বইওয়ালা-BoiWala

বইওয়ালা-BoiWala Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বইওয়ালা-BoiWala, Book & Magazine Distributor, Banglabazar, Dhaka.

অপেক্ষার প্রহর শেষ হয় না ....😔
07/08/2025

অপেক্ষার প্রহর শেষ হয় না ....😔

30/07/2025

"কাউকে সত্যি সত্যি ভালোবাসার পর সেই ভালোবাসা সরিয়ে আনার থেকে বি'ষ পান অধিক শ্রেয়।"

বই : বাঁকা চাঁদের মুচকি হাসি
লেখক : ফাতেমা তুজ নৌশি

29/07/2025

"এত ঘৃ'ণার প্রকাশ করো না, বেলা। কে জানে ঘৃ*ণা প্র'কাশ করতে করতে ভালো না বেসে ফেলো আমাকে।"

বই:তিমিরে ফোটা গোলাপ
লেখক: তানিয়া শেখ

27/07/2025

“ভুঁ'ড়ি ছাড়া পুরুষ মানুষকে ভালো দেখায় নাকি?
ভুঁড়ি হলো পুরুষের আসল সৌন্দর্য। যে পুরুষের ভুঁড়ি নেই সে কোনো পুরুষই না।”

বই: নির্জন প্রহর চাই
লেখক: মৌসুমি আক্তার মৌ

"সবাইকে বলে দিও, আমার কবর টা যেন আমার স্বামীর ঠিক বা'পাশেই  হয়। তাকে আমি ভালোবাসি।"~পদ্মজা "তুমি চাও বা না চাও, পরপারে দ...
27/07/2025

"সবাইকে বলে দিও, আমার কবর টা যেন আমার স্বামীর ঠিক বা'পাশেই হয়। তাকে আমি ভালোবাসি।"
~পদ্মজা

"তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আমি আবার তোমার পিছু নিবো"
~আমির হাওলাদার

বই: আমি পদ্মজা
লেখক: ইলমা বেহরোজ
প্রকাশনা: অন্যধারা

সারাদেশে কুরিয়ারের পাশাপাশি থাকছে ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা। ভারতীয় পাঠকগণ বইটি অর্ডার করতে পারবেন।
অর্ডার করতে পেইজে ইনবক্স করুন।

25/07/2025

এক আলিমকে জিজ্ঞেস করা হয়েছিল, জিন ও শয়তানরা কি বিয়ে করে?

তিনি জবাব দেন- কী জানি, আমি তো কখনো দাওয়াত পাইনি।

ব‌ই: জিনজাতির বিস্ময়কর জগৎ
লেখক: আবু আহমাদ সারোয়ার

 #প্রি_অর্ডার: বই: তোমায় বৃষ্টি বলে ডাকিলেখক: ফাতেমা তুজ নৌশিপ্রকাশনা: নবকথন প্রকাশনী লমুদ্রিত মূল্য: ২৪০ টাকা প্রি অর্ড...
24/07/2025

#প্রি_অর্ডার:
বই: তোমায় বৃষ্টি বলে ডাকি
লেখক: ফাতেমা তুজ নৌশি
প্রকাশনা: নবকথন প্রকাশনী ল

মুদ্রিত মূল্য: ২৪০ টাকা
প্রি অর্ডার মূল্য: ১৬০ টাকা

#ফ্ল্যাপ:
তোমায় বৃষ্টি বলে ডাকি,
হুটহাট বৃষ্টি।
তুমি আসো যখন তখন ইচ্ছে মতন,
আমি ডাকলে দাও ফাঁকি।
অশ্রু ঝরাও বলেই,
তোমায় বৃষ্টি বলে ডাকি।

অর্ডার করতে পেইজে ইনবক্স করুন।

“দুঃখ তোমাকে ছুঁয়ে দিলে আমাকেও ছুঁয়ে যায়। বন্দি তুমি হলে মুক্তি আমারও মিলে না।”বই: পাপমুক্তিলেখক: এইচ আর মিথেল সর্বোচ্চ ...
20/07/2025

“দুঃখ তোমাকে ছুঁয়ে দিলে আমাকেও ছুঁয়ে যায়। বন্দি তুমি হলে মুক্তি আমারও মিলে না।”

বই: পাপমুক্তি
লেখক: এইচ আর মিথেল

সর্বোচ্চ ছাড়ে বইটি অর্ডার করতে পেইজে ম্যাসেজ করুন।

"দুজনের বাসা ছিলো লাগোয়ামিলেমিশে আর তারা ভাগোয়া"বই: প্রেমের অনুকাব্য লেখক: দন্ত্যস রওশনপিচ্চি সাইজের বইটি অর্ডার করতে পে...
19/07/2025

"দুজনের বাসা ছিলো লাগোয়া
মিলেমিশে আর তারা ভাগোয়া"

বই: প্রেমের অনুকাব্য
লেখক: দন্ত্যস রওশন

পিচ্চি সাইজের বইটি অর্ডার করতে পেইজে ম্যাসেজ করুন।

❝নিস্বার্থ ভালোবাসা বলে কিছু হয় না। এই যে তাকে একটু দেখার ইচ্ছে হয়। কথা বলতে ইচ্ছা করে,এটাই স্বার্থ।❞বই: বিয়ে থালেখিকা: ...
17/07/2025

❝নিস্বার্থ ভালোবাসা বলে কিছু হয় না।
এই যে তাকে একটু দেখার ইচ্ছে হয়। কথা বলতে ইচ্ছা করে,এটাই স্বার্থ।❞

বই: বিয়ে থা
লেখিকা: ফাতেমা তুজ নৌশি

📌বইটি অর্ডার করতে পেইজে ম্যাসেজ করুন।

 #প্রি_অর্ডার বই: নামহীন কাঠগোলাপলেখক: Riyad Islam Azan প্রকাশনা: স্বরবিন্দু প্রকাশন জনরা: রোমান্টিক উপন্যাসমুদ্রিত মূল্...
16/07/2025

#প্রি_অর্ডার

বই: নামহীন কাঠগোলাপ
লেখক: Riyad Islam Azan
প্রকাশনা: স্বরবিন্দু প্রকাশন
জনরা: রোমান্টিক উপন্যাস

মুদ্রিত মূল্য: ৩৬০টাকা
প্রি অর্ডার মূল্য: ২৫০টাকা
সম্ভাব্য রিলিজ ডেট- ১৪ই আগষ্ট

#ফ্ল্যাপঃ
"আপনার খোঁপায় বকুলের মালা নয়, কাঠগোলাপ মানায়। আমি রোজ আপনাকে একগুচ্ছ কাঠগোলাপ এনে দিবো।" আম্বিয়ার উদ্দেশ্যে বলে চলে গেলো লোকটা।

"আজব লোক একটা। আমাকে চিনে না, জানে না, আমার জন্য নাকি কাঠগোলাপ আনবে?"

"কাল বলে গিয়েছিলাম না, আপনার জন্য একগুচ্ছ কাঠগোলাপ আনবো?"
এক গাল হেসে পিছন থেকে হাতটা সামনে বাড়িয়ে আনলো। অসম্ভব সুন্দর দেখতে একগুচ্ছ কাঠগোলাপ তার সামনে। আম্বিয়ার চোখ চকচক করছে। ঠিক যেমনটা দুপুরের উত্তপ্ত রোদে নদীর পাড়ের বালি চিকচিক করে।

লোকটা চলে গেছে বুঝতে পেরেই হাতের ফুলগুলো পাশে রেখে সাদা কাগজের ভাঁজ খুলতে ব্যস্ত হয়ে গেলো। আকাঙ্ক্ষিত চোখগুলো বড় বড় হয়ে গেছে, কি লিখা আছে এটা দেখার জন্য। চিরকুট খুলতেই তিন লাইনের লেখা দেখতে পেলো।

"হঠাৎ হয়েছে তার সাথে আলাপ।
অপ্রকাশিত কত-শত সংলাপ।
হে প্রিয়তমা, আপনার জন্য একগুচ্ছ কাঠগোলাপ।"

প্রি অর্ডারে যা যা থাকছে—
উজান দেওয়ানের চিঠি
কাঠগোলাপের বুকমার্ক

প্রি অর্ডার করতে পেইজে ইনবক্স করুন।

এই ভূমণ্ডলের কোনো একটি মানুষের পৃথিবী তুই। তার প্রাণ সঞ্চালনের পথ্য তুই৷ তুই তার রোগ সারানোর জড়িবুটি। একবার ভেবে দেখেছিস...
14/07/2025

এই ভূমণ্ডলের কোনো একটি মানুষের পৃথিবী তুই। তার প্রাণ সঞ্চালনের পথ্য তুই৷ তুই তার রোগ সারানোর জড়িবুটি। একবার ভেবে দেখেছিস, তোর কিছু হলে তার কী হবে?

বই: “এক সমুদ্র প্রেম”
লেখক: নুসরাত সুলতানা সেঁজুতি
ছবি: সংগৃহীত।

📌বইটি অর্ডার করতে পেইজে ম্যাসেজ করুন।

Address

Banglabazar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বইওয়ালা-BoiWala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share