Maisa's Daily life

Maisa's Daily life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maisa's Daily life, Digital creator, Dhaka.

11/10/2024

আজকে একটা বিরল রোগের কথা শেয়ার করব যেটার কোন চিকিৎসা নেই এই পৃথিবীতে গবেষণা চালু আছে। লাখে একটা বাচ্চার হয়ে থাকে। আমার বোনের ছেলে ‍ Multiple enchondromatosis ollier disease আক্রান্ত।ওর বয়স এখন ৯ বছর আড়াই বছর বয়সের রোগ ধরা পড়ে। বাংলাদেশের এরকম কোন বাচ্চা বা ব্যক্তিকে আমরা পাইনি যাদের এই রোগটি আছে।বাবুর এই রোগটা ধরা পড়ে আড়াই বছর বয়সে বাংলাদেশে অনেক চেকআপ এবং ডক্টর দেখানোর পরেও তারা এই সমস্যাটা ধরতে পারে নাই। এমন অবস্থায় আমরা তাকে ইন্ডিয়ার ভ্যালরের সিএমসি হসপিটাল এ নিয়ে যাই সেখানে প্রায় এক মাস ওর শরীরের যাবতীয় চেকআপ জেনেটিক চেকআপ করার পরে ওর অলিয়ার ডিজিজ ধরা পড়ে। বাংলাদেশের সিএমএইস এ এরকম রোগী তারা কখনো দেখেনি । তারপরে তারা ঢাকা মেডিকেলের শিশু অর্থপেডিক্স এর কাছে পাঠিয়েছে। সেখানেও কোন সল্যুশন না পেয়ে অবশেষে মেডিকেল বোর্ড গঠন করে তারা দেশের বাইরে পাঠিয়ে দেয়।[বিঃদ্রঃ ভাইয়া বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন] বাংলাদেশের অধিকাংশ ডক্টর ই এই রোগের নাম জানে না এবং কিভাবে চিকিৎসা করতে হয় সেটাও তারা জানে না! কোন সাজেশন বা পরামর্শ কিছু দিতে পারে নাই ।এজন্য বাচ্চাকে ইন্ডিয়াতে ফলোআপে রাখা হয়েছে সিএমসি হসপিটালে।!
তারা এতকিছু চেকআপ করার পরেও বাচ্চার জন্য কোন মেডিসিন দিতে পারেনি। অনেকে ভাবতে পারেন এই রোগটা কি আসলে এটা একটি বিরল রোগ‌ যেটা ছোট থেকেই বাচ্চাদের ধরা পড়ে। এবং যাদের এই রোগ টা হয়ে থাকে তাদের প্রত্যেকটা জয়েন্টের টিউমার হয়ে থাকে এবং টিউমার গুলো আস্তে আস্তে বড় হয়ে যায় এবং তাদের হাড়ের ক্ষয় শুরু হয়। এটা দিন দিন বাড়তে থাকে । এবং যে পাশে হয় বা যে হাতে পায়ে হয় সেই পায়ের বা হাতের এবং সেই পাশের গ্রোথ কমে যায়। এবং এটার কোন মেডিসিন চিকিৎসাই এ পর্যন্ত বের হয় নাই পৃথিবীতে এর গবেষণা চালু আছে। আমি আমেরিকাতে কয়েকটা সংগঠনের সাথে যুক্ত আছি ollier disease এর এবং আমেরিকাতে যে সংগঠনের সাথে আছি সেখানে এক হাজারের মতো বেবির এটা পাওয়া গেছে কিন্তু আমি বাংলাদেশে এরকম কোন সংগঠন দেখিনি বা কোন বাচ্চাকে ও দেখিনি। এবং হয়তো দুই একজন ডাক্তার হয়তো এরকম রোগী পেয়েছে এক থেকে দুইটা!
আমার এই পোষ্টের উদ্দেশ্য যদি কারো বেবির এই ধরনের সমস্যা থেকে থাকে অনুগ্রহ করে জানাবেন আমরা আসলে জানতে চাচ্ছি বাংলাদেশে কতজন বাচ্চা এরকম আছে! কিভাবে তাদের ট্রিটমেন্ট করছেন! কোথায় তাদের ট্রিটমেন্ট করছেন। এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। যদি পারেন পোস্টটি শেয়ার করে দিবেন যেহেতু এটা একটি রেয়ার রোগ বাংলাদেশ আছে কিনা আমরা জানতে চাচ্ছি এটা আসলে খুব জরুরী আমাদের জন্য জানা। ধন্যবাদ।

shame on you !!! chi 🤮
26/09/2024

shame on you !!! chi 🤮

22/09/2024

ভালো থাকার জন্য আল্লাহর রহমত প্রয়োজন,মানুষের সঙ্গ নয়!🤍

21/09/2024

বর্তমান সময়ে কারো সাথে অযথা তর্ক করবেন না৷ সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী। মতের অমিল হলেই - প্রসঙ্গ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ শুরু করে দিবে।
তাই কেউ যদি বলে "জানেন হাতি উড়তে পারে"
তর্ক না করে বলুন, " হ্যাঁ জানি, আজ আমাদের ঘরের ছাদে এসে বসে ছিলো"

21/09/2024

ইয়া রব,
আমি অন্ধকারে হারিয়ে যাচ্ছি, আমাকে আরও একবার হেদায়েত দিন আমিন।

21/09/2024

“Don't give up on your dreams. If you can't do it right today, try again tomorrow.”

17/09/2024

Figma Designer Thakle Cv den REMOTE Jov Available .
Good Salary

কিসের সাকিব ; কিসের মাশরাফি মুশফিক ইজ বেস্ট যার কোন হেটার্স নাই☘️প্রিয় খেলোয়াড়🌸
16/09/2024

কিসের সাকিব ; কিসের মাশরাফি
মুশফিক ইজ বেস্ট যার কোন হেটার্স নাই☘️
প্রিয় খেলোয়াড়🌸

17/06/2024

দেখো প্রেম একটা পাখির সঙ্গে হতে পারে, একটা বইয়ের সঙ্গে হতে পারে, একটা গাছ কিংবা সুন্দর মাকালফলের সঙ্গেও হতে পারে। যার যেটাতে ভালোলাগা। এটা স্বাভাবিক। ধরো তোমার গ্রামে একটা ছোট্ট নদী আছে। তুমি সেখানে প্রতিদিনই যাও, সময়টা ভালো কাটে ওই নদীর পারে। এই যে প্রতিদিন তুমি সেখানে যাও, সময় কাটাও পরে একদিন না গেলে তোমার অন্য রকম লাগে। মনে হয় কিছু একটা অভাব! এটা হলো প্রেম। নদীর সাথে প্রেম।

আর ভালোবাসা! সে তো সবার উর্ধ্বে।
এটা একটা অনুভূতি। এটাকে প্রকাশ করা যায় না। প্রায় ৯৯% মানুষের জীবনেই কোনো একটা সময়ে এই অনুভুতিটা আসে। কেউ বুঝতে পারে কেউ পারে না। তবে একসময় সবাই বুঝতে পারে। কারো প্রতি নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা সে সময় হারিয়ে যায়। দিনের পর দিন যায়, রাতের পর রাত তবু সে কন্ট্রোল ক্ষমতাটা ফিরিয়ে আনতে পারে না। আমার অনেক সিনিয়র বড় ভাই-বোন আছে যারা একটা সময়ে গিয়ে সে দুর্বলতাটা কাটিয়ে উঠে জীবনে সাকসেস পেয়েছে। তবু সে দুর্বলতাটা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। আজীবনও পারবে না। এই যে দুর্বলতা, মনের মধ্যে গভীর যত্ন, স্নেহ এটাই মূলত ভালোবাসা।

মানুষকে ভালোবাসুন।

19/04/2024

সবকিছুর আগে চিন্তা করুন আর সবকিছুর পর আলহামদুলিল্লাহ বলুন ,আর নিজের কাজ নিজে করুণ নাহয় চুপচাপ থাকেন তাহলেই আপনি সুখী হতে পারবেন।

27/03/2024

14/03/2024

Confess your problem to no one but ALLAH swt because some people only talk to you so that they can talk about you.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maisa's Daily life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share