউনিক আইডিয়া যুক্ত করতে ভুলবেন না।

🧠 ৬. ব্র্যান্ড তৈরি

নাম, লোগো, কনটেন্ট স্টাইল সবকিছুতে কনসিস্টেন্সি রাখুন।

যাতে দর্শক আপনাকে সহজে চিনতে পারে।

📢 ৭. প্রমোশন ও নেটওয়ার্কিং

অন্য ক্রিয়েটরের সাথে সহযোগিতা (Collaboration) করুন।

গ্রুপ, পেজ বা ইনবক্সে আপনার কনটেন্ট শেয়ার করুন।

🎬 আউট্রো (Closing)

“ফেসবুকে সফল কনটেন্ট ক্রিয়েটর হওয়া সময়সাপেক্ষ, তবে যদি নিয়মিত অভ্যাস গড়ে তোলেন আর সঠিক কৌশলগুলো অনুসরণ করেন, তাহলে সফলতা নিশ্চিতভাবেই আসবে। তাই আজ থেকেই শুরু করুন নিজের কনটেন্ট জার্নি। শুভকামনা থাকবে সবসময় ❤️

Good morning
19/08/2025

Good morning

আপনার সিমের কল বা মেসেজ হ্যা'ক হয়েছে কিনা বা আপনার ফোনের কল অন্য কেউ শুনছে বা দেখছে কিনা, সেটি জানার জন্য মূলত আপনাকে কল...
18/08/2025

আপনার সিমের কল বা মেসেজ হ্যা'ক হয়েছে কিনা বা আপনার ফোনের কল অন্য কেউ শুনছে বা দেখছে কিনা, সেটি জানার জন্য মূলত আপনাকে কল ফরোয়ার্ডিং, ডাইভার্ট কোড, এবং সিম ক্লোনিং চেক করতে হবে।

এখানে স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেওয়া হলো—

১. কোড দিয়ে চেক করা (Call Forwarding / Divert)

আপনার ফোনের Dial Pad এ গিয়ে নিচের কোডগুলো টাইপ করুন—

কোড ও কাজ

* #21 # চেক করবে কল, মেসেজ, ডাটা অন্য কোনো নম্বরে ফরোয়ার্ড হচ্ছে কিনা
* #62 # ফোন বন্ধ বা নেটওয়ার্ক না থাকলে কল কোথায় ফরোয়ার্ড হয় তা দেখাবে
* #67 # ব্যস্ত থাকলে কল কোন নম্বরে যাবে তা দেখাবে

📌 যদি অপরিচিত কোনো নম্বর দেখা যায়, তাহলে সেটা রিমুভ করতে—
# #21 # বা # #002 # ডায়াল করুন → সব ফরোয়ার্ডিং রিসেট হয়ে যাবে।

২. সিম ক্লো'নিং চেক করা

আপনার ফোনে একই সময়ে নেটওয়ার্ক চলে যাওয়া বা হঠাৎ কল/মেসেজ না পাওয়া সিম ক্লোনিংয়ের লক্ষণ হতে পারে।

আপনি সিম প্রোভাইডারের কাস্টমার কেয়ার-এ কল করে জানতে পারেন, আপনার সিম কি একাধিক ডিভাইসে লগইন আছে কিনা।

যদি সিম ক্লোন সন্দেহ হয় → অবিলম্বে সিম রি-ইস্যু করুন (NID দিয়ে নতুন সিম নিন)।

৩. অজানা অ্যাপ বা পারমিশন চেক করা

সেটিংসে গিয়ে App List / Installed Apps দেখে নিন, অপরিচিত বা সন্দেহজনক অ্যাপ আছে কিনা।

Permissions চেক করে দেখুন কোন অ্যাপ আপনার মাইক্রোফোন, মেসেজ বা কল লগে অ্যাক্সেস পাচ্ছে।

অচেনা অ্যাপ থাকলে সাথে সাথে আনইনস্টল করুন।

৪. সিকিউরিটি অ্যাপ দিয়ে স্ক্যান করা

Google Play Store থেকে Malwarebytes, Avast, Bitdefender ইত্যাদি ইন্সটল করে স্ক্যান চালান।

এগুলো স্পাই অ্যাপ বা ট্রোজান ধরতে সাহায্য করবে।

৫. প্র্যাকটিক্যাল সতর্কতা

পাসওয়ার্ড ও OTP কখনও কারো সাথে শেয়ার করবেন না।

সিমে পিন কোড দিন (SIM Lock সক্রিয় করুন)।

সোশ্যাল মিডিয়া বা সন্দেহজনক লিংক থেকে নম্বর বা সিমের ডিটেইলস দিবেন না। ধন্যবাদ ❤️

দিনের ক্লান্তি মুছে, রাত্রির আলোয় মিশে—সন্ধ্যার এই নীরব মুহূর্ত হোক মনের প্রশান্তি আর হৃদয়ের শান্তির কারণ।আসুক প্রতিটি ক...
17/08/2025

দিনের ক্লান্তি মুছে, রাত্রির আলোয় মিশে—
সন্ধ্যার এই নীরব মুহূর্ত হোক মনের প্রশান্তি আর হৃদয়ের শান্তির কারণ।
আসুক প্রতিটি ক্ষণে নতুন আশার আলো, আর মুছে যাক সব দুঃখের কালো।

শুভ সন্ধ্যা সবাইকে! 🌸🌆

🌸 শুভ সকাল 🌸নতুন সূর্যের আলো মানেই নতুন আশা,নতুন দিনের শুরু মানেই নতুন স্বপ্ন।হাসিমুখে দিনটা শুরু করুন,আপনার প্রতিটি মুহ...
17/08/2025

🌸 শুভ সকাল 🌸
নতুন সূর্যের আলো মানেই নতুন আশা,
নতুন দিনের শুরু মানেই নতুন স্বপ্ন।
হাসিমুখে দিনটা শুরু করুন,
আপনার প্রতিটি মুহূর্ত হোক আনন্দ ও সাফল্যে ভরা।

আপনাদের অনেকের ফোনের সাউন্ড বা ভলিউম কমে  গিয়ে থাকে মাঝেমধ্যে। তো নিচের স্টেপ গুলো ফলো করলে খুব সহজেই আপনাদের ফোনের সাউ...
16/08/2025

আপনাদের অনেকের ফোনের সাউন্ড বা ভলিউম কমে গিয়ে থাকে মাঝেমধ্যে। তো নিচের স্টেপ গুলো ফলো করলে খুব সহজেই আপনাদের ফোনের সাউন্ড বা ভলিউম কে বাড়িয়ে নিতে পারবেন।

✅১. ভলিউম সেটিং চেক করুন

মিডিয়া ভলিউম (Media)

রিং ভলিউম (Ringtone)

নোটিফিকেশন ভলিউম (Notification)
অনেক সময় ভুল করে শুধু কল ভলিউম বাড়ানো হয়, কিন্তু মিডিয়া ভলিউম কম থাকে।

✅২. ডু নট ডিস্টার্ব (DND) বা সাইলেন্ট মোড বন্ধ করুন

সেটিংসে গিয়ে Sound & Vibration চেক করুন।

যদি DND চালু থাকে, বন্ধ করুন।

✅৩. স্পিকার ও ইয়ারপিস পরিষ্কার করুন

ধুলো বা ময়লা জমে গেলে সাউন্ড কম শোনা যায়।

নরম ব্রাশ বা কটন বাড দিয়ে হালকা করে পরিষ্কার করুন।

পানি বা তরল ব্যবহার করবেন না।

✅৪. ব্লুটুথ বা হেডফোন কানেকশন চেক করুন

অনেক সময় ব্লুটুথ স্পিকার বা হেডফোনে সাউন্ড চলে যায়।

ব্লুটুথ বন্ধ করে আবার চেক করুন।

✅৫. অ্যাপ সেটিং চেক করুন

কিছু অ্যাপের আলাদা সাউন্ড সেটিং থাকে (যেমন YouTube, গেমস)।

অ্যাপের ভেতরে ভলিউম মিউট বা কমানো আছে কিনা দেখুন।

✅৬. ফোন রিস্টার্ট করুন

অনেক সময় সাময়িক সফটওয়্যার বাগ রিস্টার্ট করলে ঠিক হয়ে যায়।

✅৭. সফটওয়্যার আপডেট দিন

পুরনো সিস্টেম ভার্সনে অডিও বাগ থাকতে পারে।

Settings > Software Update থেকে আপডেট চেক করুন।

আশা করি এই সেটিংস গুলো আপনার অনেক কাজে আসবে, এবং শেয়ার করে দিবেন তাহলে আরো অনেক মানুষ তথ্যগুলো জানতে পারবে। ধন্যবাদ ❤️

দেড় বছর পূর্বে হঠাৎ করেই ফেসবুকের জার্নি টা শুরু হয়েছিল। মাত্র তিন দিনে সব ক্রাইটেরিয়া পূর্ণ করে একমাস পরে মনিটাইজেশন...
14/08/2025

দেড় বছর পূর্বে হঠাৎ করেই ফেসবুকের জার্নি টা শুরু হয়েছিল। মাত্র তিন দিনে সব ক্রাইটেরিয়া পূর্ণ করে একমাস পরে মনিটাইজেশন সেটাপ পেয়েছিলাম। সবকিছু সম্ভব হয়েছে শুধু আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা এবং প্রতিনিয়ত সাপোর্টের কারণে। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো আপনাদের জন্য। I've just reached 530K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Tech With Debasish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tech With Debasish:

Share