
27/04/2025
কন্ঠশিল্পী হতে চেয়ে যারা শুধু গান শেখেন বা শাস্ত্রীয় সংগীত শেখেন,তাদের বেশীর ভাগই কিছু দিনের মধ্যে
কন্ঠে নিয়ম বহির্ভূত জোড় খাটানোর কারনে প্রকৃত অর্থে নিজেদের কন্ঠটি নষ্ট করে ফেলেন।
মনে রাখতে হবে শ্রোতার কাছে একজন কন্ঠশিল্পীর সুন্দর একটি শ্রুতি মধুর কন্ঠই সম্মানের ভালোবাসার মূলে রয়েছে।
তাই যারা কন্ঠশিল্পী হতে চান,অবশই প্রথমে আপনার কন্ঠের সক্ষমতা নিরুপন করে আপনার কন্ঠকে একজন উচ্চতর শিল্পী হিসেবে শ্রোতার নিকট সম্মান জনক এবং গ্রহনযোগ্য পর্যায়ে যিনি নিয়ে যেতে পারবেন,তেমন একজন সঙ্গীত গুরুর নিকট আপনাকে যাওয়া উচিৎ।
একমাত্র Tone & Tune School of Music আপনার সেই কাঙ্খিত সমাধানের পথ।
আপনি যদি আমাদের দেখানো প্রক্রিয়া অনুসরণ করে নিয়মিত চর্চা, ঘুম, আহার করেন,তবে অল্প কিছু দিনের মধ্যেই আপনি আপনার কন্ঠে ভালো ভাবে গান গাওয়ার সেই স্বপ্নের ক্ষমতা অর্জন করবেন।
আমাদের শেখানোর ফর্মেট মূলতঃ একজন একজন করে।কারন,আমরা প্রত্যেকের আলাদা ভাবে কন্ঠের সক্ষমতা পরিক্ষা করি এবং সেই পরিক্ষা নিরিক্ষার আলোকে কন্ঠের ট্রিটমেন্ট শুরু করি।যার কারনে আমাদের শিক্ষার্থীরা খুব দ্রুতো উন্নতির দিকে এগুতে সক্ষম হন।
তাই দেরি না করে এখনি আমাদের সাথে যোগাযোগ করতে সরাসরি কল করুন।
০১৭১২০৬৭৩৭২
শেখ জসিম
অধ্যক্ষ
টোন এন্ড টিউন স্কুল অব মিউজিক